হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নগদান বই কোন উদ্বৃত্ত প্রকাশ করতে পারে?

    A
    ডেবিট

    B
    ক্রেডিট

    C
    ডেবিট ও ক্রেডিট

    D
    কোনটিই নয়

    Note: নগদান বই এর নগদ কলাম কখনও ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে না।
    1. Report
  2. Question: কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?

    A
    লেনদেনের পূর্ণাঙ্গ হিসাবরক্ষণ

    B
    গাণিতিক শুদ্ধতা যাচাই

    C
    ক ও খ উভয়ই

    D
    প্রয়োগক্ষেত্র যাচাই

    Note: দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা হলো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাবরক্ষণ এর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করণ।
    1. Report
  3. Question: মেশিন মেরামত বাবদ মজুরী প্রদান করা হলে ৫,০০০ টাকা, এ জন্য ডেবিট হবে-

    A
    মেরামত হিঃ

    B
    অবচয় হিঃ

    C
    যন্ত্রপাতি হিঃ

    D
    মজুরি হিঃ

    Note: মেশিন মেরামতের জন্য প্রদত্ত মজুরি মেরামত হিসাবে ডেটিব হবে।
    1. Report
  4. Question: প্রস্তাবিত নগদ লভ্যাংশ হিসাব সমীকরণের কোন দিক প্রভাবিত করে?

    A
    ডান দিন

    B
    বাম দিক

    C
    উভয় দিক

    D
    কোন দিক নয়

    Note: প্রস্তাবিত নগদ লভ্যাংশের কারণে হিসাব সমীকরণেল বাম দিক (দায় ও মালিকানা স্বত্ত্ব) প্রভাবিত হবে।
    1. Report
  5. Question: অগ্রিম আয় গ্রহণ করা হলে-

    A
    সম্পত্তি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়

    B
    মালিকানা স্বত্ব সহ্রা ও দায় বৃদ্ধি পায়

    C
    সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি পায়

    D
    মালিকানা স্বত্ব ও দায় বৃদ্ধি

    Note: অগ্রিম আয় গ্রহণ করলে নগদ (সম্পদ) বৃদ্ধি পায় এবং অগ্রিম আয় (দায়) বৃদ্ধি পায়।
    1. Report
  6. Question: নিচের কোন বিবরণীটি সঠিক-

    A
    ক্রয় বইতে বস ধরনের ক্রয় লিপিবদ্ধ করা হয়

    B
    কারবারী বাট্টা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়

    C
    বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয় লিপিবদ্ধ করা হয়

    D
    আন্তঃফেরত বইয়ের যোগফল আন্তঃফেরত হিসাবে

    Note: (ক) বক্তব্যটি তিশ্যা কারণ ক্রয় বইতে শুধুমাত্র ধারে ক্রয় লিপিবদ্ধ করা হয়। সবধরনের ক্রয় (নগদে ক্রয়) লিপিবদ্ধ করা হয় না। (খ) কারবারী বাট্টা নগদান বইতে লেখা হয় না, ইহা শুধুমাত্র তালিকামূল্য হতে বাদ দিয়ে দেখানো হয়। (ঘ) বক্তব্যটি কোন অর্থবোধক বক্তব্য নয় ফলে এটিও মিথ্যা। (গ) বিক্রয় বইতে শুধুমাত্র ধারে বিক্রয় মাল লিপিবদ্ধ করা হয় বক্তব্যটি সম্পূর্ণ সত্য।
    1. Report
  7. Question: কোন ধরনের দাখিলা বাধ্যতা মূলক নয়?

    A
    সমাপনী দাখিলা

    B
    বিপরীত দাখিলা

    C
    সমন্বয়ী দাখিলা

    D
    প্রারম্ভিক দাখিলা

    Note: হিসাববিজ্ঞানের হিসাবচক্রের ধাপগুলোর মধ্যে বিপরীত দাখিলা প্রদান বাধ্যতামূলক নয়। এটি হলো ঐচ্ছিক ধাপ।
    1. Report
  8. Question: কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যয় সাপেক্ষ?

    A
    একমালিকানা

    B
    অংশীদারি

    C
    যৌথমূলধনী

    D
    সমবায়

    Note: একমালিকানা কারবারের জন্য দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যয় সাপেক্ষে ব্যপার।
    1. Report
  9. Question: একাউন্টিং চক্র দ্বারা কি বোঝায়?

    A
    হিসাব প্রক্রিয়ায় পুনরাবৃত্তি

    B
    ব্যবসায় পুনরাবৃত্ত

    C
    জাবেদা পুনরাবৃত্তি

    D
    খতিয়ানের পুনরাবৃত্তি

    Note: একাউন্টিং চক্র বা হিসাব চক্র দ্বারা হিসাব প্রক্রিয়ার পুনরাবৃত্তিকে বোঝায়।
    1. Report
  10. Question: হিসাব T ছকে মোট কলাম কতটি?

    A
    ৬টি

    B
    ৭টি

    C
    ৮টি

    D
    ১০টি

    Note: হিসাবের T ছকে ডেবিট পাশে চারটি ক্রেডিট পাশে চারটি মোট আটটি ঘর বা কলাম থাকে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd