হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয়ে প্রযোজ্য সূত্র-

    A
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)

    B
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়+সমাপনী মজুদ)

    C
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়-সমাপনী মজুদ)

    D
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়+সমাপনী মজুদ)

    Note: মোট মুনাফা নির্ণয়ে সূত্রটি হলো, মোট মুনাফা - বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)। অথবা, বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয়।
    1. Report
  2. Question: ব্যবসায় প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয়ে প্রযোজ্য সূত্র-

    A
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)

    B
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়+সমাপনী মজুদ)

    C
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়-সমাপনী মজুদ)

    D
    বিক্রয়-(প্রারম্ভিক মজুদ-ক্রয়+সমাপনী মজুদ)

    Note: মোট মুনাফা নির্ণয়ে সূত্রটি হলো, মোট মুনাফা - বিক্রয়-(প্রারম্ভিক মজুদ+ক্রয়-সমাপনী মজুদ)। অথবা, বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয়।
    1. Report
  3. Question: আয় ব্যয় বিবরণী তৈরি করা হয়-

    A
    একটি হিসাব কালের জন্য

    B
    নির্দিস্ট তারিখের জন্য

    C
    নির্দিষ্ট সময়ের জন্য

    D
    প্রতিদিনের জন্য

    Note: আয় - ব্যয় বিবরণী তৈরি করা একটি হিসাবকালের সমাপ্ত বছরের জন্য।
    1. Report
  4. Question: স্থিতিপত্র তৈরীর তারিকে পুঞ্জিত অবচয় হিসাব-

    A
    অবচয় হিসাব স্থানান্তর হয়

    B
    লাভ-ক্ষতি হিসাব স্থানান্তর হয়

    C
    স্থিতিপত্রে সম্পত্তি থেকে দেওয়া হয়

    D
    সম্পত্তি হিসাবে স্থানান্তর হয়

    Note: Not available
    1. Report
  5. Question: সমাপনী মজুদ পণ্য আগুণে বিনষ্ট হলে-

    A
    মোট লাভ হ্রাস পায়

    B
    মোট লাভ বৃদ্ধি পায়

    C
    মোট লাভ অরিবর্তীত থাকে

    D
    কোনটিই নয়

    Note: সমাপনী মজুদ পণ আগুনে বিনষ্ট হলে লাভ-ক্ষতি হিসাবে ক্রেডিট দিকে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিয়ে দেখানো হয় এবং আগুনে বিনষ্ট পণ্য নামে আলাদা ভাবে দোখানো হয়। ফলে মোট লাভ অপরিবর্তীত থাকে।
    1. Report
  6. Question: সম্পত্তি নয়-

    A
    প্রাপ্ত অগ্রীম বাড়ী ভাড়া

    B
    দেনাদার

    C
    খাজাকে প্রদত্ত ঋণ

    D
    হাতে পণ্য

    Note: এখানে অগ্রিম প্রাপ্ত বাড়ী ভাড়া যা দায় হিসেবে গণ হয়। কারণ, ভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম টাকা গ্রহণ করা হয়েছে। কিন্তু তাকে বাড়ি ভাড়ার সুবিধা এখন প্রদান করা হয়নি।
    1. Report
  7. Question: হিসাবকাল শেষে সম্পূর্ণ খরচ নাও হতে পারে-

    A
    বিক্রিত পণ্যের ব্যয়

    B
    হিসাবকালের জন্য বেতন প্রদান

    C
    হিসাবকালের জন্য ভাড়া প্রদান

    D
    পন্য ক্রয়

    Note: পণ্য ক্রয় এর যে অংশ সংশ্লিষ্ট হিসাব কালে বিক্রয় না হয়, তা পণ্য ক্রয় থেকে সমাপনী মজুদনামে বাদ দেয়া হয়ে থাকে। সুতরাং এখানে পণ্য ক্রয় হিসাবকালশেষে সম্পূর্ণ খরচ নাও হতে পারে।
    1. Report
  8. Question: কোনটি সঠিক?

    A
    মুনাফা মূলধন পরিবর্তন করে না

    B
    মুনাফা মূলধন হ্রাস করে

    C
    মুনাফা মূলধন বৃদ্ধি করে

    D
    মূলধন শুধুমাত্র মুনাফা থেকে আসতে পারে

    Note: মুনাফা সর্বদা মুলধনকে বৃদ্ধি করে।
    1. Report
  9. Question: এক মালিকানা কারবারের স্থিতিপত্র চলতি সম্পত্তিগুলো নিম্নরূপ ক্রমে সাজানো হয়-

    A
    মজুদ পণ্য, দেনাদার, ব্যাক জমা, নগদ জমা

    B
    নগদ জমা, ব্যাক জমা, দেনাদার, মজুদ পণ্য

    C
    দেনাদার, মজুদপণ্য, ব্যাংক জমা, নগদ জমা

    D
    মজুদপণ্য, দেনাদার, নগদ জমা, ব্যাংক জমা

    Note: Not available
    1. Report
  10. Question: উদ্বতপত্রে সম্পদ হিসাবে সবমেষে দেখানো হয়-

    A
    লগ্নি

    B
    স্থায়ী সম্পদ

    C
    চলতি সম্পদ

    D
    অলীক সম্পদ

    Note: ঘ. শ্রেণি বিন্যাসকৃত উদ্বর্তপত্রে (আর্থিক অবস্থার বিবরণী) সম্পদ সাজানোর ক্রমটি হলো- প্রথমে - চলতি সম্প, ২য়ত - বিনিয়োগ/লগ্নি, ৩য় - স্থায়ী সম্পদ, ৪র্থ- অলীক সম্পদ, ৫ম - অসমন্বিত খখরচ।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd