হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয় নয়?

    A
    একজন সরবরাহকারীকে 10,000 টাকার চেক দেয়া হয়েছে কিন্তু তা ব্যাংকে উপস্থাপন করা হয়নি

    B
    একজন ক্রেতার নিকট থেকে 12,000 টাকার একটি চেক পাওয়া গেছে কিন্তু তা ব্যাংকে জমা দেয়া হয়নি

    C
    ব্যাংক 1500 টাকা ব্যাংক চার্জ এর জন্য মক্কেলের হিসাব ডেবিট করেছে

    D
    ব্যাংক 15,000 টাকার স্থলে 52,000 টাকার একটি চেক প্রত্যাখান করেছে

    E
    পোষট ডেটের জন্য ব্যাংক 51,000 টাকার একটি চেক প্রত্যাখান করেছে

    Note: নগদান বইয়ের ব্যাংক কলামে এন্ট্রি করা হয়েছে কিন্তু পাশ বয়ে এন্ট্রি করা হয় নাই অথবা পাশ বইয়ে বা ব্যাংক হিসাবে এন্ট্রি করা হয়েছে কিন্তু নগদান বইয়ের ব্যাংক করা হয় নাই। এমন সকল ঘটানা ব্যাংক সমন্বয় বিবরণীর অন্তর্ভুক্তির বিষয়। প্রদত্ত Option গুলোর মধ্যে ‘খ’ এর ঘটনা নগদান বই এর ব্যাংক কলাম অথবা পাশ বই কোনটাতেই এন্ট্রি করা হয় নাই। কারণ কারো কাঝ থেকে চেক পেয়ে ব্যাংক জমা দেয়ার পূর্ব পর্যন্ত তা নগদ টাকা হিসেবে নগদান বইয়ের নগদ কলামে দেখানো হয়।
    1. Report
  2. Question: ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে ব্যাংক হিসাবে কী এন্ট্রি হবে?

    A
    ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট

    B
    অনির্দিষ্ট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

    C
    ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট

    D
    ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    E
    কোন এন্ট্রি দেয়ার প্রয়োজন নেই

    Note: ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত বা অমর্যাদাকৃত হলে ব্যাংক হিসাব ডেবিট ও পাওনাদার হিসাব ক্রেডিট হয়।
    1. Report
  3. Question: ব্যাংক মিলকরণ বিবরণীতে মাঝপথে আমানত-

    A
    হিসাবের উদ্বৃত থেকে বাদ দেওয়া হয়

    B
    হিসাবের উদ্বৃত্ত-এর সাথে যোগ করা হয়

    C
    ব্যাংক উদ্বৃত্ত-এর সাথে যোগ করা হয়

    D
    ব্যাংক উদ্বৃত্ত থেকে বাদ দেওয়া হয়

    E
    কোনটিই নয়

    Note: ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতের সময় মাছ পথে আমানত বা Deposit in transit ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ কর হয়। কারণ ব্যাংকে অর্থ জমা করা হয়েছে কিন্তু ব্যাংক আমাদের হিসাব ক্রেডিট করে নাই এ রকম জমাকে মাঝপথে আমানত বা Deposit in transit বলা হয়।
    1. Report
  4. Question: সটুথ কোম্পানী 62,300 টাকার জেরসহ একটি ব্যাংক বিবরণী পেল। সমন্বয় সংক্রান্ত আইটেমের মধ্যে বকেয়া চেক 1,450 টাকা এবং পথিমধ্যের আমানত 8,500 টাকা অন্তর্ভুক্ত ছিল। কোম্পানীর সমন্বিত ব্যাংক জের কত?

    A
    69,350 টাকা

    B
    58,850 টাকা

    C
    68,800 টাকা

    D
    67,350 টাকা

    Note: ব্যাংক বিবরণীর জের অনুযায়ী পথিমধ্যে আমানত বা ডিপোজিট ইন ট্রানজিট চেকসমূহ উদ্বৃত্তের সাথে যোগ এবং বকেয়া বিয়োগ করতে হয়। অতএব, কোম্পানির সমন্বিত ব্যাংক জের হবে-
    1. Report
  5. Question: ব্যাংক হিঃ সমন্বয় বিবরণী প্রস্তুতে ‘ব্যাংক চার্জ’ অবশ্যই-

    A
    নগদান বহির জের হতে বাদ দেয়া উচিত

    B
    নগদান বহির জেরের সাথে যোগ করা উচিত

    C
    ব্যাংকের বিবরণী অনুসারে জের হতে বাদ দেয়া উচিত

    D
    ব্যাংকের বিবরণী অনুসারে জের এর সাথে যোগ করা উচিত

    Note: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংক চার্জ অবশ্যই নগদান বহির জের হতে বাদ দিতে হবে। কারণ, ব্যাংক চার্জ করলে ব্যাংক তার বহি হতে কমিয়ে রাখে।
    1. Report
  6. Question: ‘ব্যাংক নমন্বয় বিবরণী’ প্রস্তুতে ‘জমাকৃত জেক যা ডিজাইনার হয়েছে’ তা সমন্বয়য়ের জন্য-

    A
    নগদান বই অনুসারে নগদ জের দিতে হবে

    B
    নগদান বই অনুসারে নগদ জেরের সাথে যোগ করতে হবে

    C
    পাস বই অনুসারে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে

    D
    পাস বই অনুসারে ব্যাংকের জেরে সাথে যোগ করতে হবে

    Note: জমাকৃত চেক যা ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়েছে। ফলে আমানতকারীর বই বা নগগদান বইতে ব্যাংক জমার পরিমাণ বেশি দেখানো হয়েছে, তাই বিষয়টি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদান বই অনুসারে প্রাপ্ত জের হতে বাদ দিতে হবে।
    1. Report
  7. Question: একটি কোম্পানির ব্যাংক জমা 1951.20 টাকা, নগদান বহির জের 1869.60 টাকা, পরিহবনাধীন জমা 271.20 টাকা, বকেয়া চেক 427,80, NSF চেক 61.20 টাকা, এবং সার্ভিস চার্জ 13.80 টাকা। সঠিক নগদান জের কত?

    A
    1794.60 টাকা

    B
    1719.60 টাকা

    C
    1636.00 টাকা

    D
    1713.00 টাকা

    Note: এখানে নগদান বহির সঠিক জের = নগদান বহির জের - NSF চেটক - সার্ভিস চার্জ = 1869.60 - 61.20 - 13.80 = 1794.60
    1. Report
  8. Question: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত পর ব্যাংক সার্ভিস চার্জ নথি ভুক্ত করা হলে নিম্নের কোন হিসাব ক্রেডিট হবে?

    A
    ব্যাংক সার্ভিস চার্জ হিসাব

    B
    নগদান হিসাব

    C
    খুচরা খরচ হিসাব

    D
    কোটিই নয়

    Note: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের উপর ব্যাংক সার্ভিস চার্জ নথিভুক্ত করা হলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হবে।
    1. Report
  9. Question: ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলে আমানতকারীর বহিতে জাবেদা হবে-

    A
    ব্যাংক হিসাব ডেটর টু আদেষ্টা হিসাব

    B
    ব্যাংক হিসাব ডেটর টু প্রাপক হিসাব

    C
    আদেষ্টার হিসাব ডেটর টু ব্যাংক হিসাব

    D
    কোনটিই নয়

    Note: আমানতকারী যখন চেকইস্যু করে তখন তার বইতে এন্ট্রি করে- পাওনাদার/চেকের প্রাপকের হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব- কারণ- তখন পাওনাদারকে চেক প্রদান করায় তা কমানো হয়েছিল এবং চেক প্রদান করার জন্য ব্যাংক হিসাব (সম্পত্তি) ব্যাংক টাকা না কমায় তা বাড়াতে হবে ফলে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে।
    1. Report
  10. Question: নগদান বহির ব্যাংক জেরের সঙ্গে পাশ বহির জের মিলানোর জন্য ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুত করার সময় Deposit in transit কে-

    A
    নগদান বহির জের এর সাথ বিয়োগ করতে হয়

    B
    নগদান বহির জের এর সাথে যোগ করতে হয়

    C
    পাশ বহির জের এর সহিত যোগ করতে হয়

    D
    পাশ বহির জের হতে বিয়োগ করতে হয়

    Note: নগদান বহির ব্যাংক জেরের সঙ্গে পাশ বহির জের মিলানোর জন্য ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুত করার সময় Deposit in in transit বা ‘ট্রানজিটে জমা’ ব্যাংক জের বা পাশ বইয়ের জেরে সাথে যোগ করতে দিতে হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd