উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: একটি ঠিকা ফার্মে কাঁচামালের ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ৬০,০০০ টাকা ও উপরি খরচ মূখ্য ব্যয়ের ৬০% হলে, উৎপাদন ব্যয় কত টাকা হবে?

    A
    ১০০,০০০ টাকা

    B
    ১৬০,০০০ টাকা

    C
    ১৩৬,০০০ টাকা

    D
    ১২০,০০০ টাকা

    Note: এখানে মূখ্য ব্যয়=কাঁচামাল ব্যয়+প্রত্যক্ষ মজুরি =৪০,০০০+৬০,০০০ =১,০০,০০০ উৎপাদন ব্যয় =মূখ্যব্যয়+উপরিখরচ =১,০০,০০০+(১,০০,০০০x১০%) =১,০০,০০০+৬,০০০ = ১,৬০,০০০ টাকা।
    1. Report
  2. Question: একটি পণ্য ২২৫০ টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে বিক্রয়মূল্যের উপর ১২.৫০% ক্ষতি হবে?

    A
    ১৭০০ টাকা

    B
    ২০০০ টাকা

    C
    ১৮০০ টাকা

    D
    ১৭৫০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: একটি কারকানায় ১০০ জন শ্রমিক সাপ্তাহিক ৪৫ ঘন্টা কাজ করে। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরীর হার ১০ টাকা। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা ৬৫ ঘন্টা চালু থাকে। ওবার টাইম মজুরীর হার স্বাভাবিক হারের দ্বিগুণ হলে ঐ কারখানায় প্রথম সপ্তাহের মোট ওভার টাইম মজুরীর পরিমাণ কত?

    A
    ৪০,০০০ টাকা

    B
    ৩৫,০০০ টাকা

    C
    ৩৮,০০০ টাকা

    D
    ৩৯,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূখ্য ব্যয় প্রত্যক্ষ কাঁচামালের ৩ গুণ, কাঁচামলের ব্যয় ১,১০০ টাকা হলে প্রত্যক্ষ মজুরি কত?

    A
    ২,০০০ টাকা

    B
    ২,২০০ টাকা

    C
    ১,০০০ টাকা

    D
    ৩,০০০ টাকা

    Note: কাঁচামালের ব্যয় ১ গুণ হলে মুখ্য ব্যয় ৩ গুণ। সুতরাং প্রত্যক্ষ মজুরি ৩ গুণ -১গুণ= ২ গুণ। সুতরাং প্রত্যক্ষ মজুরির পরিমাণ=১১০০ টাকা হলে প্রত্যক্ষ মজুরি কত?
    1. Report
  5. Question: কাঁচামালের প্রারম্ভিক মজুদ ৫০০০ টাকা, সমাপনী মজুদ ৩০০০ টাকা, ক্রয় ৫০০ টাকা ও প্রত্যক্ষ কারখানা মজুরী ৫০০ টাকা। মূখ্য ব্যয় কত?

    A
    ২৫০০ টাকা

    B
    ৩০০০ টাকা

    C
    ৪০০০ টাকা

    D
    ৩৫০০ টাকা

    Note: মূখ্য ব্যয়=ব্যবহৃত কাঁচামাল+প্রত্যক্ষ শ্রম =২,৫০০+৫০০=৩,০০০ টাকা। =৫,০০০+৫০০-৩০০০ =২,৫০০ টাকা
    1. Report
  6. Question: প্রারম্ভিক মজুদ ৩৫০০ টাকা, ছোট যন্ত্রপাতির অবচয় ৪০ টাকা, ক্রয় ৯০০০ টাকা, বহিঃফেরত ১০০ টাকা, মজুরি ৩২০০ টাকা, অপ্রদত্ত মজুরি ১০০ টাকা, বিক্রয় ২০২০০ টাকা হলে মোট লাভ কত?

    A
    ৪৪৬০ টাকা

    B
    ৪৫৬০ টাকা

    C
    ৪৩৬০ টাকা

    D
    ৪২৬০ টাকা

    Note: মোট লাভ=বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয় = ২০,২০০-১৫,৭৪০ =৪,৪৬০ টাকা। বিক্রীত পণ্যের ব্যয় =ক্রয়+প্রারম্ভিক মজুদ-বহিঃফেরত মজুরি+অগ্রপ্রদত্ত মজুরি+অবচয় =৯,০০০+৩,৫০০-১০০+৩,২০০+১০০+৪০ =১৫,৭৪০ টাকা।
    1. Report
  7. Question: নিচের কোনটি প্রশাসনিক উপরিব্যয় নয়?

    A
    অফিস ভাড়া

    B
    কাঁচামাল ক্রয়

    C
    বীমা সেলামি

    D
    বেতন

    Note: এখানে, কাঁচামাল বাদে বাকী সবই প্রশাসনিক উপরি ব্যয়ের উদাহরণ।
    1. Report
  8. Question: বিক্রিত পণ্যের ক্রয়মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে-

    A
    ক্রয় বাট্টা নীট ক্রয় থেকে বাদ দেয়া হয়।

    B
    বহিঃপরিবহণ নীট ক্রয়ের সাথে যোগ করা হয়

    C
    ক্রয় ফেরত নীট ক্রয় থেকে বাদ দেয়া হয়

    D
    আন্তঃপরিবহণ নীট ক্রয়ের সাথে যোগ করা হয়

    Note: বিক্রীত পণ্যের ব্যয় নিরূপণে নীট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচসমূহ যোগ করা হয়। এখানে, ক্রয় পরিবহণ প্রত্যক্ষ করচের অন্তর্ভুক্ত। সুতরাং বিক্রীত পণ্যের ব্যয় নিরূপণে ক্রয় পরিবহণ যোগ হবে নীট ক্রয়ের সাথে।
    1. Report
  9. Question: প্রারম্ভিক মজুদ বেশি দেখানো হলে, বেশি দেখানো হয়-

    A
    সম্পত্তি

    B
    বিক্রিত পণ্যের ব্যয়

    C
    মোট মুনাফা

    D
    মালিকানা স্বত্ব

    Note: প্রারম্ভিক মজুদ পণ্য বেশি দেখানো হলো বিক্রী পণ্যের ব্যয় বেশি দেখানো হয় এবং মোট লাভ কম দেখানো হয়।
    1. Report
  10. Question: নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর: প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা, আন্তঃপরিবহণ ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ১৮,০০০ টাকা এবং প্রান্তিক মুনাফার হার ২০%

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৬০,০০০ টাকা

    C
    ৬২,৫০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd