উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: মোট বিক্রয়ের ২৫% মোট মুনাফা এবং বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ ৭৫০ টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত?

    A
    ১৮৭.৭ টাকা

    B
    ২০০ টাকা

    C
    ১৫০ টাকা

    D
    ২৫০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: ব্যয় বিবরণীতে সাধারণত: কোনটি অন্তর্ভুক্ত হয় না?

    A
    প্রত্যক্ষ মাল

    B
    প্রত্যক্ষ শ্রম

    C
    আরোপিত উপরি ব্যয়

    D
    প্রকৃত উপরি ব্যয়

    Note: ব্যয় বিবরণীতে সাধারণত আরেপিত উপরিব্যয় অন্তর্ভুক্ত হয় না।
    1. Report
  3. Question: নিম্নের কোনটি মজুদের শ্রেণী বিভাগে পড়েনা-

    A
    মজুদ পণ্য

    B
    কাঁচামাল

    C
    সম্ভার

    D
    চলতি কার্য

    Note: এখানে, সম্ভার মজুদ পণ্যের শ্রেণীর মধ্যে পড়ে না।
    1. Report
  4. Question: বিক্রয় মূল্য ১০০০০০ (যার মধ্যে মুনাফা বিহীন বিক্রয় ১০%), ক্রয়মূল্য ৬০% হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার কত?

    A
    ৬৬.৬৭%

    B
    ৬০%

    C
    ১৬৬.৬৭%

    D
    ৩৩.৩৩%

    Note: মুনাফাহীন বিক্রয় ১,০০,০০০x১০%=১০,০০০ টাকা মুনাফাসহ বিক্রয় ১,০০,০০০-১০,০০০=৯০,০০০। ক্রয়মূল্য=৯০,০০০x৬০%=৫৪,০০০। মুনাফা=৯০,০০০-৫৪,০০০=৩৬,০০০। ক্রয়মূল্যের উপর মুনাফার হার =(৩৬,০০০ভাগ ৫৪,০০০)x১০০=৬৬.৬৭%
    1. Report
  5. Question: স্টকহোল্ডারের স্বত্ত বলতে বোঝায়-

    A
    মালিকের দাবি

    B
    পাওনাদারের দাবি

    C
    কর্মচারীদের দাবি

    D
    সরকারেরি দাবি

    Note: স্টকহোল্ডারের দাবি বলতে মালিকের দাবিকেই বোজায়।
    1. Report
  6. Question: একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের প্রারম্ভিক কাঁচামালের মূল্য ২,০০০ টাকা, ক্রযকৃত কাঁচামালেল মূল্য ১৪,০০০ টাকা এবং সমাপনী কাঁচামালের মূল্য ২,৭০০ টাক। তাহলে ব্যবহৃত কাঁচামালের মূল্য কত?

    A
    ১১,৩০০ টাকা

    B
    ১৩,৩০০ টাকা

    C
    ১৬,০০০ টাকা

    D
    ১২,০০০ টাকা

    Note: অব্যবহৃত কাঁচামাল =প্রারম্ভিক কাঁচামাল+কাঁচামাল ক্রয়-সমাপনী কাঁচামাল=২,০০০+১৪,০০০-২,৭০০=১৩,৩০০ টাকা।
    1. Report
  7. Question: পরিবর্তনশীল ব্যয় পতি একক উৎপাদনে-

    A
    স্থির থাকে

    B
    হ্রাস পায়

    C
    বৃদ্ধি পায়

    D
    পরিবর্তন হয়

    Note: পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে।
    1. Report
  8. Question: একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের প্রারম্ভিক কাঁচামালের মূল্য ২,০০০ টাকা, ক্রযকৃত কাঁচামালেল মূল্য ১৪,০০০ টাকা এবং সমাপনী কাঁচামালের মূল্য ২,৭০০ টাক। তাহলে ব্যবহৃত কাঁচামালের মূল্য কত?

    A
    ১১,৩০০ টাকা

    B
    ১৩,৩০০ টাকা

    C
    ১৬,০০০ টাকা

    D
    ১২,০০০ টাকা

    Note: অব্যবহৃত কাঁচামাল =প্রারম্ভিক কাঁচামাল+কাঁচামাল ক্রয়-সমাপনী কাঁচামাল=২,০০০+১৪,০০০-২,৭০০=১৩,৩০০ টাকা।
    1. Report
  9. Question: রমনা কোম্পানির বিক্রয় টাকা ১,৫০,০০০ এবং বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় টাকা ১,৩৫,০০০ টাকা। যদি মোট মুনাফার হার ৩০% হয়, তবে সমাপনী মজুদের পরিমাণ কত?

    A
    টাকা ১৫,০০০

    B
    টাকা ৩০,০০০

    C
    টাকা ৪৫,০০০

    D
    টাকা ৭৫,০০০

    Note: দেয়া আছে, বিক্রয় ১,৫০,০০০ টাকা ও মোট মুনাফার ৩০% সুতরাং, মোট মুনাফা= (১,৫০,০০০x৩০%) টাকা=৪৫,০০০ টাকা। প্রশ্নটির প্রদত্ত তথ্যের ভিত্তিতে, সমাপনী মজুদ পন্যের পরিমাণ=বিক্রয়যোগ্য পন্যের মূল্য+মুনাফা-বিক্রয় =(১,৩৫,০০০+৪৫,০০০-১,৫০,০০০) টাকা (১,৮০,০০০-১,৫০,০০০) টাকা=৩০,০০০ টাকা
    1. Report
  10. Question: যদি ক্রয়মূল্য ৯০ টাকা এবং বিক্রয় মূল্য ১২০ টাকা হয় তবে নিম্নের কোনটি সঠিক?

    A
    মার্কআপ ২৫%

    B
    মার্জিন ৩৩.৩৩%

    C
    মার্কআপ ২৫%

    D
    মার্জিন ২৫%

    E
    C এবং D উভয়ই সঠিক

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd