হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: প্যাটেন্ট কি ধরনের সম্পত্তি?

    A
    নগদ সম্পত্তি

    B
    স্থায়ী সম্পত্তি

    C
    অলীক সম্পত্তি

    D
    চলতি হিসাব

    E
    অস্পর্শনীয় সম্পত্তি

    Note: সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ব্রান্ড নাম ইত্যাদি হলে অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণ।
    1. Report
  2. Question: কোন সম্পদটি ত্বরিত সম্পদ হিসেবে পরিচিত নয়?

    A
    নগদ

    B
    ব্যাংক

    C
    মজুতমাল

    D
    প্রাপ্য হিসাব

    E
    অগ্রিম প্রদত্ত খরচ

    Note: চলতি সম্পত্তি হতে মজুদ পণ্য বিয়োগ করে ত্বরিৎ সম্পত্তি নির্ণয় করা হয়। সুতরাং মজুত পণ্য বা মাল ত্বরিৎ সম্পদের অন্তর্গত নয়।
    1. Report
  3. Question: কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?

    A
    এক বছর

    B
    এক মাস

    C
    ছয় মাস

    D
    দুই বছল

    E
    যে কোন সময়কালের জন্য যা উপযুক্ত বলে বিবেচনা করা হয়

    Note: হিসাবকাল শেষে কারবারের আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর ইহা যে কোন সময় যে সময় কালের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তখনই প্রস্তুত করা হতে পারে।
    1. Report
  4. Question: সুনাম একটি-

    A
    চলতি সম্পত্তি

    B
    তরল সম্পত্তি

    C
    কাল্পনিক সম্পত্তি

    D
    অস্পর্শনীয় সম্পত্তি

    E
    বিলম্বিত ব্যয়

    Note: কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পত্তিগুলো হল- (ক) অলীক সম্পত্তিসমূহ- প্রাথমিক খরচাবলী, শেয়র অবহার/বাটআটা, ঋণপত্রের অবহার/বাট্টা ইত্যাদি। (খ) অস্পর্শনীয় সম্পত্তিসমূহ হল- সুনাম, পাটেন্ট, ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন, কপিরাইট গ্রন্থ স্বত্ত্ব ইত্যাদি। (গ) চলতি সম্পত্তিসমূহ- নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার প্রাপ্য বিল, প্রাপ্য অগ্রপ্রদত্ত ইত্যাদি। (ঘ) স্থায়ী সম্পত্তিসমূহ- ভূমি-দালান, আসবাবপত্র, সরঞ্জাম ইত্যাদি। সুতরাং সুনাম হল, অস্পর্শনীয় সম্পত্তি।
    1. Report
  5. Question: যে আথিক বিবরণীতে সম্পত্তি, দায় ও সত্ত্বাধিকারী লিপিবদ্ধ করা হয়, তা হল-

    A
    আয় বিবরণী

    B
    সত্ত্বাধিকারী

    C
    উদ্বর্তপত্র

    D
    ব্যয় বিবরণী

    E
    নগদ প্রবাহ

    Note: উদ্বর্তপত্রে সম্পত্তি দায় ও সত্ত্বাধিকারী বা মূলধন লিপিবদ্ধ করা হয়। উদ্বর্তপত্রে বাম দিকে মূলধন ও দায়সমূহ এবং ডান দিকে সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমূহ লিপিবদ্ধ করা হয়ে থাকে।
    1. Report
  6. Question: যদি ব্যবসায় থেকে নগদ ১০০ টাকা চুড়ি হয়, তবে হিসাবে এটির প্রভাব কি হবে?

    A
    নগদ কমবে, খরচ বাড়বে

    B
    নগদ বাড়বে, খরচ বাড়বে

    C
    নগদ কমবে, খরচ কমবে

    D
    নগদ বাড়বে, খরচ কমবে

    E
    কোন প্রভাব পড়বে না

    Note: ব্যবসা হতে নগদ ১০০ টাক বা যে কোন পরিমাণ টাকা চুড়ি গেলে তার জন্য নগদ (সম্পত্তি) কমবে এবং খরচ (বিবিধ ক্ষতি) বৃদ্ধি পাবে এবং এর জন্য জাবেদা দাখিলা হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিাবে ক্রেডিট। যদি চুড়ান্ত হিসাবের পূর্বে সমন্বয় করা না হয় তবে চূড়ান্ত সিাবে প্রস্তুত কালে উদ্বর্তপত্রে নগদ তহবিল হতে বিয়োগ এবং লঅভ-ক্ষতি হিসাবে খরচের দিকে বিবিধ ক্ষতি হিসাবে দেখাতে হয়।
    1. Report
  7. Question: উদ্বর্তপত্র এবং লাভ-ক্ষতি হিসাবে প্রস্তুতের জন্য ১৯৯৪ সালের কোম্পানী আইনের কোন তফসিলে এর নির্দেশনা ব্যাখ্যা করা হয়েছে?

    A
    তফসিল-৮

    B
    তফসিল-৯

    C
    তফসিল-১০

    D
    তফসিল-১১

    E
    তফসিল-১২

    Note: উদ্বর্তপত্র এবং লাভ-ক্ষতি হিসাব প্রস্তুতের জন্য ১৯৯৪ সালের কোম্পানী আইনের ১১ নং তফসিলে বিস্তারিত বর্ণনা ও নির্দেশনা দেয়া আছে।
    1. Report
  8. Question: আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য-

    A
    শুধুমত্র মুনাফার পমিাণ নির্ধারণ

    B
    আয় ও খরচ সম্পর্কে তথ্য সরবরাহ করা

    C
    একটি স্বত্ত্বার একটি নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলীর ফলাফল দেখানো

    D
    একটি স্বত্ত্বার একটি নির্দিষ্ট সময়ের পরিচালিত কার্যাবলীর ফলাফল দেখানো

    E
    একটি স্বত্ত্বার নির্দিষ্ট সময়ের নগদ আয় ও নগদ খরচের তথ্য সরবরাহ

    Note: যে বিবরণীতে একটি নির্দিষ্ হিসাবকালের অর্জিত আয়সমূহ এবং সংঘটিত ব্যয়সমূহ উপস্থাপন করার মাধ্যমে নীট লাভ বা নীট ক্ষতি নিরূপণ করা হয়, তাকে আয়-ব্যয় বিবরণী বলে। অর্থাৎ এটিতে একটি ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময়ের সকল কার্যাবলীর ফলাফল দেখানো হয়।
    1. Report
  9. Question: অগ্রিম প্রদত্ত খরচ একটি-

    A
    স্থায়ী সম্পত্তি

    B
    চলতি সম্পত্তি

    C
    স্পর্শনীয় সম্পত্তি

    D
    কাল্পনিক সম্পত্তি

    E
    অস্পর্শনীয় সম্পত্তি

    Note: অগ্রিম প্রদত্ত খরচকে চলতি সম্পত্তি হিসাবে ধরা হয়।
    1. Report
  10. Question: নিচের কোন বিবরণীটি LAS-1 অনুযায়ী আর্থিক বিবরনীর অংশ নয়?

    A
    উদ্বর্তপত্র

    B
    ইকইটি পরিবর্তনের বিবরণী

    C
    পরিচালকের রিপোর্ট

    D
    আর্থিক বিবরণীর নোটসমূহ

    E
    নগদ প্রবাহ বিবরণীর নোটসমূহ

    Note: নিচের কোন বিবরণীটি LAS-1 অনুযায়ী আর্থিক বিবরণীসমূহ হলো- i) সম্পত্তি ও দায়বিবরণী বা উদ্বর্তপত্র ii) আয় ও ব্যয় বিবরণী লাভ বা ক্ষতিসহ iii) মালিকানা সত্ত্ব পরিবর্তনের বিবরণী iv) নগদ প্রবাহ বিবরণী v) আর্থিক বিবরণীর কোনট সমূহ (পৃথকভাবে)
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd