হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের অবশিষ্টাংশ দেখানো হয়-

    A
    নগদান হিসাবে

    B
    ক্রয়-বিক্রয় হিসাবে

    C
    উদ্বৃত্তপত্রে

    D
    কোনটিই নয়

    Note: বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের অবশিষ্টাংশ অসমন্বিত খরচ (সম্পদ) হিসেবে উদ্বর্তপত্রে বা আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়।
    1. Report
  2. Question: ২৫,০০,০০০ টাকা ক্রয়কৃত দালানে বর্তমান বইমূল্য ১০,০০,০০০ টাকা এবং প্রাক্কলিত বাজার মূল্য ১২,০০,০০০ টাকা। স্থিতিপত্রে দালানের মুল কত টাকার দেখাতে হবে?

    A
    ২৫,০০,০০০ টাকা

    B
    ১০,০০,০০০ টাকা

    C
    ১২,০০,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: ঐতিহাসিক মুল্য নীতি বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে হিসাবের বইতে সর্বদা ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হয়। স্থিতিপত্র বা উদ্বর্তপত্রের সম্পত্তির দিকে সম্পত্তির ক্রয়মূল্য/অর্জন মূল্য বা বহিমূল্য হতে পুঞ্জিভূত অবচয় বাদ দিয়ে দেখানো হয়। এখানে বইমুল্য বা বহিমূল্য দেয়অ আছে ১০,০০,০০০ টাকাই দেখাতে হবে।
    1. Report
  3. Question: ব্যবসায় প্রতিষ্ঠানের অন্তঃর্দায় বলতে বুঝায়

    A
    মালিক বা অংশীদার কর্তৃক প্রদত্ত মুলধন

    B
    অবন্টিত মুনাফা

    C
    মালিকা বা অংশীদারকে প্রদয়ে বেতন

    D
    সবগুলো

    Note: ব্যবসায়িক সত্ত্বা ধারণা অনুসারে মালিককে ব্যবসায় হতে পৃথক ধরা হয়। ফলে ব্যবসায়ে মালিক কর্তৃক কোন কিছু প্রদত্ত হলে তার জন্য বা ব্যবসায়ের নিকট যত কিছু পাবে সব কিছুর জন্য ব্যবসায় দায়ী থাকে মালিকের নিকট। আর মালিক হল ব্যবসায়ের অভন্তরীন পক্ষের অন্তর্ভূক্ত। ফলে মালিকের নিকট ব্যবসায়ের দায় সমূহকে অন্তর্দায় ধরা হয়। একজন্যই হিসাব সমীকরণ A = L + OE ধরা হয়।
    1. Report
  4. Question: ব্যবস্থাপনা পরিচালকের কমিশনপূর্ব নীট লাভ ৪০,০২০ টাকা। কমিশনবাদ নীট লাভের উপর ১৫% কমিশন কত?

    A
    ৫,২২০ টাকা

    B
    ৬২২০ টাকা

    C
    ৫২২৪ টাকা

    D
    ৫২০২

    Note: কমিশন পূর্ব নীট লাভ ৪০,০২০ টাকা, কমিশন বাদ নীট লাভের উপর ১৫% কমিশন চেয়েছে।
    1. Report
  5. Question: ‘নীট মুনাফা’ একটি প্রতিষ্ঠানের জন্য-

    A
    সম্পত্তি

    B
    আন্তঃদায়

    C
    বহির্দায়

    D
    দায় নহে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: ‘মূলধন’ একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য-

    A
    সম্পত্তি

    B
    আয়

    C
    আন্তঃদায়

    D
    বহির্দায়

    E
    কোনটিই নয়

    Note: হিসাববিজ্ঞানের ব্যবসায়িক সত্ত্বা ধারনা অনুযায়ী কারবার বা ব্যবসায় প্রতিষ্ঠান তেকে মালিককে আলাদা গণ্য করা হয়। ফলে মালিক কর্তৃক ব্যবসায়ে প্রদত্তকে কারবারে দায় ও মালিক কর্তৃক ব্যবসায় হতে গ্রহীতাকে কারবারে অভ্যন্তরীণ পক্ষ সেহেতু মালিক কর্তৃক প্রদত্ত ‘মুলধনকে’ কারবারে আন্তঃদায় গণ্য করা হয়। সেজন্য হিসাব সমীকরণে দেখানো হয়- সম্পত্তি = বহির্দায় + মালিকানা সত্ত্ব / আন্তঃদায়।
    1. Report
  7. Question: রেওয়ামিলের নামিক হিসাবসমূহ উদ্বর্তপত্রে স্থান পায় না?

    A
    শুধুব্যীক্তবাচক হিসাব

    B
    শুধু সম্পত্তিবাচক হিসাব

    C
    আয়-ব্যয় বাচক হিসাব

    D
    ব্যক্তিবাচক ও সম্পত্তি হিসাব

    E
    কোনটিই নয়

    Note: রেওয়ামিলের নামিক হিসাব বা আয়-ব্যয় বাচক হসিাব সমূহ দ্বাা ক্রয়-বিক্রয়, লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়। এগুলো উদ্বর্তপত্রে স্থান পায় না।
    1. Report
  8. Question: ১০% কর প্রদানের পর একটি প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ ৪৫,০০০ টাকা হলে, প্রতিষ্ঠানটির প্রদ্ত্ত করের পরিমাণ কত?

    A
    ৪৫০০ টাকা

    B
    ৪৫০ টাকা

    C
    ৪০০০ টাকা

    D
    ৫০০০ টাকা

    E
    ৯০০০ টাক

    Note: Not available
    1. Report
  9. Question: কোন একটি প্রকিষ্ঠানের কর হার, কর-বাদ মুনাফা ২০% । কর-পূর্ব মুনাফার পরিমাণ ২০,০০০ টাকা হলে করের পমিাণ কত টাকা?

    A
    ৪৫০০ টাকা

    B
    ৪০০০ টাকা

    C
    ২,৫০০ টাকা

    D
    ৩,৫০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি ভুল?

    A
    উদ্বর্তপত্র কারবারে আর্থিক অবস্থা প্রদর্শন করে

    B
    উদ্বর্তপত্র এক নির্দিষ্ট তারিখের আর্থিক অবস্থা প্রদর্শন করে

    C
    বছরে ২ বার উদ্বর্তপত্র প্রস্তুত করা যায়

    D
    বছরে ৩৬৫ বার উদ্বর্তপত্র প্রস্তুত করা যায়

    E
    একটি নির্দিষ্ট তারিখে প্রস্তুতকৃত উদ্বর্তপত্র পুরো আর্থিক বছরের অবস্থা প্রদর্শন করে

    Note: ঋদ্বর্তপত্র প্রকৃতপক্ষে একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিস্ট সময় বিন্দুতে কারবারের আথিৃক অবস্থা প্রদর্শন করে, পুরো আর্থিক বছরের নয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd