Note: ভাড়া অগ্রিম পাওয়া গেলে নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পায় আর ভাড়া আয় অগ্রিম পাওয়ার অগ্রিম ভাড়া নামক দায় বৃদ্ধি পায়। সুতরাং িএর জন্য জাবেদা এন্টিট্র হবে নগদান হিসাব ডেটিব ও অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট।
Question: একজন পওনাদারের ৯০০ টাকা জের হতে পূর্ণ নিষ্পত্তিতে ৮৬০ টাকা দেয়া হল। তিনঘরা বহিতে দেখানো হবে-
A
নগদান ক্রেডিট ৮৬০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা
B
নগদান ক্রেডিট ৯০০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা
C
নগদান ক্রেডিট ৮৬০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা
D
নগদান ক্রেডিট ৯০০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা
Note: পাওনাদারের পাওনা পরিশোধ করা হলে নগদ টাকা চলে যায় আর এজন্য কিছু টাকা ছাড় পাওয়া গেল উক্ত ছাড় বাট্টা প্রাপ্তি হিসাবে ক্রেডিট করা হয়। তিনঘরা নগদান বইয়ের ক্রেডিট পাশে দেখানো হয়। সুতরাং তিনঘরা নগদান বইয়ের নগদ কলামে ক্রেটি করা হবে ৮৬০ টাকা এবং বাট্টা কেলামে (ক্রেডিট) হবে (৯০০-৮৬০)=৪০ টাকা।
Question: ক্রেডিট নোট পাওয়া গেল।েোন বইতে লেখা হবেঃ
A
ক্রয় ফেরত বহি
B
বিক্রয় বহি
C
ক্রয় বহি
D
বিক্রয় ফেরত বহি
Note: বিক্রেতার কাছে ধারে বিক্রীত পণ্য ফেরত আসলে বা কোনো ভুল সংশোধন করার জন্য বিক্রেতা ক্রেতার হিসাবকে ক্রেডিট করে তা ক্রেতাকে সুতরাং ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয় ফেরত বই প্রস্তুত করা হয়।