হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: আগুনে বিনষ্ট মজুদ পণ্য ১০,০০০ টাকা, যা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। বীমা কোম্পানি ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এ বাবদ আয় বিবরণীতে কত টাকা খরচ দেখাতে হবে?

    A
    ৪,০০০ টাকা

    B
    ১৪,০০০ টাকা

    C
    ১০,০০০ টাকা

    D
    ৮,০০০ টাকা

    E
    ৬,০০০ টাকা

    Note: ১০,০০০ - ১০,০০০ x ৬০% = = ৪,০০০ টাকা
    1. Report
  2. Question: সময়ন্বয় নীতির কাজ হল-

    A
    সম্পত্তির সাথে দায়ের সমন্বয়

    B
    দায়ের সাথ মুলধনের সমন্বয়

    C
    বিক্রির সাথে নগদ প্রাপ্তির সমন্বয়

    D
    আয়ের সাথে ব্যয়ের সমন্বয়

    Note: GAAP সমর্থিত হিসাববিজ্ঞানের সমন্বয় নীতি অনুযায়ী কারবারের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করা হয়।
    1. Report
  3. Question: হিসাবের জেরসমূহের সমন্বয় করা প্রয়োজন-

    A
    সকল খরচকে আয়ের সাথে সমন্বয়ের জহন্য

    B
    নামিক হিসাবসমূহের জেরগুলিকে হিসাবকাল ধারণায় রূপান্তর করার জন্য

    C
    রেওয়ামিল সঠিকভাবে প্রস্তুত করার জন্য

    D
    আর্থিক বিবরণী পড্রস্তুত করার জন্য

    Note: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থান্তরকরণ ও রেওয়ামিল প্রস্তুতকরণের পর সমন্বয় দাখিলার মাধ্যমে হিসাবসমূহের সমন্বিত জের প্রয়োজন হয়।
    1. Report
  4. Question: অগ্রিম খরচের জন্য সমন্বয় জাবেদা প্রভাবিত করবে-

    A
    সম্পত্তি ও খরচ

    B
    দায় ও আয়

    C
    খরচ ও দায়

    D
    সম্পত্তি ও দায়

    Note: অগ্রিম খরচের সমন্বয় করা হলে, খরচ হিসাব বাড়বে এবং অগ্রিম খরচ নামক সম্পত্তি কমে যাবে। কারণ, অগ্রিম খরচের সমন্বয় জাবেদা হল- খরচ হিঃ ডেঃ টু অগ্রিম খরচ হিঃ
    1. Report
  5. Question: যন্ত্রপাতি মেরামত ব্যয় ৪০০ টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। সংশোধনী জাবেদা লিখন দেকাও যদি ভুলটি চূড়ান্ত হিসাব তৈরি পূর্বে আবিষ্কৃত হয়।

    A
    মেরামত হিসাব ডেঃ ৪০০/- যন্ত্রপাতি হিসাব ক্রেঃ ৪০০/-

    B
    যন্ত্রপাতি হিসাব ডেঃ ৪০০/- মেরামত হিসাব ক্রেঃ ৪০০/-

    C
    মেরামত হিসাব ডেঃ ৪০০/- অনিশ্চিত হিসাব ক্রেঃ ৪০০/-

    D
    অনিশ্চিত হিসাব ডেঃ ৪০০/- মেরামত হিসাব ক্রেঃ ৪০০/-

    E
    কোনটিই নয়

    Note: যন্ত্রপাতির মেরামত ব্যয় হল মুনাফা জাতীয় ব্যয়। এ ধরনের ব্যয়ের জন্য যন্ত্রাপতি হিসাব ডেবিট করতে হবে না। মেরামত হিসাবকে ডেবিট করতে হবে। অর্থঅৎ শুধুমাত্র মেরামত হিসাবের পরিবর্তে যন্ত্রপাতি হিাসাবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু ভুল করে- যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র মেরামত হিসাবের পরিবর্তে যন্ত্রপাতি হিসাবে লেখার ভুল হয়েছে। এখন সংশোধনীতে মেরামত হিসাবে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করলেই হয়।
    1. Report
  6. Question: বকেয়া খরচের সমন্বয় দাখিলা কি?

    A
    খরচ হিসাব ডেঃ টু বকেয়া খরচ হিসাব

    B
    বকেয়া খরচ হিসাব ডেঃ টু খরচ হিসাব

    C
    বকেয়া খরচ হিসাব ডেঃ টু হিসাব

    D
    বকেয়া খরচ হিসাব ডেঃ টু অনিশ্চিত হিসাব

    E
    কোনটিই নয়

    Note: বকেয়া খরচরে সমন্বয় দাখিলার কারণে খরচ বা ব্যয় বৃদ্ধি পায় এবং দায় (বকেয়া খরচ) বৃদ্ধি পায়। সুতরাং বকেয়া খরচের সমন্বয় দাখিলা হবে- খরচ হিসাব ডেঃ ‍টু বকেয়া খরচ হিসাব।
    1. Report
  7. Question: বকেয়া মজুরীর বিপরীতে দাখিলা কোনটি?

    A
    মজুরী হিসাব ডেঃ টু বকেয়া মজুরী হিসাব

    B
    বকেয়া মজুরী হিসাবে ডেঃ নগদান হিসাব

    C
    প্রদেয় মজুরী হিসাব ডেঃ টু বকেয়া মজুরী হিসাব

    D
    বকেয়া মজুরী হিসাব টু মজুরী হিসাব

    Note: পূর্ববর্তী হিসাবকালের সমন্বয় জাবেদা দাখিলার ঠিক বিপরীত যে জাবেদা দাখিলা পরবর্তী (নতুন) হিসাবকালের শুরুতে দেয়া হয় তাকে বিপরীত দাখিলা বলে। সুতরাং বকেয়া মজুরীর সমন্বয় দাখিলা হল- বকেয়া মজুরী হিসাব টু মজুরী হিসাব অতএব, এর বিপরীত দাখিলা হল বকেয়া মজুরী হিসাব ডেঃ টু মজুরী হিসাব ক্রেডিট।
    1. Report
  8. Question: উত্তোলন হিসাব কখন ক্রেডিট হয়?

    A
    ব্যবসায় থেকে নগদ টাকা উত্তোলন করলে

    B
    ব্যবসায় থেকে পণ্য এত্তালন করলে

    C
    ব্যবসায় থেকে উত্তোলিত নগদ টাকা নিজস্ব ব্যাংক হিসাবে জমা দিলে

    D
    সমাপনী দাখিলা প্রস্তুত করলে

    Note: ক, খ, ও গ সবগুলে দ্বারাই মালিক কর্তৃক উত্তোলন বুঝায়। ফলে এ ধরনের উত্তোলন কে কারবারের ব্যয় ধরে উত্তোলন হিসাব ডেবিট করতে হয়। আর উত্তোলন হিসাব (ব্যয়) নামিক হিসাবে অন্তর্গত, ফলে তাকে হিসাবকাল শেষ মালিকের মূধনের সাথে সমন্বয় করে মালিকের মূলধনের পরিমাণ হ্রাস করতে হয়। তাই মূলধন হিসাব ডেবিট ও উত্তোলন হিসাব ক্রেডিট করা হয়। সুতরাং শুধুমাত্র (ঘ) সমাপনী দাখিলা প্রদান কালে উত্তোলন হিসাবকে ক্রেডিট করতে হয়।
    1. Report
  9. Question: চলতি সম্পত্তি- ভিত্তিতে তাকিাভুক্তি করা হয়-

    A
    তারল্য

    B
    গুরুত্ব

    C
    স্থায়ীত্ব

    D
    অক্ষর

    Note: সাধারণত চলতি সম্পত্তিসমূহ চলতি দায় পরিশোধের জন্য ধরা হয়। আর এ চলতি সম্পত্তিসমূহ তারল্যের ভিত্তিতে হিসাবভুক্ত করা হয়ে থাকে।
    1. Report
  10. Question: নিচের হিসাব সমূহের কোনটি আয় বিবরণীতে কখনো খরচ হিসাবে দেকানো হয় না?

    A
    আয়কর খরচ

    B
    সুদ খরচ

    C
    অবচয় খরচ

    D
    লভ্যাংশ খরচ

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) আয়কর খরচ (খ) অবচয় খরচ সবগুলোই আয় বিবরণীতে দেখানো হয়। শুধুমাত্র (ঘ) লভ্যাংশ প্রদান খরচ আয় বিবরণীতে দেখানো হয় না।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd