Note: প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর- (ক) বিলম্বিত ব্যয় হল প্রতিষ্ঠানের সম্পদ যর সুবিধা একাধিক হিসাবকালে পাওয়া যাবে। (গ) সম্ভাব্য সম্পদ এটা সম্পদ হিসেবে গণ্য হয়। কিন্তু হিসাবে লেখা হয় না। (খ) অনার্জিত আয় অর্থ- যে আয় এখনও অর্জিত হয় নাই কিন্তু উক্ত আয় বাবদ নগদ টাকা অগ্রীম পাওয়া গেছে। ফলে এর জন্য সংশ্লিষ্ট পক্ষের নিকট দায় বদ্ধতাকে বোঝায়।
Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) (খ) ও (ঘ) সব গুলোর জন্যই অবচয় ব্যয় ধরা হয়। কারণ- এসব অর্জনের জন্য মূলধন জাতীয় ব্যয় করা হয়ে থাকে। কিন্তু Option (গ) লাভ-ক্ষতি হিসাবের ডেবিট উদ্বৃত্তকে সাময়িক ভাবে সম্পদ হিসাবে গণ্য করা হলেও এর উপর কোন অবচয় ধরা হয় না। উহা উদ্বর্তপত্রে মালিকের মূলধন বৃদ্ধি করার জন্য যোগ করে দেখানো হয়।
Note: (ক) রেওয়ামিল হল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচািই করার জন্য প্রস্তুতকৃত তালিকা বা বিবরণী মাত্র। ফলে এটি কোন আর্থিক প্রতিবেদন নয়। Option (খ) খেতিয়ানও কোন প্রতিবেদনরে অন্তর্ভুক্ত নয়। কেননা, খতিয়ানে লেনদেন সমূহকে বিশ্লেষণ করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। (ঘ) ক্রয়-বিক্রয় হিসাব তৈরি করা হয় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা (মোট লাভ বা মোট ক্ষতি) নির্ণয় করার জন্য। যা প্রতিবেদন হিসেবে কাজ করে।
Question: সাধারণত লাভ-ক্ষতি হিসাবে যে সকল হিসাবগুলি দেখানো হয়, সেগুলি হল?
A
সম্পত্তিবাচক হিসাব
B
ব্যক্তিবাচক হিসাব
C
অনার্জিত আয় হিসাব
D
নামিক হিসাব
Note: সাধারণত অস্থায়ী বা আয়-ব্যয় বাচক বা নামিক হিসাবসমূহ নিয়ে লাভ-ক্ষতি হিসাব তৈরি করা হয়। কারবারের লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য। সুতরাং Option (ক) ও (খ) সম্পত্তি বাচক হিসাব এবং (ঘ) দায় বাচক সিব য লাভ-ক্ষতি হিসাবে দেখানো হয়না। শুধুমাত্র নামিক হিসাব বা আয় -ব্যয় বাচক হিসাব যা লাভ-ক্ষতি হিসাব দেখানো হয়।
Note: হিসাবরক্ষণের রক্ষণশীলতা অনুসারে সম্ভাব্য দেনা দায় হিসাব দেখানো হয়। আর পূর্ণ প্রকাশকরণ নীতি অনুসারে উহাকে চূড়ান্ত হিসাবের নিচে টিকা বা গণনা আকারে দেখানো হয়। সুতরাং প্রশ্নটির Option (ক), (খ) ও (গ) কোনটিতেই সম্ভাব্য দেনা দেখানো হয় না।
Note: প্রশ্নটি প্রদত্ত গুলোর মূধন জাতীয় ব্যয় মুনাফঅ হিসাবে ডেবিট করে (খ) সম্পদের উপর অত্যাধিক অবচয় চার্জ করে (গ) সমাপনী পণ্যের মূল্য কম ধরে সবগুলোর সাহায্যেই গোপন সঞ্চিতির তহবিল তৈরি করা হয়।