Question: একটি ব্যতীত নিম্নের সবগুলো দ্বারা ত্বরৎি সম্পত্তি (তারল্য) অনুপাতের অগ্রগতি হয়
A
B
C
D
E
প্রাপ্য হিসাবের বৃদ্ধি
B
প্রদেয় হিসাবের হ্রাস
C
সাধারণ শেয়ার বিক্রি এবং বিক্রয়যোগ্য সিকিউরিটি ক্রয়
D
মজুদ পণ্যের বৃদ্ধি
E
কোনটিই নয়
Note: আমরা জানি যে ত্বরিৎ অনুপাত বা তারল্য অনুপাত
= ত্বরিৎ সম্পত্তি/ত্বরিৎ দায়
প্রশটির সঠিক উত্তরে জন্য প্রদত্ত অপশনগুলোর মধ্যে (ক) অপশন টির ফলে আলোচ্য অনুপাতের বৃদ্ধি ঘটায় কারণ প্রাপ্য হিসাব হল ত্বরিৎ সম্পত্তি, যা বাড়লে ত্বরিৎ সম্পত্তি বাড়ে। অপশন (খ) এর দ্বারা উক্ত অুনপাতের অগ্রগতি হয় কারণ, প্রদেয় হিসাব যা ত্বরিৎ দায়ের অন্তর্ভুক্ত। আর এ দায় হ্রাস মানে ত্বরিৎ অনুপাতের হ্রাস। অপশন (গ) তে শেয়ার বিক্রি করলে নগদ টাকা বাড়ে, এবং সিকিউরিটিজ ক্রয় করলে স্বল্পমেয়াদী বিনিয়োগ বাড়ে ফলে ত্বরিৎ সম্পত্তি বৃদ্ধি পায় যা ত্বরিৎ অনুপাতকে প্রভাবিত করে। অর্থাৎ ত্বরিৎ অনুপাতের অগ্রগতি হয়। অপশন (ঘ) মজুদ পণ্য বৃৃদ্ধির ফলে ত্বরিৎ অনুপাতের উপর কোন প্রভাব পড়ে না, কারণ মুজদ পণ্যে চলতি সম্পদের অন্তর্গত, ত্বরিৎ সম্পদের নয়।