হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বাংলাদেশে হিসাবিজ্ঞান নীতিমালা ইস্যু করে কে?

    A
    ICAB

    B
    IASB

    C
    ICMAB

    D
    IASC

    Note: বাংলাদেশে হিসাববিজ্ঞান নীতিমালা ইস্যু করে ICAB.
    1. Report
  2. Question: হিসাব শাস্ত্রের ইতিহাস কোনটি?

    A
    সনাতন

    B
    মধ্যযুগীয়

    C
    আধুনিক

    D
    মানব সভ্যতা সংশ্লিষ্ট

    Note: হিসাব শাস্ত্রের বা বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার মতই পরানো।
    1. Report
  3. Question: প্রাচীন কালে চীন দেশের লোকেরা কিসের মাধ্যমে হিসাব রাখত?

    A
    শ্লেট পাথর

    B
    আইভরি প্লেট

    C
    এ্যাবাকাস

    D
    রঙ্গিন সতায় গিট

    Note: Not available
    1. Report
  4. Question: কারবারি বাট্টা নগদান বই এর কোন দিকে বসে?

    A
    ডেবিট এর দিকে

    B
    ক্রেডিট এর দিকে

    C
    ডেবিট ও ক্রেডিট উভয় দিকে

    D
    কোনো দিকেই বসে না

    Note: নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেন সমূহ লেখা হয়। কারবারি বাট্টা আসলে কোন লেনদেন নয়। পণ্যের ক্রয়মূল্য হতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় বা রিবেত দেয়াকে কারবারি বাট্টা বলা হয়। সুতরঅং ইহা নগদান বইতে লেখা হয় না।
    1. Report
  5. Question: কারবারের সামগ্রিক নগদ অবস্থা জানার উদ্দেশ্যে প্রস্তুত করা হয় কোনটি?

    A
    জাবেদা

    B
    নগদান

    C
    খতিয়ান

    D
    ব্যাংক জমার সমন্বয়

    Note: কারবারের সামগ্রিক নগদ লেনদেন সমূহ লিখে রাখা হয়। আর এটি প্রস্তুতের মূল কারণ হল কারবারের সামগ্রিক নগদ অবস্থার পরিমাণ অর্থ ছাড় বা রিবেত দেয়াকে কারবরি বাট্টা বলা হয়। সুতরাং িইহা নগদান বইতে লেখা হয় না।
    1. Report
  6. Question: জাবেদা (Journal) ও খতিয়ান (Ledger)- এর মধ্যে পার্থক্য কী?

    A
    কোন পার্থক্য নেই, দুটিই হিসাবের বই

    B
    জাবেদাতে লাভ আর খতিয়অনে লোকসান লেখা হয়

    C
    জাবেদাতে আয় আর খতিয়ানে ব্যয় লেখা হয়

    D
    জাবেদা হিসাবের প্রাথমিক বই, খতিয়ান হিসাবের পাক ও স্থায়ী বই

    Note: জাবেদা ও খতিযঅন উভয়ই হিসাবের বই। এদের মধ্যেকার প্রধান পার্থক্য হল জাবেদা হিসাবের প্রাথমিক বা সহকারি বই এবং খতিয়ান হিসাবের পাকা ও স্থায়ী বই।
    1. Report
  7. Question: কোম্পানির বিক্রয় হতে প্রাপ্তির পরিমাণ ৩৬৮০০ টাকা। যদি প্রাপ্তির মধ্যে মূল্য সেোজন করের পরিমান ১৫% হয়ে থাকে তবে বিক্রয় হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে?

    A
    ৩০০০০ টাকা

    B
    ৩২০০০ টাকা

    C
    ৩৩০০০ টাকা

    D
    ৩৪০০০ টাকা

    E
    ৩৫০০০ টাকা

    Note: বিক্রয়ের মধ্যে মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত থাকায় মূল্য সংযোজন কর বাদে নিট বিক্রয়ের পরিমান ৩২০০০ টাকা।
    1. Report
  8. Question: নিম্নের কোনটিকে বিক্রয় বলা ঠিক নয়?

    A
    অফিস সরঞ্জাম বিক্রয়

    B
    পূর্বে ক্রয়ের অন্তর্ভুক্ত বিক্রীত দ্রব্য

    C
    কোনটিই নয়

    D
    নগদে বিক্রীত দ্রব্য

    E
    ধারে ধারে বিক্রীত করা

    Note: অফিস সরঞ্জাম বিক্রয় করা হলে নগদ বা ব্যাংক হিসাব বৃদ্ধি পায় এবং অফিস সরঞ্জাম হ্রাস পায়। এর জন্য জাবেদা এন্ট্রি হবে, নগদ/ব্যাংক হিসাব ডে: অফিস সরঞ্জাম হিসাব ক্রে: সুতরাং অফিস সরঞ্জাম বিক্রয়কে বিক্রয় বলা ঠিক নয়।
    1. Report
  9. Question: তিনঘরা নগদান বইতে যে হিসাব অন্তর্ভুক্ত হিক্রীত হয় না:

    A
    প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত

    B
    নগদ বাট্টা

    C
    ভাড়া হিসাব

    D
    পরিমাণ বাট্টা

    E
    মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন

    Note: এখানে পরিমান বাট্টা বাদে সবগুলো তিনঘরা নগদান বইতে হিসাবভুক্ত করা হয়। এটি ক্রয়কৃত পণ্যের পরিমাণ হতে বাদ দিয়ে দেখানো হয়। এটি কোন নগদ লেনদেন নয়।
    1. Report
  10. Question: কোনটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণের নিয়ম নয়?

    A
    নির্দিষ্ট ব্যয়ের পরিমাণ আগেই নির্ধারণ করা

    B
    প্রধান ক্যাশিয়ারের নিকট হতে জুনিয়র ক্যাশিয়ার কর্তৃক যে কোনো পরিমাণ টাকা গ্রহণ

    C
    প্রধান ক্যাশিয়ারের কর্তৃক টাকা প্রদানের পূর্বে খরচের ভাউচার পরীক্ষণ

    D
    প্রধান ক্যাশিয়ারের কর্তৃক টাকা প্রদানের পূর্বে খরচের বিবরণী পরীক্ষণ

    E
    ব্যক্তি বা সম্পত্তি সম্পর্কীয় খরচ “খতিয়ানের হিসাব” নামে একটি পৃথক ঘরে লিপিবদ্ধকরণ

    Note: অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণের সময় জুনিয়র ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট হতে মাসের প্রথমে খুচরা খরচ নির্বাহের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে থাকে। এখানে ‘খ’ নং Optionটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা বই সংরক্ষণের নিয়ম নয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd