হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোনটি তিঘরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয়?

    A
    নগদ বাট্টা

    B
    বিক্রয় বাট্টা

    C
    প্রাপ্ত বাট্টা

    D
    সবগুলোই

    Note: নগদ বাট্টা (প্রাপ্ত বাট্টা ও প্রদত্ত বাট্টা) তিনঘরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হয়।
    1. Report
  2. Question: যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাওনা বা প্রাপ্য থাকে তাকে বলে-

    A
    Personal account

    B
    Debtors account

    C
    Creditors account

    D
    Nominal account

    Note: যে সব ব্যক্তি বা প্রতষ্ঠানের নিকট পাওনা বা প্রাপ্য থাকে তাকে বলে দেনাদার বা Debtors account।
    1. Report
  3. Question: ৫,০০০ টাকার স্ত্রীর গহনা বিক্রয়লব্ধ অর্থ হতে অফিসের জন্য একটি টাইপ রাইটার মেশিন ক্রয়ের জাবেদা হবে-

    A
    অফিস সরঞ্জাম ডেবিট ৫,০০০ টাকা, নগদ ক্রেডিট ৫,০০০ টাকা

    B
    অফিস সরঞ্জাম ডেবিট ৫,০০০ টাকা, মূলধন ক্রেডিট ৫,০০০ টাকা

    C
    মেশিন ডেবিট ৫,০০০ টাকা, মূলধন ক্রেডিট ৫,০০০ টাকা

    D
    মেশিন ডেবিট ৫,০০০ টাকা, নগদ ক্রেডিট ৫,০০০ টাকা

    Note: ব্যক্তিগত অর্থ হতে ব্যবসায়ের জন্য কোন সম্পত্তি ক্রয় করা হলে, জাবেদা হবে, সম্পত্তি হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট ৫,০০০ টাক।
    1. Report
  4. Question: আয় সংক্রান্ত লেনদেন হলে যা হবে তা হল-

    A
    সম্পদ বৃদ্ধ ও মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে

    B
    সম্পদ বৃদ্ধি ও নগদ বৃদ্ধি পাবে

    C
    সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পাবে

    D
    সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পাবে

    Note: আয় সংক্রান্ত লেনদেনের ফলে সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব উভয়ই বৃদ্ধি পায়।
    1. Report
  5. Question: হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?

    A
    লেনদেন, জাবেদা, উৎস তালিকা, খতিয়ান, রেওয়ামিল

    B
    উৎস তালিকা, লেনদেন, জাবেদা, রেওয়ামিল, খতিয়ান

    C
    উৎস তালিকা, লেনদেন, খতিয়ান, জাবেদা, রেওয়ামিল

    D
    লেনদেন, জাবেদা, উৎস তালিকা, রেওয়ামিল, খতিয়ান

    Note: হিসাববিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ধাপগুলো হল- পর্যায়ক্রমে লেনদেন, জাবেদা, উৎসতালিকা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব।
    1. Report
  6. Question: অগ্রিম ভাড়া পাওয়া গেল, জাবেদা হবে-

    A
    দেয় ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    নগদান ডেবিট, অগ্রিম ভাড়া প্রাপ্তি ক্রেডিট

    C
    ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট

    D
    নগদান ডেবিট, ভাড়া আয় ক্রেডিট

    Note: ভাড়া অগ্রিম পাওয়া গেলে নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পায় আর ভাড়া আয় অগ্রিম পাওয়ার অগ্রিম ভাড়া নামক দায় বৃদ্ধি পায়। সুতরাং িএর জন্য জাবেদা এন্টিট্র হবে নগদান হিসাব ডেটিব ও অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট।
    1. Report
  7. Question: ধারে ক্রয়কৃত পন্য ফেরত দেয়া হলে ক্রেতা বিক্রেতাকে যে নোট প্রদান করে তাকে বলে-

    A
    ক্রেডিট নোট

    B
    ডেবিট নোট

    C
    ক্রেডিট ভাউচার

    D
    ডেবিট ভাউচার

    Note: ধারে ক্রয়কৃত যখন ফেরত দেয়া হয় তখন উক্ত পণ্যের বিবরণ সম্বলিত ক্রেতা বিক্রেতাকে যে চিঠি পাঠায় তার নাম ডেটিব নোট।
    1. Report
  8. Question: দেনাদারের ৮০০ টাকার জের হতে পূর্ণ নিষ্পত্তিতে ৭৬০ টাকা পাওয়া গেল। তিঘরা নগদান বইতে দেখানো হবে-

    A
    নগদান ডেবিট ৮০০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    B
    নগদান ডেবিট ৮৬০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    C
    নগদান ডেবিট ৭৬০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    D
    নগদান ডেবিট ৮০০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা

    Note: দেনাদারের ৮০০ টাকার জের নিষ্পত্তিতে ৭৬০ টাকা পাওয়া গেলে তিনঘরা নগদান বইয়ে ডেবিট পাশে নগদ কলামে ৭৬০ টাকা এবং বাট্টার ঘরে ৪০ টাকা দেখাতে হবে।
    1. Report
  9. Question: একজন পওনাদারের ৯০০ টাকা জের হতে পূর্ণ নিষ্পত্তিতে ৮৬০ টাকা দেয়া হল। তিনঘরা বহিতে দেখানো হবে-

    A
    নগদান ক্রেডিট ৮৬০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    B
    নগদান ক্রেডিট ৯০০ টাকা, বাট্টা ক্রেডিট ৪০ টাকা

    C
    নগদান ক্রেডিট ৮৬০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা

    D
    নগদান ক্রেডিট ৯০০ টাকা, বাট্টা ডেবিট ৪০ টাকা

    Note: পাওনাদারের পাওনা পরিশোধ করা হলে নগদ টাকা চলে যায় আর এজন্য কিছু টাকা ছাড় পাওয়া গেল উক্ত ছাড় বাট্টা প্রাপ্তি হিসাবে ক্রেডিট করা হয়। তিনঘরা নগদান বইয়ের ক্রেডিট পাশে দেখানো হয়। সুতরাং তিনঘরা নগদান বইয়ের নগদ কলামে ক্রেটি করা হবে ৮৬০ টাকা এবং বাট্টা কেলামে (ক্রেডিট) হবে (৯০০-৮৬০)=৪০ টাকা।
    1. Report
  10. Question: ক্রেডিট নোট পাওয়া গেল।েোন বইতে লেখা হবেঃ

    A
    ক্রয় ফেরত বহি

    B
    বিক্রয় বহি

    C
    ক্রয় বহি

    D
    বিক্রয় ফেরত বহি

    Note: বিক্রেতার কাছে ধারে বিক্রীত পণ্য ফেরত আসলে বা কোনো ভুল সংশোধন করার জন্য বিক্রেতা ক্রেতার হিসাবকে ক্রেডিট করে তা ক্রেতাকে সুতরাং ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয় ফেরত বই প্রস্তুত করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd