হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে এন.এস. কর্পোরেশন তার আয় নগদ আদায়ের পরিবর্তে অর্জিত হলেই হিসাবভুক্ত করে?

    A
    ঐতিহাসিক ব্যয়

    B
    পূর্ণাঙ্গ প্রকাশ

    C
    আয় স্বীকৃতি

    D
    ব্যবসায়িক সত্তা

    E
    রক্ষণশীলতা

    Note: হিসাববিজ্ঞানের আয় স্বীকৃতি নীতিঅনুসারে আয় যখন অর্জিত হতে তখনই লিপিবদ্ধ করতে হবে। নগদ টাকা আদায় হোক বা না হোক।
    1. Report
  2. Question: নিম্নের কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা করা হয়?

    A
    মিলকরণ নীতির জন্য

    B
    সামঞ্জস্য নীতির জন্য

    C
    ব্যয় নীতির জন্য

    D
    রক্ষণশীলতা নীতির জন্য

    E
    গুরুত্ব নীতির জন্য

    Note: সাধারণত মিলকরণ নীতির ফলে সমন্বয় জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে।
    1. Report
  3. Question: নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্যকে বর্ণনা করে-

    A
    চলমান ধারণা নীতি

    B
    পূর্ণ প্রকাশ নীতি

    C
    মিলকরণ নীতি

    D
    সামঞ্জস্যপূর্ণ নীতি

    E
    তুলনা যোগ্যতা নীতি

    Note: হিসাববিজ্ঞানের চলমান ধারণা বা নীতি অনরুসিারে সম্পত্তির উপর বার্ষিক অবচয় হিসাব ভুক্ত করা হয়।
    1. Report
  4. Question: ক্রয়মূল্য নীতির বক্তব্য হল?

    A
    শুরুতে সম্পত্তি ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে এবং বাজার মূল্য পরিবর্তনের সাথে সাথে সমন্বয় সাধন করতে হবে

    B
    প্রতিষ্ঠানের কর্মকান্ড মালিকের কারকর্ম থেকে পৃথক রাখতে হবে

    C
    ক্রয় মূল্যে সম্পত্তির হিসাব রাখতে হবে

    D
    টাকায় প্রকাশযোগ্য লেনদেন উপাত্ত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়

    Note: হিসাববিজ্ঞানের ক্রয় মুল্য নীতি অনুসারে কোন সম্পত্তিকে সব সময় ক্রয় মূল্যে বা অজর্হন মূল্যে হিসাব রাখতে হবে। বাজারে মূ্ল্যের যতই পরিবর্তন হোক না কেন কখনও পরিবর্তিত মূল্যে হিসাবভুক্ত করা যাবে না।
    1. Report
  5. Question: সময়কাল অনুমানের বক্তব্য হল?

    A
    অর্জনের সময়কালে রাজস্ব হিসাবে অনুমোদন দিতে হবে

    B
    খরচ রাজস্বের সাথে মিলাতে হবে

    C
    একটি ব্যবসায়ের জীবন কালকে কয়েকটি কাল্পণিক সময়কালে ভাগ করা হয়

    D
    কারবার ও পঞ্জিকাবর্ষ এক হতে হবে

    Note: চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে অনুমান করা হয় যে ব্যবসায় অনন্ততকাল ধরে চলতে থাকবে। আর এ অনন্ত কালকে ছোট ছোট এককে/সময়ে ভাগ করে একটি নির্দিস্ট সময় পরপর কারবারে ভাল-ক্ষতি, আর্থিক অবস্থা নির্ণয় করা হয়। আর হিসাবকাল বা সময়কাল ধারনা অনুসারে এ ভাগ করা হয়।
    1. Report
  6. Question: হিসাব বিজ্ঞানের কোন নীতি/ধারণা স্বীকার হলে অব্যবহৃত সম্পত্তিকে উদ্বর্তপত্রে দেখানো যায়?

    A
    হিসাব কাল ধারণা

    B
    চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ধারণা

    C
    ক্রয়মূল্য নীতি

    D
    পূর্ণ প্রকাশের নীতি

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোন বিবৃতিটি সামঞ্জস্যতার নীতি সম্পর্কে বলে?

    A
    কারবার সাধারণত একই হিসাববিজ্ঞানের পদ্ধতি ও প্রক্রিয়া এক কাল থেকে অন্য কালে ব্যবহার করে

    B
    এক দেশের আর্থিক প্রতিবেদনের চর্চা অন্যদেশের চর্চার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত

    C
    ফলাফলের তুলনায় সহায়তা করতে একই শিল্পের কোমআনীসমূহ অবশ্যই একই মজুত পণ্যের ব্যয় নির্ণয় পদ্ধতি ব্যবহার করবে

    D
    কোম্পানী একবার যে মজুত পণ্য ব্যয় নির্ণয় পদ্ধতি নিবৃাচন করে, উক্ত পদ্ধতি কোম্পানি সর্বদা ব্যবহার করে

    Note: হিসাববিজ্ঞানের সামঞ্জস্যতার নীতি অনুযায়ী কারবার সাধারণত প্রতিহিসাবকালে বা প্রতিবছর একই প্রক্রিয়া বা পদ্ধতিতে হিসাব-নিকাশ করবে।
    1. Report
  8. Question: বকেয়া বেতন হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়?

    A
    রক্ষণশীলতা নীতি

    B
    আদায়করণ নীতি

    C
    বকেয়া নীতি

    D
    ক্রয়মূল্য নীতি

    Note: বকেয়া ভিত্তি বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী বকেয়া বেতন জাবেদায় অন্তর্ভূক্ত হয়।
    1. Report
  9. Question: কোন নীতি/রীতি দশ বছর কার্যকাল সম্পন্ন একটি কলমদানী ক্রয়ের সময়ই খরচ হিসাবে লিখার অনুমতি দেয়?

    A
    বস্তুনিষ্ঠতার ধারণা

    B
    চলমাণ ধারণা

    C
    বিশ্বাস যোগ্যতা

    D
    আর্থিকস্বত্ত্ব

    Note: হিসাববিজ্ঞানের বস্তুনিষ্ঠতা অনুসারে ছোট ও কম মূল্যেরন সম্পত্তিকে সম্পত্তি হিসেবে প্রদর্শন করা যায়। তােই দশ বছর কার্যকাল সম্পন্ন একটি কলমদানী ক্রয়ের সময়ই খরচ হিসেবে লেখা যায়।
    1. Report
  10. Question: নিম্নের কোন সম্পদের ক্ষেত্রে রক্ষণশীলতা নীতি প্রযোজ্য নয়?

    A
    মজুদ পণ্য

    B
    বাজারযোগ্য সিকিউরিটি

    C
    দোনাদার

    D
    যন্ত্রপাতি

    Note: যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি, এটি মূল্যমানের ক্ষেত্রে রক্ষণশীলতার নীতি প্রযোজ্য নয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd