Note: সাধারণত মজুদ পণ্যের সাথে আনুমানিক মুনাফা যোগ করে মজুদ পণ্য মূল্যায়ন করা হয়। অর্থাৎ মজুদ পণ্য মূল্যায়ন করা হয়। অর্থা মজুদ পণ্যে অন্তর্ভুক্ত থাকে Unrealized profit.
Question: ১ অক্টোবর ২০১০ তারিখে একটি কোম্পানী বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ে জন্য ১০,০০০ টাকা ঋণ করে। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখ পর্যন্ত ১ বছরের লাভ-ক্ষতি বিবরণীতে সুদের পরিমাণ-
A
২২৫ টাকা
B
৩০০ টাকা
C
৩২৫ টাকা
D
৪৫০ টাকা
E
কোনটিই নয়
Note: একানে, ১ অক্টোবর ২০১০ তদারিখ হতে ৩১ ডিসেম্বর ২০১০ তারিখ পর্যন্ত তিন মাসের সুদ লাভ-ক্ষতি বিবরণীতে আসবে। কারণ, ঋণ গ্রহণ ১ অক্টোবর ২০১০ এবং হিসাব কাল শেষ হয় ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে । কত সময়ের জন্য ঋণ গ্রহণ করেছে তার কোন প্রভাব এখানে পড়বে না।
Note: বাকীতে আসবাবপত্র ক্রয় এর জাবেদা হবে। আসবাবপত্র হিসাব ডেবিট, টু আসবাবপত্র সরবরাহকারীর হিসাব ক্রেডিট। ফলে, আসবাবপত্র নামক সম্পত্তি ও আসবাবপত্র সরবরাহকারী নামক দায় বৃদ্ধি পায়।