হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোন উক্তিটি একটি খুচরা নগদান তহবিল সম্পর্কে সত্যি নয়-

    A
    তহবিলটি অগ্রপ্রদত্ত ভিত্তিত ব্যবস্থাপনা করা হয়

    B
    তহবিলটি ছোট খাটো প্রদান যেমন- ডাক খরচ এবং খবরের কাগজের বিল ইত্যাদি প্রদানের জন্য ব্যবহৃত হয়।

    C
    তহবিলটিতে 1 বছর চলার মত যথেষ্ট টাকা থাকতে হবে।

    D
    সব সময় চেকের মাধ্যমে তহবিল পূরণ করা হয়।

    Note: নির্দিষ্ট সময় শেষে ব্যয়িত অর্থের হিসাব দাখিল করে প্রধান ক্যশিয়ারের কাঝ থেকে পরবর্তী সময়ের জন্য কুচরা ক্যাশিয়ার সমপরিমাণ অর্ত গ্রহণ করে থাকে। ফলে খুচরা নগদান তহবিলটি (ক) অগ্রপ্রদত্ত ভিত্তিতে ব্যবস্থাপনা করা হয় এবং উক্ত অর্থ ক্যশিয়ার (ঘ) সবসময় চেকের মাধ্যমে গ্রহণ করে থাকে। খুচরা নগদান তহবিলটি সাধারণত প্রতিষ্ঠানের (খ) ছোট-খাট কাজগুলো করার জন্য ব্যবহৃত হয়। তহবিলটির জন্য মাসের শেষে ব্যয়িত অর্থের সমপরিমাণ অর্থ গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। তহবিলটির জন্য মাসের শেষে ব্যয়িত অর্তের সমপরিমাণ অর্থ গ্রহণ করায় এতে (গ) এক বছর চলার মত অর্থ থাকার প্রয়োজন হয় না।
    1. Report
  2. Question: হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি?

    A
    রেওয়ামিল

    B
    জাবেদা

    C
    খতিয়ান

    D
    উদ্বর্তপত্র

    E
    এটি কোন লেনদেন নয়

    Note: সাধারণত হিসাব চক্রের ধাপগুলো হলো (ধারাবাহিক ভাবে) 1.জাবেদা 2. খাতিয়ান 3. রেওয়ামিল 4. চূড়ান্ত হিসাব 5. আর্থিক বিশ্লেষণ।
    1. Report
  3. Question: 3 বছরের জন্য বীমা খরচ নগদ প্রদান করলে সেক্ষেত্রে জাবেদা হবে-

    A
    বীমা খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    অগ্রীম বীমা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    C
    নগদান ডেবিট, অগ্রীম বীমা খরচ ক্রেডিট

    D
    নগদান ডেবিট, বীমা খরচ ক্রেডিট

    E
    এটি কোন লেনদেন নয়

    Note: সাধারণত হিসাবকাল গণনা করা হয় এক বছর ধরে। অতএব, তিন বছরের জন্য বীমা খরচ প্রদান করায় নগদ টাকা (সম্পত্তি) হ্রাস পেয়েছে। যার জন্য ক্রেডি করতে হবে নগদান হিসাব। অপরদিকে বীমা খরচ/ব্যয় সংঘঠিত হওয়ার আগে পরিশোধ করায় তা অগ্রীম খরচ হিসাবে গণ্য হবে। আর অগ্রীম খরচকে সম্পত্তি হিসেবে ধরা হয়। তাই সম্পত্তি হিসাবে (অগ্রীম খরচ) ডেবিট করতে হবে।
    1. Report
  4. Question: গ্রাহকদের নিকট থেকে স্বীকৃতি পেলে কোন বইতে লেখা হয়

    A
    ক্রয় ফেরত বহি

    B
    বিক্রয় ফেরত বহি

    C
    প্রদেয় বিল বই

    D
    প্রাপ্য বিল বহি

    Note: (ক) ক্রয় ফেরত বইতে লেখা হয় ক্রীতমাল বিক্রেতাকে কোন লেখা হয়কারণবশত ফেরত দিলে। আর বিক্রিত পণ্য ক্রেতা কোন কারণবস ফেরত পাঠালে লেখা হয় (খ) বিক্রয় ফেরত বইতে। বাকীতে পণ্য/মাল ক্রয় করে বিলে স্বীকৃতি দিলে লেখা হয় (গ) প্রদেয় বিল বইতে। আর বাকীতে মাল বিক্রয় েকরে ক্রেতার কাছ থেকে বিলে স্বীকৃতি পেলে লেখা হয়। (ঘ) প্রাপ্য বিল বইতে। অর্থাৎ গ্রাহকগণের নিকট হতে বিল স্বীকৃতি পেলে লেখা হয় প্রাপ্য বিল বইতে।
    1. Report
  5. Question: নগদ বাট্টা-

    A
    বিক্রয় বহিতে লিপিদ্ধ হয়

    B
    বিক্রয় বহিতে লিপিবদ্ধ হয় না

    C
    ক ও খ উভয়ই

    D
    উপরের কোনটিই নয়

    Note: দেনা-পাওনা নগদে আদান প্রদান কালে নগদ বাট্টার উদ্ভব হয়। ফলে নগদ বাটটা নগদান বহিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে। কিন্তু বিক্রয় বই, ক্রয় বই কোন প্রকার বইতেই লিপিবদ্ধ করা হয় না।
    1. Report
  6. Question: ভাড়া ব্যয় হিসাবে ক্রেডিট জের থাকা মানে বোঝায়-

    A
    ঐ তারিখে আমাদের ভাড়া বকেয়া আছে

    B
    ঐ তারিখে আমাদের ভাড়া আগাম দেওয়া আছে

    C
    আমরা অনেক বেশি ভাড়া দিয়েছি

    D
    আমরা ভাড়া বাবদ অল্প টাকাই দিয়েছি

    Note: একটি হিসাবকালের শেষে প্রদত্ত সমন্বয় দাখিলাকে উল্টো করে পরবর্তী হিসাবকালের শুরুতে বিপরীত দাখিলা প্রদান করে নতুনর বছরের শুরুতে কিছু কিছু হিসাবের (খতিয়ানে) কিছু অস্বাভাবিক হিসাবের জের দেখা দেয়। যেমন, বকেয়া ব্যয়ের বিপরত দাখিলা প্রদান করায় ব্যয় হিসাবের ক্রেডিট জের, বকেয়া আয়ের বিপরীত দাখিলা প্রদান করায় আয় হিসাবে ডেবিট জের। যা কি না নিতান্তই অস্বাভাবিক। সুতরাং বকেয়া ভাড়া ব্যয় হিসাবের ব্পিরীত দাখিলঅ প্রদানের ফলে ভাড়া ব্যয় হিসাবে ক্রেডিট জের থাকা মানে কোঝায় যে ভাড়া ব্যয় বকেয়া আছে।
    1. Report
  7. Question: সরবরাহকারীদের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়-

    A
    নামিক খতিয়ান

    B
    সাধারণ খতিয়ান

    C
    বিক্রয় খতিয়ান

    D
    উপরের সবগুলো

    Note: Not available
    1. Report
  8. Question: গ্রাহকগণের ব্যক্তিগত হিসাব সমূহ পাওয়া যায়-

    A
    নামিক খতিয়ান

    B
    ক্রয় খাতিয়ান

    C
    বিক্রয় খাতিয়ান

    D
    নগদান বহিতে

    E
    সাধারণ খাতিয়ান

    Note: Not available
    1. Report
  9. Question: সুদ অর্জিত কিন্তু এখন ও পাওয়া যায় নাই, সেক্ষেত্রে জাবেদা প্রয়োজ্য-

    A
    নগদান হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট

    B
    সুদ আয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    C
    প্রাপ্ত সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট

    D
    সুদ আয় হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট

    E
    প্রদেয় সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট

    Note: Not available
    1. Report
  10. Question: রহমান লিমিটেড 50,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। উহার পরিবহন খরচ 200 টাকা, এবং সংস্থাপন 2,000 টকা মেশিনটি চালু করার আগে রং খরচ 1,000 টাকা। এক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?

    A
    50,000 টাকা

    B
    52,000 টাকা

    C
    52,200 টাকা

    D
    53,000 টাকা

    E
    51,800 টাকা

    Note: কোন সম্পত্তি ক্রয় বা অর্জন করতে বা কার্য উপযোগী বা ব্যবহার মেশিন হিসাবে লিপিবদ্ধ বা ডেবিট করতে যে পরিমাণ টাকা খরচ হয় ঠিক তত টাকা দ্বারাই মেশিন হিসাবে লিপিবদ্ধ বা ডেবিট করতে হবে। প্রশ্নটিতে বলা হয়েছে একটি মেশিন (সম্পত্তি) ক্রয় 50,000 টাকা, বহন খরচ 200 টাকা, সংস্থাপন খরচ 2,000 টাকা ও রং খরচ 1,000 টাকা। এসবকগুলো খরচের সমষ্টিকেই মেশিন হিসাবে ডেবিট করতে হবে। সুতরাং মেশিন হিসাবে (50,000+200+2000+1000) =53,200 টাকা ডেবিট করতে হবে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd