হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: সমন্বয় জাবেদা কখন দিতে হয়?

    A
    হিসাবকাল শেষ

    B
    হিসাবকাল শুরুতে

    C
    হিসাবকালের মাঝামাঝি

    D
    বছরের শেষে

    Note: নির্দিষ্ট হিসাবকাল শেষে সমন্বয় নীতি অনুসারে সমন্বয় জাবেদা দিতে হয়।
    1. Report
  2. Question: Apprenticeship Premium একটি-

    A
    মুলধন জাতীয আয়

    B
    ব্যয়

    C
    আয়

    D
    মূলধন জাতীয় খরচ

    Note: Apprenticeship Premium বা শিক্ষানবিশ সেলামী একটি মুনাফা জাতীয় ব্যয়।
    1. Report
  3. Question: যন্ত্রপাতি সংস্থাপনের খরচ কোন ধরনের খরচ?

    A
    মুনাফা জাতীয়

    B
    রাজস্ব জাতীয়

    C
    মূলধন জাতীয়

    D
    কারখানা উপরি খরচ

    Note: যন্ত্রপাতি সংস্থাপনের খরচ মূলধন জাতীয় খরচ।
    1. Report
  4. Question: Adjustment Entry' কখন প্রস্তুত করতে হয়?

    A
    রেওয়ামিল তৈরির আগে

    B
    রেওয়ামিল তৈরির পরে

    C
    আয় বিবরণী তৈরির পরে

    D
    কোনটিই নয়

    Note: ’Adjustment Entry' বা সমন্বয জাবেদা প্রস্তুত করা হয় সাধারণ রেওয়ামিল তৈরি করার পর।
    1. Report
  5. Question: একটি কোম্পানি ২০১২ সালে ৭৫০০ টাকা বিজ্ঞাপন ব্যয় করে, যার উপযোগ অন্তত তিন বছর পাওয়া যাবে। কোম্পানীটি ২০ হাজার টাকার শেয়ার কিনেছে, ১০ হাজার টাকার বিদ্যুৎ সংস্থাপন ব্যয় করেছে এবং ২০ হাজার টাকা বেতন দিয়েছে। ঐ কোম্পানীর ২০১২ সালের মুলধন জাতীয় ব্যয় হল-

    A
    ১ লক্ষ ২৫ হাজার টাকা

    B
    ১ লক্ষ ৫ হাজার টাকা

    C
    ৭৫ হাজার টাকা

    D
    ৫৫ হাজার টাকা

    E
    ৩০ হাজার টাকা

    Note: এখানে বিজ্ঞাপন খরচ হবে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, শেয়ার ক্রয় ও বিদ্যুত সংস্থাপন ব্যয় মুলধন জাতীয় খরচ এবং বেতন প্রদান মুনাফা জাতীয় খরচ। সুতরাং ঐ কোম্পানীর ২০১২ সালের মুলধন জাতীয় ব্যয় হবে = ২০ হাজার + ১০ হাজার = ৩০ হাজার টাকা।
    1. Report
  6. Question: নিচের কোনটি সম্পর্কিত সমন্বয় দাখিলার জন্য সম্পত্তি কমবে ও খরচ বাড়বে?

    A
    মজুরী

    B
    অবচয়

    C
    অনর্জিত রাজস্ব

    D
    অলিপিবদ্ধকৃত রাজস্ব

    Note: এখানে, সাধারণত অবচয় এর সমন্বয় জাবেদার জন্য সংশ্লিষ্ট সম্পদ কমবে ও আবচয় নামক ব্যয় বৃিদ্ধি পাবে।
    1. Report
  7. Question: শহীদ সাহেব সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের জন্য ৪০০০ টাকা বেতন অর্জন করেছেন। এ বাবদ নগদ অর্থ তাকে দেয়া হবে অক্টোবরের ২ তারিখে। এই জন্য অক্টোবর মাসের জাবেদা হবেঃ

    A
    কোন জাবেদার প্রয়োজন নেই

    B
    বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট

    C
    বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    D
    বকেয়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    Note: সেপ্টেম্বর মাসের শেষ দিনে জাবেদা হবে, বেতন হিসাব ডেবিট ৪০০০ টাকা, বকেয়া হিসাব ক্রেডিট ৪০০০ টাকা। অক্টোবর মাসে বেতনের টাকা পরিশোধের সময় জাবেদা দাখিরা হবে বকেয়া বেতন হিসাব ডেবিট ৪০০০ টাকা, টু নগদান হিসাব ক্রেডিট ৪০০০ টাকা।
    1. Report
  8. Question: “টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনও সেবা প্রদান করা হয়নি।” এটি নিম্নের কি উপাযে হিসাবভুক্ত হবে ঃ

    A
    অগ্রিম খরচ

    B
    অনার্জিত রাজস্ব

    C
    বকেয়া আয়

    D
    অর্জিত রাজস্ব

    Note: টাকা অগ্রিম গ্রহণ করে সেবা প্রদানের পূর্বপর্যন্ত ইহা অগ্রিম আয় হিসেবে বিবেচিত হয়। অগ্রিম আয়ের অপর নাম অনার্জিত রাজস্ব বা অনুপার্জিত রাজস্ব।
    1. Report
  9. Question: তিন মাসের ভাড়া দেয়া হয়েছে ৩০০০ টাকা, যার মধ্যে এক মাসের ভাড়া পররর্তী বছরের জন্য। এ বছরের অগ্রীম ভাড়া কত?

    A
    Tk. 3000

    B
    Tk. 1000

    C
    Tk. 2000

    D
    Tk. 4000

    Note: তিন মাসের ভাড়া ৩,০০০ টাকা। অর্থাৎ প্রতিমাসের ভাড়া ১,০০০ টাক। এক মাসের ভাড়া অগ্রীম। অর্থাৎ অগ্রীম ভাড়া হবে ১,০০০ টাকা
    1. Report
  10. Question: রাজস্ব খরচকে ভুলক্রমে মুলধনী খরচ হিসাবে দেখালে হিসাবে ক্ষেত্রে এর প্রভাব কী হতে পারে?

    A
    নীট মুনাফা বেড়েছ এবং নীট সম্পদ কমেছে

    B
    নীট মুনাফা বেড়েছ এবং নীট সম্পদ বেড়েছে

    C
    নীট মুনাফা কমেছে এবং নীট সম্পদ বেড়েছে

    D
    নীট মুনাফা কমেছে এবং নীট সম্পদ কমেছে

    Note: রাজস্ব খরচকে মূধনী খরচ হিসেবে দেখানো হলে, নীট মুনাফা কমে যাবে এবং নীট সম্পদ বেড়ে যাবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd