হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: আকিজ ফুট এন্ড বেভারেজ এর আগস্ট মাসে অবলোপনকৃত ১২,০০০ টাকা সেপ্টেম্বর মাসের মাঝামঝি অপ্রত্যাশিতভাবে নগদে পাওয়া যায়। এর প্রভাবে প্রতিষ্ঠানটির সেপ্টেম্বর মাসের-

    A
    দেনাদার বাড়ে

    B
    দেনাদার কমে

    C
    দেনাদার একই থাকে

    D
    কোনটিই নয়

    Note: পূর্ববর্তী কোন সময়ের অবলোপনকৃত অনাদায়ী পাওনা অপ্রত্যাশিত ভাবে আদায় হলে চলতি বা পরবর্তী সময়ের দেনাদারে কোন প্রভাব পড়ে না। অর্থাৎ দেনাদার একই থাকে।
    1. Report
  2. Question: অনুপার্জিত আয়ের সমন্বয়-

    A
    দায় হ্রাস করে ও আয় বৃদ্ধি করে

    B
    সম্পত্তি ও আয়ের সম্পর্ক বৃদ্ধি করে

    C
    সম্পত্তি বৃদ্ধি করে ও আয় বৃদ্ধি করে

    D
    আয় হ্রাস করে সম্পত্তি হ্রাস করে

    Note: অনুপার্জিত আয় বা অগ্রীম প্রাপ্ত আয় বা প্রাথমিকভাবে দায় হিসেবে গণ্য হয়। আর এর সমন্বয় করা হলে, অগ্রীম আয় বা অনুপার্জিত আায় নামক দায় হ্রাস করে এবং আয় বৃদ্ধি পায়।
    1. Report
  3. Question: তিন বছরের জন্য বীমা সেলামী প্রদান করা হলে সঠিক ডেবিট ও ক্রেডিট কোনটি?

    A
    বীমা সেলামী ডেবিট, নগদান ক্রেডিট

    B
    অগ্রিম বীমা সেলামী ডেবিট, নগদান ক্রেডিট

    C
    নগদান ডেবিট, অগ্রিম বীমা সেলামী ক্রেডিট

    D
    নগদান ডেবিট, বীমা সেলামী ক্রেডিট

    Note: তিন বছরের জন্য বীমা সলামী প্রদান করা হলে এর জন্য অগ্রীম বীমা ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট হবে।
    1. Report
  4. Question: রূপা লিঃ এর আদায়যোগ্য সোব আয়ের ২,০০০ টাকার সমন্বয ভুলবসতঃ হিসাব থেকে বাদ পড়েছে। এই ভুলের কারনে হিসাবে-

    A
    ২০০০ টাকা আয় ও দায় কম দেখানো হয়

    B
    ২০০০ টাকা সম্পদ ও দায় কম দেখানো হয়

    C
    ২০০০ টাকা আয় ও সম্পদ কম দেখানো হয়

    D
    কোনটিই নয়

    Note: আদায়যোগ্য সেবা বলতে বোঝঅয় যে,সেবা অর্জিত হয়েছে কিন্তু নগদে তা আদায় করা হয়নি। এটি সমন্বয় করা হরে আয় (সেবা) বৃদ্ধি পায় এবং অনাদায়ী থাকায় সম্পত্তি বৃদ্ধি পায়। সুতরাং সেবা বা আয় ২০০০ টাকা সমন্বয় না করারয় নিট আয় ২০০০ টাকা কম দেখানো হয়েছে এবং সম্পত্তি (প্রাপ্য আয়) বাবদ ২,০০০ টাকা কম দেখানো হয়েছে।
    1. Report
  5. Question: হিসাবকালের শুরুতে বিগত বছরের কোনটিকে ডেবিট করা হয়?ত

    A
    সম্পদ

    B
    ঋণ

    C
    দায়

    D
    মালিকানা স্বত্ব

    Note: হিসাবকালের শুরুতে অর্থাৎ প্রারম্ভিক দাখিলাকে সকল সম্পত্তি হিসাবকে ডবিট করা হয়।
    1. Report
  6. Question: কোনটি মুনাফা জাতীয় খরচ-

    A
    মেশিনের পরিবহণ ব্যয়

    B
    মেশিন ক্রয়

    C
    মেশিনের জাহাজ ভাড়া

    D
    মেশিনের অবচয়

    Note: এখানে, মেশিনের অবচয় মুনাফা জাতীয় ব্যয়।
    1. Report
  7. Question: কোন হিসাব সমূহ বন্ধ করা হয় না?

    A
    আয় বিবরণী হিসাব

    B
    নামিক হিসাব

    C
    প্রকৃতি হিসাব

    D
    অস্থায়ী হিসাব

    Note: প্রকৃত বা স্থায়ী বা আর্থিক অবস্থার বিবরণী বিষয়ক হিসাবসমূহ বছর শেষে সমাপনি দাখিরার মাধ্যমে বন্ধ করা হয় না।
    1. Report
  8. Question: ১ ডিসেম্বর ৪ মাসের বেতন অগ্রিম প্রদান করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখে এর সমন্বয় এন্ট্রি ভুলক্রমে বাদ পড়েছে। ফলে সঠিখ হবে না-

    A
    লাভ-ক্ষতি হিসাব

    B
    মূলধন হিসাব

    C
    উদ্বর্তপত্র

    D
    উপরের সবগুলো

    Note: ১লা ডিসেম্বর অগ্রিম বেতন প্রদান করে যদি ৩১শে ডিসেম্বর ইহা নমন্বয় করা না হয় তবে, আর্থিক বিবরণীর সবকয়টি অংশই ভুল হবে। কারণ ৩১শে ডিসেম্বর তারিখেই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়।
    1. Report
  9. Question: একটি যন্ত্রের ক্রয়মূল্য ২০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার ১৫%। পঞ্চম বছর শেষে যন্ত্রের পুঞ্জিভুত অবচয় ও নীট লিখিত মূল্য কত হবে?

    A
    11126,8874

    B
    10126,8874

    C
    11126,8774

    D
    10126,8774

    Note: এখানে, ৫ম বছর শেষে নীট লিখিত মূল্য = ২০,০০০-১৫% - ১৫% - ১৫% - ১৫% - ১৫% = ৮৮৭৪ টকা। পুঞ্জিভূত অবচয় = ২০,০০০ - ৮৮৭৪ = ১১,১২৬ টাকা
    1. Report
  10. Question: পণ্যের মান উন্নয়নে গবেষণা ব্যয় একটি-

    A
    মুনাফা জাতীয় ব্যয়

    B
    মূলধন জাতীয় ব্যয়

    C
    বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

    D
    বাজারজাতকরণ ব্যয়

    Note: পণ্যের মান উন্নয়নের জন্য গবেষণা ব্যয়কে সাধঅরণত মূল্যধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য ধরা হয।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd