হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বেতন পরিশোধকে যন্ত্রপাতি হিসাবে ডেবিট এবং নগদান ক্রেডিট করা হয়েছে। শুদ্ধ জাবেদা হবে-

    A
    যন্ত্রপাতি ডেবিট এবং বেতন খরচ ক্রেডিট

    B
    বেতন খরচ ডেবিট এবং যন্ত্রপাতি ক্রেডিট

    C
    বেতন খরচ ডেবিট এবং নগদান ক্রেডিট

    D
    যন্ত্রপাতি ডেবিট এবং বেতন নগদান ক্রেডিট

    E
    কোনটিই নয়

    Note: বেতন পরিশোধ এর জন্য জাবেদা হওয়ার কথা বেতন হিসাব টু নগদান হিসাব। কিন্তু ভুলে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করা হয়েছে তবে নগদান হিসাবকে ঠিকই ক্রেডিট কর হয়েছে। তাই এবার, বেতন হিসাবকে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করা হলেই ভুল সংশোধন হয়ে যাবে। সুতরাং মুদ্ধ জাবেদা হবে বেতন (খরচ) হিসাব ক্রেডিট টু যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যেহেতু বেতন বাবদ নগদ টাকা প্রদান করা হয়েছে।
    1. Report
  2. Question: সমাপনী মজুদ পণ্য কখন রেওয়ামিলে যাবে?

    A
    যদি হিসাবকাল অর্ধবার্ষিক হয়

    B
    প্রারম্ভিক মজুদ না থাকে

    C
    যখন সমন্বিত ক্রয় থাকবে

    D
    গরমিল হিসাব ক্রেডিট জের থাকলে

    E
    কোনটিই নয়

    Note: সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়ামিলে অন্তরভুক্ত হয় না। কারণ সমাপনী মজুদ পণ্য প্রারম্ভক মজদ ও ক্রয়ের একটি অংশ। প্রারম্ভিক মজুদ পণ্য এবঙ ক্রয় রেওয়মিলের ডেবিট দিকে দেখানো হওয়ায় সমাপনী মজুদ পণ্যকে রেওয়ামিলে দেখানোর দরকার হয় না। তবে যদি সমন্বিত ক্রয় দেয়অ থাকে তাহলে সমাপনী মজুদ পণ্যকে রেওয়ামিলের ডেবিট দিকে দেখাতে হয়। তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসে না। উল্লেখ্য যে, সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুুদ + ক্রয় সমাপনী মজুদ।
    1. Report
  3. Question: রেওয়ামিল প্রনয়ণ হিসাব চক্রের কোন ধাপ?

    A
    2য় ধাপ

    B
    3য় ধাপ

    C
    4র্থ ধাপ

    D
    5ম ধাপ

    E
    1ম ধাপ

    Note: হিসাবচক্র লেনদেন বিশ্লেষণের মাধ্যমে শুরু হয় এবং বিপরীত দাখিলা প্রদানের মাধ্যমে শেষ হয়। এর ভিতরে রেওয়ামিল প্রস্তুতকরণ বা সংক্ষিপ্তকরণ ধাপ হলো চতুর্থ।
    1. Report
  4. Question: রেওয়ামিল প্রণয়নের মাধ্যমে কোন ভুল ধরা পড়ে?

    A
    নীতির ভুল

    B
    শিখার ভুল

    C
    দ্বৈত লিখার ভুল

    D
    বাদ পড়ার ভুল

    E
    গাণিতিক ভুল

    Note: রেওয়ামিল তৈরির মাধ্যমে গাণিতিক যোগ বিয়োগের ভুল ধরা পড়ে।
    1. Report
  5. Question: একটি রেওয়ামিল মিলবে না যদি-

    A
    একটি সঠিক জাবেদা লিখন দাবার খতিয়অনভুক্ত হয়

    B
    ধারে ক্রয় সাপ্লাই ক্রয় যন্ত্রপাতি হিসাবে ডেকিবট নগদান হিসাবে ক্রেডিট করা হয়

    C
    নগদ উত্তোলন 100 টাকা উত্তোলন হিসাবে 1000 টাকা ডেবিট ও নগদান হিসাবে 100 টাকা ক্রেডিট করা হয়

    D
    7500 টাকা অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট করা হলে

    Note: কোনো লেনদেনের দুটি হিসাব খাতকে অসমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ও ক্রেডিট করা হলে রেওয়ামিল মিলবে না। ৈএখানে, 100 টাকা নগদ উত্তোলন লেনদেনের জন্য উত্তোলন হিসাব 1000 টাক ডেবিট ও নগদান হিসাবে 100 টাকা ক্রেডিট করায় রেওয়ামিল মিলবে না।
    1. Report
  6. Question: সাদীর নিকট হতে 5,000 টাকা প্রাপ্তি মিজানের হিসাবে ক্রেডিট করা হয়েছে। এটি কোন জাতীয় ভুল?

    A
    বাদ পড়ার ভুল

    B
    পরিপূরক ভুল

    C
    নীতিগত ভুল

    D
    লেখার ভুল

    Note: একজনের নিকট থেকে টাকা পেয়ে অন্যজনের নামে লেখা হলে বা টাকর পরিমাণ কম বা বেশি লেখা হলে তাকে লেখার ভুল বলা হয়।
    1. Report
  7. Question: খতিয়ানে একটি হিসাবের জের 1250 টাকা দুবার লিপিবদ্ধ করা হয়েছে। অন্যান্য সব ঠিক থাকলে ডেবিট ও ক্রেডিট জেরের পার্থক্য-

    A
    1250 টাকা

    B
    2500 টাকা

    C
    3750 টাকা

    D
    2550 টাকা

    Note: কোনো হিসাবের জের দুবার লেখা্ হলে পার্থক্য হবে ঐ পরিমাণ টাকা, অর্থাৎ এখানে 1,250 টাকা দুবার লেখার ফলে পার্থক্য হবে 1,250 টাকা।
    1. Report
  8. Question: রেওয়ামিলের উভয় পার্শে সাধারণত :

    A
    মিলে যায়

    B
    মিলে না

    C
    ডেবিটজের থাকে

    D
    ক্রেডিটজের থাকে

    Note: রেওয়ামিলের উভয় পাশ সাধারণত মিলে যায়
    1. Report
  9. Question: রেওয়ামিল একটি -

    A
    গাণিতিক শুদ্ধতা যাচাই বিবরণী

    B
    হিসাব

    C
    চূড়ান্ত হিসাবের অংশ

    D
    কোনটিই নয়

    Note: রেওয়ামিল হল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রস্তুতকৃত তালিকা।
    1. Report
  10. Question: যে ভুল রেওয়ামিলের মিলকরণে ব্যঘাত ঘটায়, মেসটা কোন ধরনের ভুল?

    A
    বাদ পড়ার ভুল

    B
    যোগ বিয়োগের ভুল

    C
    লেখার ভুল

    D
    নীতিগত ভুল

    Note: এখানে, যোগ বিয়োগ ভুল রেওয়ামিল মিলকরণে ব্যাঘাত ঘটায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd