হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: সমন্বয় (Matching) নীতি হিসাববিজ্ঞানে নির্দেশনা দেয়-

    A
    খরচে ক্ষেত্রে

    B
    সম্পত্তির ক্ষেত্রে

    C
    মালিকের স্বত্ত্বের

    D
    দায়ের ক্ষেত্রে

    E
    আয়ের ক্ষেত্রে

    Note: হিসাববিজ্ঞানে সমন্বয়নীতি খরচ হিসাবভুক্তকরণের দিক নির্দেশনা দেয়।
    1. Report
  2. Question: প্রাথমিক খরচাবলীকে বিভিন্ন বৎসরের জন্য অবলোপন করা হয় কোন Concepot এর আওতায়-

    A
    Going concern

    B
    Materiality

    C
    Consistency

    D
    Conservatism

    E
    Cost

    Note: চলমান প্রতিষ্ঠান ধারণা বা Going concept অনুসারে প্রাথমিক খরচাবলীকে বিভিন্ন বৎসরের সাথে অবলোকন করা হয়।
    1. Report
  3. Question: হিসাব নিকাশ কার্যক্রমে সুনির্দিষ্ট পদ্ধতিতে বিভিন্ন বৎসরের হিসাব পরিচালনা করা হয়

    A
    Monetary concept অনুযায়ী

    B
    Consistency অনুযায়ী

    C
    Materiality অনুযায়ী

    D
    Business entity অনুযায়ী

    E
    Going concern অনুযায়ী

    Note: হিসাব বিজ্ঞানের সামঞ্জস্যতার নীতি অনুসারে হিসাববিজ্ঞান কার্যক্রমে সুনির্দিষ্ট পদ্ধতিতে বিভিন্ন বসরের হিসাব পরিচালনা করা হয়।
    1. Report
  4. Question: কো ধারনা অনুসারে উদ্বর্তপত্র চূড়ান্ত হিসাবের অংশ?

    A
    রক্ষণশীল নীতি

    B
    হিসাব নিকাশ সংক্রান্ত প্রথা

    C
    হিসাবকাল ধারণা

    D
    মালিকানা স্বত্ত্ব ধারণা

    E
    দ্বৈত স্বত্ত্বা ধারণা

    Note: হিসাববিজ্ঞানের হিসাবকাল ধারণা অনুসারে উদ্বর্তপত্রকে চূড়ান্ত হিসাবের অংশ হিসেবে ধরা হয়।
    1. Report
  5. Question: কোন ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে অভিহিত করা হয়?

    A
    চলমান ব্যবসায় ধারণা

    B
    স্বত্ত্বামূলক ধারণা

    C
    দ্বৈত স্বত্ত্বা ধারণা

    D
    রক্ষণশীলতা রীতি

    E
    আদায়করণ ধারণা

    Note: হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক সত্ত্বা ধারণাকে মৌলিক ধারণা হিসেবে অভিহিত করা হয়। কারণ এ ধারণা অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক পক্ষ হতে আলাদা বিবেচনা করা হয়।
    1. Report
  6. Question: হিসাববিজ্ঞানে সমন্বয় নীতি কোনটির নির্দেশনা প্রদান করে?

    A
    ব্যয়সমূহ

    B
    রাজস্বসমূহ

    C
    সম্পত্তিসমূহ

    D
    দায়সমূহ

    E
    মালিকানা স্বত্ত্বা

    Note: হিসাববিজ্ঞানের সমন্বয় নীতি/মিলকরণ নীতি/ব্যয় স্বীকৃতির নীতি অনুযায়ী কোন হিসাবকালের মোট ব্যয়ের যে অংশ আয় সৃষ্টিতে ভূমিকা রাখতে উক্ত অংশকে সংশ্লিষ্ট আয়ের বিপরীত ব্যয় হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ হিসাববিজ্ঞানের সমন্বয় নীতি ব্যয় সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।
    1. Report
  7. Question: কোন ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে অভিহিত করা হয়?

    A
    চলমান ব্যবসায় ধারণা

    B
    স্বত্ত্বামূলক ধারণা

    C
    দ্বৈত স্বত্ত্বা ধারণা

    D
    রক্ষণশীলতা রীতি

    E
    আদায়করণ ধারণা

    Note: হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক সত্ত্বা ধারণাকে মৌলিক ধারণা হিসেবে অভিহিত করা হয়। কারণ এ ধারণা অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক পক্ষ হতে আলাদা বিবেচনা করা হয়।
    1. Report
  8. Question: নিম্নের কোনটি হিসাব সত্ত্বার হিসেবে বিবেচিত হবে না?

    A
    নাভানা লিঃ

    B
    একটি মজুদ পণ্য

    C
    নাভানা লিঃ এর উৎপাদন বিভাগ

    D
    নাভানা লিঃ এর উৎপাদিত বিভাগের মোড়ক

    E
    কোনটিই নহে

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুসারে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্জিতি রাখা হয়ে থাকে।
    1. Report
  9. Question: কোন্ নীতির বলে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি রাখা হয়?

    A
    হিসাব কাল নীতি

    B
    ঐতিহাসিক মূল্যের নীতি

    C
    রক্ষণশীলতার নীতি

    D
    সবকটি

    E
    কোনটিই নহে

    Note: হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি রাখা হয়ে থাকে।
    1. Report
  10. Question: মোট লাভ নির্ণয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রয় মুল্য থেকে বিক্রিত পণ্যেল ব্যয় বাদ দেয়া হয়-

    A
    আয় আদায়করণ নীতি

    B
    মিলকরণ নীতি

    C
    ক্রয় মূল্য নীতি

    D
    পূর্ণ প্রকাশ নীতি

    E
    কোনটিই নয়

    Note: মিলকরণ নীতি অনুসারে সংশ্লিষ্ট হিসাবকালের আয়ের বিপরীতে সকল ব্যয়কে সমন্বয় করে ভাল বা ক্ষতি নির্ণয় করা হয়। সুতরাং মোট লাভ নির্ণয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয় মিলকরণ নীতি অনুসারে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd