হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: রেওয়ামিলের নিজস্ব কোনো সত্তা না থাকার অন্যতম কারণ কী?

    A
    রেওয়ামিল হিসাব ব্যবস্থার কোনো অংশ নয়

    B
    এটি একটি নির্দিষ্ট তারিখের জন্যে করা হয়

    C
    এটি হিসাবের জেরকে গাণিতিকভাবে শুদ্ধ করে

    D
    এর নিজের কোনো হিসাব নেই বরং অন্যের জের ধার করে

    Note: Not available
    1. Report
  2. Question: বিমা কোম্পানি পলিসি হোল্ডারদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত প্রিমিয়াম পরবর্তী প্রিমিয়াম পাওয়ার আগ পর্যন্ত কোন হিসাবে রাখা হয়?

    A
    রেওয়ামিলে

    B
    খতিয়ানে

    C
    অনিশ্চিত হিসাবে

    D
    ব্যাংক হিসাবে

    Note: Not available
    1. Report
  3. Question: বিক্রয় হিসাবের জের ২,৭০,০০০ টাকা, এছাড়াও বলা হয়েছে এ বছর বিবিধ দোনাদারের উপর ১০,০০০ টাকা অনাদায়ী পাওনা ও ৫% সঞ্চিতি রাখতে হবে। রেওয়ামিলে বিক্রয় হিসাবে কত টাকা যাবে?

    A
    ২,৭০,০০০ টাকা ডেবিট

    B
    ২,০৪,০০০ টাকা ডেবিট

    C
    ২,৭০,০০০ টাকা ক্রেডিট

    D
    ২,০৪,০০০ টাকা ক্রেডিট

    Note: Not available
    1. Report
  4. Question: উপভাড়াটিয়ার নিকট থেকে প্রাপ্ত ৬,০০০ টাকা যার মধ্যে ৪,০০০ টাকা পাওনা গেছে এবং ২,০০০ টাকা বকেয়া আছে। এক্ষেত্রে ২,০০০ টাকা রেওয়ামিলের কোথায় বসবে?

    A
    ডেবিট

    B
    ক্রেডিট

    C
    উভয়

    D
    বসবে না

    Note: Not available
    1. Report
  5. Question: যন্ত্রপাতির মেরামত খরচ ১০,০০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছিল। এটি কোন ধরনের ভুল?

    A
    বাদ পড়ার ভুল

    B
    লেখার ভুল

    C
    বে-দাখিরার ভুল

    D
    নীতিগত ভুল

    Note: Not available
    1. Report
  6. Question: আমরা জানি রেওয়ামিল তৈরি করা বাধ্যতামূলক নয়। কিন্তু তারপরও রেওয়ামিল তৈরি করা হয় কেন?

    A
    বিভিন্ন ধরনের হিসাবকে সাজিয়ে রাখার জন্য

    B
    হিসাবের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে

    C
    খতিয়অন তৈরিতে সাহায্য করার জন্যে

    D
    চূড়ান্ত হিসাব যেন মিলবে বাদ্য হয় সেই জন্যে

    Note: Not available
    1. Report
  7. Question: নিম্নোক্ত কোন ভুলটি হলে রেওয়মিল না মেলার সম্ভাবনা রয়েছে?

    A
    যন্ত্রপতির জন্যে কৃত ব্যয়, আসবাবপত্র হিসাবে দেখানো হয়েছে

    B
    দোনাদারের সিাবে নামের ওলট পালট হয়েছে

    C
    সম্পর্কিত নয় এমন দুইটি হিসাবের একটি ডেবটি জের এবং অপরটি ক্রেডিট জের আদৌ তোলা হয় নি

    D
    একটি লেনদেন সম্পূর্ণই হিসাবের বাইরে রয়েছে

    Note: Not available
    1. Report
  8. Question: কোন ধরনের হিসাব বা হিসাবগুলিকে হিসাব কাল নীতি অনুসারে বদ্ধ করে দিতে হয়?

    A
    ব্যীক্তবাচক হিসাব

    B
    সম্পত্তি বাচক হিসাব

    C
    নামিক হিসাব

    D
    সকল ধরনের হিসাব

    Note: সাধারণত আয়-ব্যয় বাচক হিসাব বা নামিক বা অস্থায় িহিসাব সমূহ একটি হিসাবকালের জন্য সংঘটিত হয়। ফলে বছর শেষে এদের হিসাব বন্ধ করার অনুসারে নামিক হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়।
    1. Report
  9. Question: ক্রয় মূল্য/বাজার মূল্য যেটি কম পদ্ধতি প্রয়োগ করা হয়

    A
    মজুদ পন্যের প্রতি দফায়

    B
    মজুদ পন্যের শ্রেণীতে

    C
    মোট মজুদ পণ্যে

    D
    উপরের সব

    Note: মজুদ পণ্য মূল্যায়ণের ক্ষেত্রে হিসাববিজ্ঞানের রক্ষণশীলতা নীতি কাজ করে। এ জন্য মজুদ পণ্য মূল্যায়নে ক্রয় মূল্য বা বাজারে মূল্য যেটি কম সেটি কেই মজুদ পণ্যের মূল্যে ধরা হয়। আর মজুদ পণ্যের জন্য (ক) মজুদ পন্যের প্রতিদফা, (খ) মজুদ পন্যের শ্রেণী বা (ক) মোট মজুদ পণ্য সব গুলোই মজুদ পণ্য হিসেবে গণ্য।
    1. Report
  10. Question: ক্রয়মূল্যের পরিবর্তে আদায়মূল্যে সম্পত্তির মূল্যায়ন নিচের কোনটির অসামঞ্জস্য-

    A
    কালীন অনুমান

    B
    মিলকরণ নীতি

    C
    গুরুত্ব সীমাবদ্ধতা

    D
    চলমান প্রতিষ্ঠান ধারণা

    Note: ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্য নীতি অনুসারে সম্পত্তিকে অবসায়ন মূল্যে লিপিবদ্ধ করা হয়। আর চলমানা প্রতিষ্ঠান সমন্বয় করা হয় না। মূলধন জাতীয় ব্যয় স্বরূপ ইহা সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। এর পর সম্পত্তি গুলোর কর্মক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ক্রয় মূল্য বিবেচনা করতে হয়। অর্থাৎ সম্পত্তি ব্যবহার অযোগ্য হওয়া পর্যন্ত কখনই অবসায়ন মূল্যে দেখানো হয় না। যদি কখনো অবসায়ন মূল্যে দেখানো হয়ে থাকে, তবে তা চলমান প্রতিষ্ঠান ধারনার সাথে অসামঞ্জস্য হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd