হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বিক্রয় চালান প্রথম কোথায় লেখা হয়?

    A
    নগদান বহি

    B
    বিক্রয় বহি

    C
    ক্রয় বহি

    D
    বিক্রয় হিসাব

    Note: বিক্রেতা কর্তৃক ধারে বিক্রীত পণ্যের পরিমাণ, দর, মোট মূল্য ইত্যাদি যে কাগজে লেখা হয় তাকে বিক্রয় চালান বলা হয়। এর সাহায্যে বিক্রেতা বিক্রয় বই প্রস্তুত করে থাকে।
    1. Report
  2. Question: ABC লিমিটেড ধারে আসবাবপত্র ক্রয় করল। এই লেনদেনটি যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তা হল-

    A
    জাবেদা

    B
    বিক্রয় জাবেদা

    C
    সাধারণ জাবেদা

    D
    ক্রয় ফেরত জাবেদা

    Note: ধারে সম্পত্তি ক্রয় সংক্রান্ত লেনদেন সাধারণত সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে।
    1. Report
  3. Question: ব্যাংক ব্যবসা মূলত নির্ভরশীল-

    A
    বিশ্বাসের উপর

    B
    অবিশ্বাসের উপর

    C
    অসাধুতার উপর

    D
    ক+খ

    E
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  4. Question: বর্তমানে বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানে অধিকাংশ লেনদেন সম্পাদিত হয়-

    A
    নগদ টাকার মাধ্যমে

    B
    ব্যাংকের মাধ্যমে

    C
    বাকীতে

    D
    ক + খ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: ব্যাংক শব্দটি উদ্ভব হয়েছে ইতালীর শব্দ-

    A
    Bank থেকে

    B
    Bang থেকে

    C
    Banco থেকে

    D
    Banko থেকে

    E
    Banki থেকে

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যাংক হচ্ছে-

    A
    আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান

    B
    ঋণদানকারী প্রতিষ্ঠান

    C
    পণ্য ক্রয়কারী প্রতিষ্ঠান

    D
    ক + খ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  7. Question: চেক হল-

    A
    শর্তহীন আদেশ

    B
    চাহিবামাত্র পরিশোধ্য

    C
    একটি লিখিত আদেশ

    D
    আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  8. Question: সাধারণত চেক দেখা যায়-

    A
    দুই প্রকারের

    B
    তিন প্রকারের

    C
    চার প্রকারের

    D
    পাঁচ প্রকারের

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  9. Question: আমানতকারী কর্তৃক ব্যাংকে টাকা জমা দেয়া, টাকা উত্তোলন প্রভৃতি হসাবের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়-

    A
    ব্যাংক পাশ বইয়ে

    B
    ব্যাংক সমন্বয় বিবরণীতে

    C
    জাবেদা বইয়ে

    D
    ক + খ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  10. Question: চেকের মাধ্যমে টাকা পরিশোধ করলে ব্যাংকের বইয়ে যে জাবেদা হবে-

    A
    প্রাপক হিসাব ডে: টু ব্যাংক হিসাব

    B
    ব্যাংক হিসাব ডে: টু প্রাপক হিসাব

    C
    আমানতকারীর হিসাব ডে: টু নগদান হিসাব

    D
    নগদান হিসাব ডে: টু আমানতকারী হিসাব

    E
    আমানতকারীর হিসাব ডে টু ব্যাংক হিসাব

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd