হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বেতন হিসাবে প্রদত্ত টাকা ভুলক্রমে মজুরী হিসাবে লিপিবদ্ধ হয়েছে। এটি সংশোধনের জন্য জাবেদা হবে-

    A
    বেতন হিসাব Dr. নগদান হিসাব Cr.

    B
    মজরী হিসাব Dr. বেতন হিসাব Cr.

    C
    বেতন হিসাব Dr. মজুরী হিসাব Cr.

    D
    মজুরী হিসাব Dr. নগদান হিসাব Cr.

    Note: এখানে সংশোধনী জাবেদা হবে বেতন হিসাব ডেবিট মজুরী হিসাব ক্রেডিট।
    1. Report
  2. Question: অনিশ্চিত হিসাব-

    A
    সাময়িক হিসাব মাত্র

    B
    কাল্পনিক হিসাব

    C
    নামিক হিসাব

    D
    কোনটিইয় নয়

    Note: অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব।
    1. Report
  3. Question: হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাইয়ের জন্য কোনটি করা হয়?

    A
    জার্নাল

    B
    লেজার

    C
    রেওয়ামিল

    D
    চূড়ান্ত হিসাব

    Note: হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিল তৈরি করা হয়।
    1. Report
  4. Question: যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় 50,000 টাকা বিক্রিত দ্রব্যের ব্যয় 40,000 টাকা, বহি: পরিবহণ খরচ 1,000 টাকা তবে, মোট লাভ কত হবে-

    A
    9,000 টাকা

    B
    10,000 টাকা

    C
    11,000 টাকা

    D
    41,000 টাকা

    Note: এখানে, মোট লাভ = বিক্রয় - বিক্রীত দ্রব্যের ব্যয় = 50,000 = 40,000 10,000 টাকা।
    1. Report
  5. Question: একটি হিসাবের জের 29 টাকা যা রেওয়ামিলের ভুল পার্শে 92 টাকা বসানো হয়েছে। অন্যান্য সবকিছু সঠিক থাকলে রেওয়অমিলের পার্থক্য হবে-

    A
    63 টাকা

    B
    121 টাকা

    C
    29 টাকা

    D
    92 টাকা

    Note: 29 টাকা রেওয়অমিলের ভুল পার্শে 92 টাকা বসালে পার্থক্য হবে এদের যোগ ফল। অর্থাৎ 29 + 92 = 121 ।
    1. Report
  6. Question: মি. রহিমের নিকট থেকে 1,000 টাকার মাল ক্রয় করা হয়েছে। ‍কিন্তু, ইহা ক্রয় হিসাবের পরিবর্তে আসবাবপত্র হিসাবে ডেবিট করা হয়েছে। এই ভুল সংশোধন করতে জাবেদা-

    A
    ক্রয় হিসা ডে:, ক্রয় আসবাবপত্র হিসাব ক্রে:

    B
    অনিশ্চিত হিসাব ডে:, আসবাবপত্র হিসাব ক্রে:

    C
    আসবাবপত্র হিসাব ডে:, আসবাবপত্র হিসাব ক্রে:

    D
    ক্রয় হিসাব ডে:, অনিশ্চিত হিসাব ক্রে:

    Note: ক্রয় হিসাবের পরিবর্তে আসবাবপত্র ডেবিট করা হয়েছে। তাহলে, ক্রয় হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট করলেই ভুলটি সংশোধিত হবে।
    1. Report
  7. Question: কোন একটি হিসাবে 2000 টাকার পরিবর্তে 200 টাকা লেখা কোন ধরনের ভুল?

    A
    নীতিগত ভুল

    B
    বাদ পড়ার ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    লেখার ভুল

    Note: 2000 টাকার পরিবর্তে 200 টাকা লেখা হলো লিখনের বা লেখার ভুল।
    1. Report
  8. Question: চূড়ান্ত হিসাব তৈরির পর দেখা গেল যন্ত্রপাতি মেরামত ব্যয় 500 টাকা যন্ত্রপাতি হিসাবে ডবিট করা হয়েছে। এক্ষেত্রে সংশোধনী জাবেদা কি হবে?

    A
    মেরামত হিসাব ডে: 500 টাকা এবং যন্ত্রপাতি হিসাব ক্রে: 500 টাকা

    B
    লাভ-লোকসান সমন্বয় হিসাব ডে: 500 টাকা এবং মেরামত ব্যয় হিসাব ক্রে: 500 টাকা

    C
    লাভ-লোকসান সমন্বয় হিসাব ডে: 500 টাকা এবং যন্ত্রপাতি হিসাব ক্রে: 500 টাকা

    D
    যন্ত্রপাতি হিসাব ডে: 500 টাকা এবং লাভ-লোকসান সমন্বয় হিসাব ক্রে: 500 টাকা

    Note: যন্ত্রপাতির মেরামত ব্যয় খরচ হিসাবে ডেবিট করা হয়। কিন্তু ভুল যন্ত্রপতি হিসাবে ডেবিট করা হয়। সুতরঅং সংশোধনীতে মেরামত ব্যয় হিসাবে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করতে হবে।
    1. Report
  9. Question: কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে যে হিসাবটি পাওয়া যাবে না তা হলো-

    A
    বিক্রীত পণ্যের ব্যয়

    B
    ক্রয়

    C
    বিক্রয়

    D
    ক ও গ উভয়েই

    Note: কালান্তিক মজুদ পদ্ধতিতে বিক্রীত বিক্রীত পণ্যের ব্যয় পাওয়া যায় না।
    1. Report
  10. Question: একটি বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিক ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক শুদ্ধিকরণ জাবেদা কোনটি?

    A
    বিক্রয় ফেরত-ডেবিট ক্রয়-ক্রেডিট

    B
    ক্রয়-ডেবিট বিক্রয় ফেরত-ডেবিট

    C
    গরমিল হিসাব-ডেবিট বিক্রয় ফেরত-ক্রেডিট

    D
    ক্রয় হিসাব-ডেবিট গরমিল হিসাব-ক্রেডিট

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd