উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ৪০০ একক, ৮০০ একক ও ২,০০০ একক হলে উৎপাদনের পরিমাণ হচ্ছে-

    A
    ৮০০ একক

    B
    ১,৬০০ একক

    C
    ২,৪০০ একক

    D
    ২০০ একক

    Note: উৎপাদনের পরিমাণ=বিক্রয়+সমাপনী মজুদ-প্রারম্ভিক মজুদ =(২,০০০+৮০০-৪০০) একক=২,৪০০ একক
    1. Report
  2. Question: বিক্রয় ৫,০০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৪,০০,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা ও সমপনী মজুদ ৫,০০০ টাকা। বিক্রিত পণ্যের ক্রয়মূল্য কত?

    A
    ১,৩০,০০০ টাকা

    B
    ১,২০,০০০ টাকা

    C
    ১,২৫,০০০ টাকা

    D
    ১,৪০,০০০ টাকা

    Note: বিক্রিত পন্যের ব্যয় =প্রারম্ভিক মজুদ+ক্রয়-ক্রয় ফেরত-সমাপনী মজুদ = ১০,০০০+১,২০,০০০-৫,০০০-৫,০০০) =১,২০,০০০ টাকা
    1. Report
  3. Question: যদি ক্রয়, ক্রয় ফেরত, প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং বহি: পরিবহণ খরচ যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা হয় তবে বিক্রীত দ্রব্যের ব্যয়-

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৬০,০০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ৪০,০০০ টাকা

    E
    ৩০,০০০ টাকা

    Note: বিক্রীত দ্রব্যের ব্যয় =ক্রয়-ক্রয় ফেরত+প্রারম্ভিক মজুদ-সমাপনী মজুদ =(১,০০,০০০-১০,০০০+১০,০০০-৫০,০০০) টাকা=৫০,০০০ টাকা নোট: বহি:পরিবহন বা বিক্রয় পরিবহন বিক্রীত পণ্যের ব্যয় নির্ধারণ আসবে না, কারণ ইহা বিক্রয় উপরি ব্যয়ের অন্তর্গত। তাই ইহা মোট খরচ নির্ণয়ের উপাদান।
    1. Report
  4. Question: ১৫ টাকার ৩০০% হবে-

    A
    ৫ টাকা

    B
    ৪৫ টাকা

    C
    ৩ টাকা

    D
    ৩০ টাকা

    E
    কোনটিই নয়।

    Note: Not available
    1. Report
  5. Question: একটি কোম্পানির উৎপাদন ব্যয় ৬০০,০০০ টাকা, বিক্রিত মালের মূল্য ৫৫০,০০০ টাকা, সমাপনী মজুদ ২৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ কত টাকা?

    A
    ৩০০,০০০ টাকা

    B
    ১৫০,০০০ টাকা

    C
    ২৫০,০০০ টাকা

    D
    ৩৫০,০০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: প্রারম্ভিক মজুদ=বিক্রিত মালের মূল্য+সমাপনী মজুদ -উৎপাদনব্যয় =৫৫০০০০+২৫,০০০-৬০০০০=২০০০০০ টাকা।
    1. Report
  6. Question: কোন খরচটি উপরি খরচ নহে?

    A
    কারখানা শ্রমিকের মজুরী

    B
    কারখানার বৈদ্যুতিক খরচ

    C
    কারখানার ভাড়া

    D
    কারখানার অগ্নিবীমা সেলামী

    E
    কারখানার ঝাড়ুদারের বেতন

    Note: কারখানা শ্রমীকের মজুরী বাদে বাকী সবগুলো উপরি খরচের অন্তর্ভুক্ত। সুতরাং কারখানা শ্রমিকের মজুরী উপরী খরচ নহে। অতএব, প্রশ্নটির জন্য সঠিক উত্তরের অপশন টি হল ‘ক’
    1. Report
  7. Question: উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ৬০০ একক। সমাপনী মজুদ ১২০০ একক। উৎপাদন ব্যয় ৩,০০,০০০ টাকা। মোট উৎপাদিত পণ্যের পরিমাণ ৩০,০০০ একক। একক প্রতি উৎপাদন ব্যয কত টাকা?

    A
    ৯.৮০ টাকা

    B
    ১০.২০ টাকা

    C
    ৯.৬১

    D
    ১০

    E
    ১১

    Note: Not available
    1. Report
  8. Question: বিক্রয় ৩,৬৪,৩৭৫ টাকা, বিক্রয় ব্যয় ২,৯১,৫০০ টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার কত?

    A
    ৩৩.৩৩%

    B
    ২৫%

    C
    ২৭.৫০%

    D
    ২০%

    E
    ১৫%

    Note: Not available
    1. Report
  9. Question: কোন সময় মালের মজুদ বিনকার্ড ও মাল খতিয়ান হিসাবে বেশী হলে সেক্ষেত্রে বাড়তি মজুত এর জন্য রাখা হয় কোনটি/

    A
    অতিরিক্ত ক্রয়

    B
    ডেবিট নোট

    C
    ক্রেডিট নোট

    D
    উদ্ধৃত্ত

    E
    অতি:বিক্রয়

    Note: যখন মালের মজুদ বিনকার্ড ও মাল খতিয়া হিসাবে বেশী হয় সেক্ষেত্রে বাড়তি মজুদের জন্য অতিরিক্ত ক্রয় রাখা হয়।
    1. Report
  10. Question: বাজার মূল্য উঠা অবস্থায় কোন পদ্ধতি অধিক কার্যকারী?

    A
    FIFO

    B
    LIFO

    C
    HFO

    D
    Average Price

    E
    Cost Price

    Note: বাজার মূল্য উঠা অবস্থায় প্রতিষ্ঠানে “শেষে আসলে আসে যায় (LIFO) পদ্ধতি ব্যবহার করা অধিক যুক্তিসংগত। কারণ এই পদ্ধতি নিট আয়কে অধিক দেখানো হতে বিরত রাখে এবং সমাপনী মজুদ পণ্যকে কম মূল্য প্রদর্শণ করে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd