হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: Otobi Furniture কর্তৃক আসবাবপত্রের স্থানান্তর বাবদ প্রদত্ত 4,000 টাকা পরিবহন খরচ হিসাবে প্রদর্শিত হয়েছে। এটি একটি-

    A
    করণিক ভুল

    B
    বে-দাখিলার ভুল

    C
    নীতিগত ভুল

    D
    কোন ভুল নয়

    Note: এটি কোন ভুল নয়। কারণ Otobi Furniture একটি আসবাবপত্রের ব্যবসায়ী। এদের পন্যই হলো আসবাবপত্র। তাই এর বহন ব্যয় পিরিবহন ব্যয় হিসেবে হিসাবভুক্ত হবে।
    1. Report
  2. Question: জলিলের কাছ হতে প্রাপ্ত 350 টাকা ভুলক্রমে তার হিসাবে 530 টাকা লেখা হলে সতংশোধনী দাখিলা কী হবে?

    A
    জলিল হিসাব ডেবিট 180 টাকা এবং ক্রেডিট অনিশ্চিতদ হিসাব 180 টাকা

    B
    জলিল হিসাব ডেবিট 880 টাকা এবং ক্রেডিট অনিশ্চিতদ হিসাব 880 টাকা

    C
    নগদান হিসাব ডেবিট 350 টাকা জলিল হিসাব ক্রেডিট 350 টাকা

    D
    অনিশ্চিত হিসাব ডেবিট 350 টাকা জলিল হিসাব ক্রেডিট 350 টাকা

    Note: 350 টাকা লেখা হয়েছে। টাকার পরিমাণ বেশি লেখা আছে, (330 - 350) = 180 টাকা। সুতরাং সংশোধনী দাখিলা হবে, জলিল হবে, জলিল হিসাব ডেবিট 180 টাকা এবঙ অনিশ্চিত হিসাব ক্রেডিট 180 টাকা।
    1. Report
  3. Question: উত্তোলন রেওয়ামিলের কোন দিকে থাকে এবং কেন্?

    A
    ডেবিট দিকে, মূলধনের হ্রাস বলে

    B
    ক্রেডিট দিকে, আয় বলে

    C
    ক্রেডিট দিকে, দায় বলে

    D
    ডেবিট দিকে, সম্পদের বৃদ্ধি বলে

    Note: উত্তোলন রেওয়ামিলের ডেবিট দিকে থাকে কারণ এটি মুলধনের হ্রাস দেখায়।
    1. Report
  4. Question: আসবাবপত্র পরিবহন খরচ 200 টাকা, ভুলে পরিবহন খরচ হিসাবে 20 টাকা লিখা হয়েছে। এতে রেওয়ামিলের দুই পাশ্র্বের পার্থক্য হবে-

    A
    180 টাকা

    B
    200 টাকা

    C
    220 টাকা

    D
    360 টাকা

    Note: আসবাবপত্র পরিবহন খরচ ডেবিট দিকে বসে এবং পরিবহন খরচ ও ডেবিট দিকে বসে। সুতরাং এখানে রেওয়ামিলের দুই দিকের পার্থক্য হবে (200 - 20) = 180 টাকা।
    1. Report
  5. Question: অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব?

    A
    অস্থায়ী

    B
    স্থায়ী

    C
    চলতি

    D
    দীর্ঘ মেয়াদী

    Note: যখন রেওয়ামিল মিলেনা তখন রেওয়ামিলের দুিই পাশের পার্থক্যকে সাময়িক ভাবে দুর করে রেওয়ামিল মিলানোর জন্য অনিশ্চিত হিসাব খোলা হয়। সুতরাং অনিশ্চিত হিসাব একটি অন্থায়ী বা সাময়িক হিসাব।
    1. Report
  6. Question: সমন্বিত রেওয়ামিল হইতে অতি সহজে কি তৈরি করা যায়?

    A
    আর্থিক বিবরণী

    B
    হিসাব বিবরণী

    C
    আয়-ব্যয় বিবরণী

    D
    আয় বিবরণী

    Note: সমন্বিত রেওয়ামিল হল সমন্বয় জাতীয় হিসাব সমূহ সমন্বয় করার পর প্রস্তুতকৃত রেওয়অমিল। এটির মাধ্যমে অতি সহজে আয় ব্যয় বিবরনী ও উদ্বর্তপত্র প্রস্তুত করা সম্ভব।
    1. Report
  7. Question: খতিয়অন হিসাব খাতসমূহের উদ্বৃত্ত দ্বারা কি তৈরী করা হয়?

    A
    আয়-ব্যয় হিসাব

    B
    আয় বিবরণী

    C
    রেওয়ামিল

    D
    চূড়ান্ত হিসাব

    Note: খতিয়অন উদ্বৃত্ত সমূহের দ্বাা রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়।
    1. Report
  8. Question: রেওয়ামিলে প্রধানত কত প্রকার ভুল হতে পারে যা ধরা পড়ে নরা?

    A
    4

    B
    5

    C
    6

    D
    7

    Note: রেওয়ামিলে প্রধানত পাঁচ প্রকারের ভুল ধরা পড়ে না। যেমন- 1) বাদ পড়ার ভুল, 2) লেখার ভুল, 3) বে-দাখিলার ভুল, 4) পরিপূরক ভুল ও 5) নীতিগত ভুল।
    1. Report
  9. Question: একটি প্রতিষ্ঠান সাধারণত হিসাবকাল শেষে রেওয়ামিল প্রস্তুত করে-

    A
    লেনদেনের জের দ্বারা

    B
    হিসাবের জের দ্বারা

    C
    জাবেদার জের দ্বারা

    D
    খতিয়ান হিসাবের জের দ্বারা

    Note: কোন প্রতিষ্ঠানের হিসাবকালশেষে উক্ত প্রতিষ্ঠানের খতিয়ান হিসাবসমূহের উদ্বৃত্ত বা জের সমূহ নিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচািই করার জন্য যে বিবরণীূ বা তালিকা তৈরি করা হয় তার নাম রেওয়ামিল।
    1. Report
  10. Question: 5000 টাকার যন্ত্রপাতি হিসাব রক্ষক ক্রয় হিসাবে গণ্য করে হিসাবভুক্ত করেছেন। এটা কোন ধরনের ভুল?

    A
    লেখার ভুল

    B
    নীতিগত ভুল

    C
    দাখিলার ভুল

    D
    কোনটিই নয়

    Note: সম্পত্তি আয়-ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলে তাকে নীতিগত ভুল বলে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd