Question: যন্ত্রপাতি মেরামত ব্যয় ৪০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। সংশোধনী জাবেদা লিখন দেকাও যদি ভুলটি চূড়ান্ত হিসাব তৈরি পূর্বে আবিষ্কৃত হয়।
Aমেরামত হিসাব ডেঃ ৪০০/-
যন্ত্রপাতি হিসাব ক্রেঃ ৪০০/-
Bযন্ত্রপাতি হিসাব ডেঃ ৪০০/-
মেরামত হিসাব ক্রেঃ ৪০০/-
Cমেরামত হিসাব ডেঃ ৪০০/-
অনিশ্চিত হিসাব ক্রেঃ ৪০০/-
Dঅনিশ্চিত হিসাব ডেঃ ৪০০/-
মেরামত হিসাব ক্রেঃ ৪০০/-
Eকোনটিই নয়
Note: যন্ত্রপাতির মেরামত ব্যয় হল মুনাফা জাতীয় ব্যয়। এ ধরনের ব্যয়ের জন্য যন্ত্রাপতি হিসাব ডেবিট করতে হবে না। মেরামত হিসাবকে ডেবিট করতে হবে। অর্থঅৎ শুধুমাত্র মেরামত হিসাবের পরিবর্তে যন্ত্রপাতি হিাসাবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু ভুল করে- যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র মেরামত হিসাবের পরিবর্তে যন্ত্রপাতি হিসাবে লেখার ভুল হয়েছে। এখন সংশোধনীতে মেরামত হিসাবে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করলেই হয়।