Question: কোন ধরনের নগদান বই সাধারণত ব্যবহার করা হয় না?
A
এক ঘরা
B
দুই ঘরা
C
তিন ঘরা
D
চার ঘরা
Note: কোন প্রতিষ্ঠানে সাধারণত চারঘরা নগদান বই নামে নগদান বই সংরক্ষণ করা হয় না। নগদ হিসাব সমূহ রাখার জন্য সাধারণত (ক) একঘরা নগদান বই (খ) দুইঘরা নগদান বই (গ) তিনঘরা নগদান বই (ঘ) খুচরা নগদান বই সংরক্ষণ করা হয়।
Question: নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয়?
A
সনাক্তকরণ
B
অস্তিত্ব-যাচাইকরণ
C
তথ্য আদান-প্রদান
D
লিপিবদ্ধকরণ
Note: ব্রিটিশ পদ্ধতি অনুসারে হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ধাপ গুলো হলো- লেনদেন সনাক্তকরণ, লেনদেন বিএশ্লষণ, জাবেদায়ণ, স্থানান্তরকরণ, রেওয়ামিল প্রস্তুত করণ, সমন্বয় দাখিলা প্রদান, সমন্বিত দেওয়ামিল তৈরি করণ, আর্থিক বিবরণী তৈরি ও বিপরীত দাখিলা প্রদান।
সুতরাং এখানে অস্তিত্ব যাচাই করণ নামক কোন ধাপ নেই।
Note: নগদান বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রশ্নটিতে প্রদত্ত Option গুলোর মধ্যে ব্যবসায়িক বাট্টা বাদে বাকীগুলো নগদ সংক্রান্ত লেনদেন।
Question: পাঁচ বছরের জন্য বাড়ী ভাড়া নগদে প্রদান করলে সে ক্ষেত্রে জাবেদা হবে-
A
বাড়ী ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট
B
অগ্রিম বাড়ী ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট
C
নগদান ডেবিট, বাড়ী ভাড়া ক্রেডিট
D
নগদান ডেবিট, অগ্রিম বাড়ী ভাড়া ক্রেডিট
Note: পাঁচ বছরের জন্য বাড়ী ভাড়া নগদে প্রদান করলে তার জ্ন্য জাবেদা হবে-
অগ্রিম বাড়ি ভাড়া হিসাব ডেবিট টু নগদান হিসাব
কারণ, অগ্রিম বাড়িভাড়া নামক সম্পত্তি বৃদ্ধি ও নগদ নামক সম্পত্তি হ্রাস পায়।
Question: মিঃ জাভেদ একজন আসবাবপত্রের ব্যবসায়ী। টপ ফর্ণিসার্স থেকে আসবাবপত্র ধারে ক্রয় করিলেন, জাবেদা কি হবে?
A
আসবাবপত্র হিসাব ডে. নগদান হিসাব ক্রে.
B
ক্রয় হিসাব ডে. পাওনাদার হিসাব ক্রে.
C
ক্রয় হিসাব ডে. পাওনাদার হিসাব ক্রে.
D
আসবাবপত্র হিসাব ডে. ফার্নিসার্স হিসাব ক্রে.
Note: আসবাবপত্র ব্যবসায়ীর পণ্য হচ্ছে আসবাবপত্র। সুতরাং পণ্য ক্রয় করলে যে জাবেদা হয় এক্ষেত্রেও তাই করা হবে।
অতএব, জাবেদা হবে- ক্রয় হিসাব ডে. টু টপ ফার্নিসার্স হিসাব।