উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: একজন শ্রমিক ৪০ ঘণ্টার সপ্তাহে ঘন্টা প্রতি ১৪ টাকা মজুরি পায় এবং অতিরিক্ত সময়ের জন্য ঘণ্টা প্রতি ২১ টাকা মজুরি পায়। এক সপ্তাহে উক্ত শ্রমিক ৪৫ ঘন্টা কাজ করলে মেট মজুরি পাবে-

    A
    ৫৬০ টাকা

    B
    ৬৩০ টাকা

    C
    ৬৫০ টাকা

    D
    ৬৬৫ টাকা

    Note: মোট মজুরি = নিয়মিত মজুরি+অতিরিক্ত মজুরি = (৪০x১৪)= (৫x২১) = ৫৬০+১০৫=৬৬৫ টাকা
    1. Report
  2. Question: প্রারম্ভিক মজুদ পণ্য ২৪০০০ টাকা, মোট ক্রয় ৩,১৮,০০০ টাকা, আন্তঃপরিবহন ব্যয় ১৮,০০০ টাকা, ক্রয় ফেরত ১০,০০০ টাকা এবং বিক্রয় ৩,২০,০০০ টাকা। মজুদ পণ্যের মূল্য কত?

    A
    ১,৫০,০০০ টাকা

    B
    ১,০০,০০০ টাকা

    C
    ১,০৮,০০০ টাকা

    D
    ৩,৪০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: উৎপাদন ব্যয়+প্রারম্ভিক দ্রব্য-সমাপনী উৎপাদিত দ্রব্য=কি?

    A
    মোট ব্যয়

    B
    বিক্রিত দ্রব্যেল ব্যয়

    C
    কারখানা ব্যয়

    D
    বিক্রয় ব্যয়

    Note: উৎপাদন ব্যয়+প্রারম্ভিক ব্যয়-সমাপনী উৎপাদিত দ্রব্য=বিক্রিত দ্রব্যের ব্যয়
    1. Report
  4. Question: কৃষিজাত ফসলের ক্রয়মূল্য নির্ণয়ে জটিলতা থাকায় সর্বদা উহার বাজারমূল্য দেখানো হয় কারণ-

    A
    মিলকরণ নীতি

    B
    রাজস্ব স্বীকৃতি নীতি

    C
    বস্তুনিষ্ঠার সীমাবদ্ধতা

    D
    শিল্পে প্রয়োগের সীমাবদ্ধতা

    Note: মিলকরণনীতি অনুসারে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করা হয়। রাজস্ব স্বীকৃতি নীতি অনুসারে আয় বা ব্যয় যে হিসাবকালে সংঘটিত হয় সে হিসাবকালেই লিপিবদ্ধ করা হয়। বস্তুনিষ্ঠার সীমাবদ্ধতা অনুসারে লেনদেনসমূহ পেপারওয়েট প্রভৃতি দীর্ঘ মেয়াদে ব্যবহার করা গেলেও এদেরকে সম্পত্তি হিসেবে না দেখিয়ে মানুফাজাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়। সুতরাং শিল্পে প্রয়েঅগের সীমাবদ্ধতার কারণে, কৃষিজাত ফসলের ক্রয়মূল্য নির্ণয়ে জটিলতা থাকায় সর্বদা উহার বাজারমূল্য দেখানো হয়।
    1. Report
  5. Question: নিচের কোনটি মূখ্য ব্যয়ের অংশ নয়?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল

    B
    প্রত্যক্ষ মজুরী

    C
    বিজ্ঞাপন খরচ

    D
    উৎপাদন

    Note: উৎপাদন ব্যবহৃত সকল প্রত্যক্ষ ব্যয়ই মূখ্য ব্যয়ের অংশ
    1. Report
  6. Question: নিচের কোনটি প্রশাসনিক উপরিব্যয?

    A
    অফিসের ভাড়া

    B
    বিজ্ঞাপন

    C
    পরিবহণ খরচ

    D
    চাঁদা

    Note: ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যাবতীয় খরচাবলী প্রশাসনিক উপরি ব্যয়ের অন্তর্গত। প্রশ্নটিতে বিজ্ঞাপন, পরিবহণ খরচ ও চাঁদা কোনটিই প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্গত নয়। কেবলমাত্র অফিসের ভাড়া প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্গত।
    1. Report
  7. Question: প্রত্যক্ষ কাঁচামাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ৬,০০০ টাকা, কারখানার উপরি ব্যয় ১০,০০০ টাকা। মূখ্য ব্যয় ও রূপান্তরিত ব্যয় কত?

    A
    ৮৬,০০০ টাকা ও ৭৬,০০০ টাকা

    B
    ৮৪,০০০ টাকা ও ৮০,০০০ টাকা

    C
    ৫৬,০০০ টাকা ও ৬৬,০০০ টাকা

    D
    ৬৬,০০০ টাকা ও ৫৬,০০০ টাকা

    Note: এখানে, মূখ্য ব্যয়=প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষমজুরী+প্রত্যক্ষ খরচ = ২০,০০০+৪০,০০০+৬,০০০=৬৬,০০০ টাকা রূপান্তরিত ব্যয়=প্রত্যক্ষ মজুরি +প্রত্যক্ষ খরচ+কারখানা =৪০,০০০+৬,০০০+১০,০০০ =৫৬,০০০ টাকা।
    1. Report
  8. Question: নীট বিক্রয় ৮০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়ের ৭৫া% হলে, মোট লাভের অনুপাত কত?

    A
    ২৫%

    B
    ২০%

    C
    ৭৫%

    D
    ৮০%

    Note: Not available
    1. Report
  9. Question: প্রত্যক্ষ মুজরি ৬,০০০ টাকা, কাঁচামাল ২৫,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৩,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ৩,০০০ টাকা হলে, রূপান্তর ব্যয় কত?

    A
    ১২,০০০ টাকা

    B
    ৩,০০০ টাকা

    C
    ৩৭,০০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    Note: রূপান্তর ব্যয়=প্রত্যক্ষ শ্রম+অন্যান্য প্রত্যক্ষ করচ+কারখানা উপরিব্যয়=৬,০০০+৩,০০০+৩,০০০=১২,০০০ টাকা
    1. Report
  10. Question: মোট লাভ ও বিক্রয় পণ্যের ব্যয়ের পরিমাণ যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৪,০০,০০০ টাকা হলে, ক্রয়মূল্যের উপর লাভের হার কত?

    A
    ২০%

    B
    ৫০%

    C
    ২৫%

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd