উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: পূর্ব নির্ধারিত বাজেটের সাথে তুলনা করে ব্যয় নিয়ন্ত্রণ করা হয় কোথায়?

    A
    প্রভেদ ব্যয়

    B
    স্থায়ী ব্যয়

    C
    প্রান্তিক ব্যয়

    D
    প্রমাণ ব্যয়

    E
    সুযোগ ব্যয়

    Note: প্রতিটি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিককরণ। আর এজন্য প্রয়োজন হয় বাজেট অনুসারে ব্যয় নিয়ন্ত্রণ। তাই পূর্ব নির্ধারিত বাজেটের সাথে তুলনা করা হয় প্রমাণ ব্যয়ের ক্ষেত্রে।
    1. Report
  2. Question: উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক। বিক্রয় ৬,২০০ একক, সমাপণী মজুদ ৮০০ একক। উৎপাদন ব্যয় ৩০,০০০ টাকা। একক প্রতি উৎপাদন ব্যয় কত টাকা?

    A
    ৪ টাকা

    B
    ৫ টাকা

    C
    ৬ টাকা

    D
    ৭ টাকা

    E
    ৮ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: একটি পণ্যের বিক্রয়মূল্য ক্রয় মূল্যের ৩০০%। পণ্যটির ক্রয়মূল্য ৯০ টাকা হলে লাভের পরিমাণ-

    A
    ২১০ টাকা

    B
    ২৭০ টাকা

    C
    ২৮০ টাকা

    D
    ১৮০ টাকা

    E
    ২৭ টাকা

    Note: বিক্রয় মূল্য ক্রয় মূল্যের ৩০০%। ক্রয় মূল্য ৯০ টাকা হলে বিক্রয়মূল্য= ৯০x৩০০%=২৭০ টাকা। সুতরাং লাভ=২৭০-৯০=১৮০ টাকা।
    1. Report
  4. Question: প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা, ক্রয়কৃত পণ্যের ব্যয় ৩৮০,০০০ টাকা, বিক্রয় ৫০০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা। বিক্রয়ের উপর মুনাফার হার কত?

    A
    ১৮%

    B
    ২২%

    C
    ২৪%

    D
    ২৬%

    E
    ২৭%

    Note: এখানে মুনাফা= =(বিক্রয়+সমাপনী মজুদ)-(প্রারম্ভিক মজুদ+ক্রয় ব্যয়) = (৫,০০,০০০+৫০,০০০)-(৬০,০০০+৩,৮০,০০০) =(৫,৫০,০০০-৪,৪০০,০০) টাকা =১,১০,০০০ টাকা সুতরাং বিক্রয়ের উপর মুনাফার হার= মুনাফা/বিক্রয়=১১০০০০/৫০০০০=০.২২=২২%
    1. Report
  5. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রাথমিক খরচ প্রত্যক্ষ কাঁচামালে ৩ গুণ কাঁচামালের ব্যয় ১১০০ টাকা হলে প্রত্যক্ষ মজুরীর পরিমাণ-

    A
    ৩০০০ টাকা

    B
    ২০০০ টাকা

    C
    ১০০০ টাকা

    D
    ৩৩০০ টাকা

    E
    ২২০০ টাকা

    Note: এখানে, প্রত্যক্ষ মজুরীর পরিমাণ=প্রাথমিক খরচ-কাঁচামাল খরচ =(১১০০x৩)=(৩৩০০-১১০০)=২২০০ টাকা।
    1. Report
  6. Question: নিম্নের কোনটি Merchandise Inventory?

    A
    Inventory of raw materials

    B
    In ventory of work-in-progress

    C
    Inventory of finished goods in the factory of the business

    D
    Inventory of stationaries

    E
    কোনটিই নয়

    Note: Merchandiser inventory বলতে সম্পন্ন পণ্যের মজুদ পণ্যকে বোঝায়। যা বিক্ররে জন্য প্রস্তুত।
    1. Report
  7. Question: নিম্নের কোনটি সঠিক?

    A
    All expenditures are expenses

    B
    All expenses are not expenditure

    C
    Expenses and expenditure are same

    D
    All expenses are expenditure

    E
    Capital expenditures are expenses

    Note: কারবার পরিচালনার জন্য যে ব্যয় হয়, তাহল খরচ Expenses আর সম্পত্তি ক্রয় বা অর্জন বা উন্নয়নের জন্য বা ব্যবসায় গঠন করার জন্য যে ব্যয় হয় তাহল Expenditure. সুতরাং All expenses are not expenditure
    1. Report
  8. Question: নিম্নের কোনটি সঠিক?

    A
    All expenditures are expenses

    B
    All expenses are not expenditure

    C
    Expenses and expenditure are same

    D
    All expenses are expenditure

    E
    Capital expenditure are expenditure

    Note: কারবার পরিচালনার জন্য যে ব্যয় হয় তাহল খরচ বা Expenses আর সম্পত্তি ক্রয় বা অর্জন বা উন্নয়ননের জন্য বা ব্যবসায় গঠন করার জন্য যে ব্যয় হয় তাহল Expenditure. সুতরাং All expenses are not Expenditure.
    1. Report
  9. Question: নিম্নের কেরনাটি নির্ভুল নয়

    A
    ক্রয়কৃত পণ্যের ব্যয়=বিক্রিত পন্যের ব্যয়+সমাপনী মজুদ-প্রারম্ভিক মজুদ

    B
    বিক্রয়যোগ্য পন্যের ব্যয়-ক্রয়কৃত পন্যের ব্যয=প্রারম্ভিক মজুদ

    C
    নীট বিক্রয়-বিক্রিত পন্যের ব্যয়=মোট মুনাফা

    D
    বিক্রিত পন্যের খরচ=বিক্রয়যোগ্য পন্যের খরচ+সমাপনী খরচ

    E
    কোনটিই নয়

    Note: এখানে ঘ নং এর তথ্য বাদে সবগুলোই নির্ভুল। কারণ, ঘ নং তথ্যে বলা আছে, বিক্রীত পন্যের খরচ=বিক্রয়যোগ্য পন্যের খরচ=বিক্রয়যোগ্য পন্যের খরচ+সমাপনী মজুদযা সঠিক নয়। বিক্রয়যোগ্য পন্যের করচ থেকে সমাপনী মজুদ বিয়োগ করে বিক্রিত পন্যের খরচ পাওয়া যায়।
    1. Report
  10. Question: বাজার মূল্য হ্রাস অবস্থা কোন পদ্ধতি অধিকা কার্যকরী?

    A
    FIFO

    B
    LIFO

    C
    HFO

    D
    Average price

    E
    Cost price

    Note: সাধারণত দাম কমে গেলে বা বাজার মূল্য হ্রাস অবস্থায় FIFO বা First in First out পদ্ধতি প্রয়োগ অধিক লাভজনক
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd