Question: কোন ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে অভিহিত করা হয়?
A
চলমান ব্যবসায় ধারণা
B
স্বত্ত্বামূলক ধারণা
C
দ্বৈত স্বত্ত্বা ধারণা
D
রক্ষণশীলতা রীতি
E
আদায়করণ ধারণা
Note: হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক সত্ত্বা ধারণাকে মৌলিক ধারণা হিসেবে অভিহিত করা হয়। কারণ এ ধারণা অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক পক্ষ হতে আলাদা বিবেচনা করা হয়।
Question: হিসাববিজ্ঞানে সমন্বয় নীতি কোনটির নির্দেশনা প্রদান করে?
A
ব্যয়সমূহ
B
রাজস্বসমূহ
C
সম্পত্তিসমূহ
D
দায়সমূহ
E
মালিকানা স্বত্ত্বা
Note: হিসাববিজ্ঞানের সমন্বয় নীতি/মিলকরণ নীতি/ব্যয় স্বীকৃতির নীতি অনুযায়ী কোন হিসাবকালের মোট ব্যয়ের যে অংশ আয় সৃষ্টিতে ভূমিকা রাখতে উক্ত অংশকে সংশ্লিষ্ট আয়ের বিপরীত ব্যয় হিসাবে গণ্য করতে হবে। অর্থাৎ হিসাববিজ্ঞানের সমন্বয় নীতি ব্যয় সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।
Question: কোন ধারণাকে হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা বলে অভিহিত করা হয়?
A
চলমান ব্যবসায় ধারণা
B
স্বত্ত্বামূলক ধারণা
C
দ্বৈত স্বত্ত্বা ধারণা
D
রক্ষণশীলতা রীতি
E
আদায়করণ ধারণা
Note: হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক সত্ত্বা ধারণাকে মৌলিক ধারণা হিসেবে অভিহিত করা হয়। কারণ এ ধারণা অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠানকে মালিক পক্ষ হতে আলাদা বিবেচনা করা হয়।
Question: মোট লাভ নির্ণয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রয় মুল্য থেকে বিক্রিত পণ্যেল ব্যয় বাদ দেয়া হয়-
A
আয় আদায়করণ নীতি
B
মিলকরণ নীতি
C
ক্রয় মূল্য নীতি
D
পূর্ণ প্রকাশ নীতি
E
কোনটিই নয়
Note: মিলকরণ নীতি অনুসারে সংশ্লিষ্ট হিসাবকালের আয়ের বিপরীতে সকল ব্যয়কে সমন্বয় করে ভাল বা ক্ষতি নির্ণয় করা হয়। সুতরাং মোট লাভ নির্ণয় করার জন্য নিট বিক্রয় মূল্য থেকে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দেওয়া হয় মিলকরণ নীতি অনুসারে।