হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ধারে সেবা প্রদান করলে তার প ্রবাবে-

    A
    নগদ ও মালিকের মূলধন উভয়িই কমে

    B
    নগদ ও মালিকের মূলধন উভয়ই বাড়ে

    C
    প্রাপ্য বিল ও মালিকের মূলধন উভয়ই বাড়ে

    D
    প্রদেয় বিল ও মূলধন বাড়ে

    Note: ধারে সেবা প্রদান করলে প্রাপ্য হিসাব এবং সেবা আয়ের জন্য মালিকানা স্বত্ত্ব হিসাব বৃদ্ধি পায়।
    1. Report
  2. Question: মূলধন জাতীয় আয়-

    A
    লভ্যাংশ প্রাপ্তি

    B
    শেয়ার প্রিমিয়াম

    C
    অনাদায়ী পাওনা

    D
    বিনিয়োগের সুদ

    Note: এখানে, শেয়ার প্রিমিয়িাম মূলধন জাতীয় আয় (দায়)। অন্য সব মুনাফা জাতীয় আয়।
    1. Report
  3. Question: সমাপনী দাখিলা প্রয়োজন হয়-

    A
    ব্যয় বাচক হিসাবে

    B
    আয় বাচক হিসাবে

    C
    দায় বাচক হিসাবে

    D
    আয় ও ব্যয় বাচক হিসাবে

    Note: Not available
    1. Report
  4. Question: পূর্ব-পরিশোধ খরচ সমন্বয় না করলে-

    A
    ব্যয় বেশি ও সম্পদ কম

    B
    সম্পদ বেশি ও ব্যয় কম

    C
    মুনাফা কম ও আয় কম

    D
    মুনাফা বেশি ও দায় বেশি হয়

    Note: পূর্ব-পরিশোধ (অগ্রিম প্রদত্ত)Ñ খরচ কে চলতি সম্পদ হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ এর সমন্বয় না করা হলে সম্পদ (পূর্ব-পরিশোধিত খরচ) বেশি ও ব্যয় কম দেখানো হয়।
    1. Report
  5. Question: মুনাফা জাতীয় ব্যয়-

    A
    প্রাতমিক খরচাবলী

    B
    যন্ত্রপাত আমদানি শুল্ক

    C
    নবায়ন খরচ

    D
    মুলধনের উপর প্রদেয় সুদ

    Note: মুলধনের সুদ কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করা হয়।
    1. Report
  6. Question: যে লেনদেন সম্পত্তি ও দায় উভয় হিসাবকে সমপমিাণ অর্থ দ্বারা বৃদ্ধি করে-

    A
    নগদ পণ্য ক্রয়

    B
    অগ্রিম আয়

    C
    বকেয়া খরচ

    D
    ধারে বিজ্ঞাপন প্রদান

    Note: অগ্রিম আয়ের জাবেদা দাখিলা হবে নগদান (সম্পদ) হিসাব ডেবিট টু অগ্রিম আয় (দায়) ক্রেডিট। অর্থাৎ এর ফলে সম্পদ ও দায় উভয় প্রকার হিসাবকে সমপমিাণ অর্থ দ্বারা বৃদ্ধি করে।
    1. Report
  7. Question: যে হিসাবের জের ক্রেডিট হয় না-

    A
    সুদ আয় হিসাব

    B
    শেয়ার অধিকার হিসাব

    C
    ব্যাংক হিসাব

    D
    সরঞ্জাম হিসাব

    Note: স্থায়ী প্রকৃতির হিসাবে স্বাভাবিক অবস্থায় ক্রডিট জের হয় না। সরঞ্জাম হিসাব স্থায়ী হিসাব।
    1. Report
  8. Question: অগ্রীম বেতন দেওয়া হল ৫,০০০ টাকা। সমন্বয় দাখিলাটি কিভাবে লিখা হবে?

    A
    বেতন হিসাব dr. ৫,০০০ টাকা ও অগ্রীম হিসাব Cr. ৫,০০০ টাকা

    B
    অগ্রীম বেতন হিসাব dr. ৫,০০০ টাকা ও অগ্রীম বেতন হিসাব Cr. ৫,০০০ টাকা

    C
    বেতন হিসাব dr. ৫,০০০ টাকা ও নগদান হিসাব Cr. ৫,০০০ টাকা

    D
    উপরের কোনটিই নয়

    Note: বেতন হল ব্যয়। আর অগ্রীম ব্যয় সমন্বয করা হল ব্যয়কে ডেবিট ও অগ্রীশ প্রদত্ত ব্যয়কে ক্রেডিট করা হয়। কারণ অগ্রীম ব্যয় যখন প্রদান করা হয়েছিল তখন অগ্রীম ব্যয় ডেটিব করা হয়েছিল। তােই সমন্বয় কালে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিট করে অগ্রীম বেতনকে ক্রেডিট করা হয়। সুতরাং বেতন ব্যয় হওয়ায়- অগ্রীম বেতনের সমন্বয় এন্ট্রি হবে- বেতন হিসাব ডেবিট, অগ্রীম বেতন হিসাব ক্রেডিট।
    1. Report
  9. Question: একটি প্রতিষ্ঠানের বাকী আয়ের ক্ষেত্রে জাবেদা হবে-

    A
    নগদান ডেবটি এবং আয় ক্রেডিট

    B
    দেনাদার ডেবটি এবং আয় ক্রেডিট

    C
    পাওনাদার ডেবিট এবং আয় ক্রেডিট

    D
    কোনটিই নয়

    Note: বাকীতে আয় সংঘটিত বা বৃদ্ধি পেলে ডেবট করতে হয়। আর ব্যয়ের জন্য প্রতিদান প্রদান না হলে, পাওনাদারের সৃষ্টি হয় বা সংশ্লিষ্ট ব্যয়কে প্রদেয় করে ক্রেডিট করা হয়। অর্থাৎ বকেয়া বেতনের সমন্বয় জাবেদা হবে বেতন খরচ ডেবিট ও প্রদেয় বেতন হিসাব ক্রেডিট।
    1. Report
  10. Question: মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন- এ সমন্বয়টির সমন্বয় জাবেদা হবে-

    A
    মাল ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

    B
    পণ্য উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

    C
    মূলধন হিসাব ডেবিট, মাল ক্রয় হিসাব ক্রেডিট

    D
    মাল ক্রয় হিসাব ডবিট, পণ্য উত্তোলন হিসাব ক্রেডিট

    E
    মাল ক্রয় হিসাব ডবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট

    Note: মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে একদিকে উত্তালন বৃদ্ধি পায় যা মালিকের মূলধন হ্রাস ঘটায়। ফলে মালিকের মূলধন ডেবিট হবে। অন্যদিকে যেহেতু পণ্য উত্তোলন করা হয় সেহেতু ক্রয়মানক ব্যয় হ্রাস পায়। ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। ফলে হিসাব ক্রেডিট হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd