উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: কোন উক্তিটি সঠিক নয়?

    A
    বিমা একটি স্থায়ী ব্যয়

    B
    সুপারভাইজারের বেতন অর্ধস্থায়ী ব্যয়

    C
    টেন্ডার পাওয়ার জন্য উপহার প্রদান আরোপনযোগ্য খরচ

    D
    বিক্রয়য়োত্তর সেবার ব্যয় উৎপাদন ব্যয

    E
    মজুরি পরিবর্তনশীল ব্যয়

    Note: এখানে বিক্রয়োত্তর সেবার ব্যয় উৎপাদন ব্যয় নয়। এটি বিক্রয় ও বন্টন উপর ব্যয়ের অন্তর্গত।
    1. Report
  2. Question: যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় ৫০,০০০ টাকা, বিক্রীত দ্রব্যের ৪০,০০০ টাকা ও বহিঃপরিবহণ ১০০০ টাকা হয়, তাহলে মোট লাভ কত?

    A
    ৯,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ১১,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: এখানে মোট লাভ=বিক্রয়মূল্য-বিক্রীত পণ্যের ব্যয় = ৫০,০০০-৪০,০০০=১০,০০০ টাকা
    1. Report
  3. Question: উৎপাদন ব্যয় হিসাবে রূপান্তর ব্যয় হলো-

    A
    কাঁচামাল+শ্রম ব্যয়

    B
    উপরিব্যয়+শ্রম ব্যয়

    C
    কাঁচামাল+উপরি ব্যয়

    D
    কোনটিই নয়

    Note: উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে সকল প্রকার উপরিব্যয় ও শ্রম ব্যায়ের সমষ্টিকে রূপান্তর ব্যয় ধরা হয়।
    1. Report
  4. Question: নীট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?

    A
    ৩৫%

    B
    ২৫%

    C
    ২০%

    D
    ১৬.৬৭%

    Note: Not available
    1. Report
  5. Question: ক্রয়মূল্যের উপর মুনাফার হার ৬০% এবং মুনাফার পরিমাণ ৬০,০০০ টাকা হালে বিক্রয়মূল্য কত?

    A
    ৩৬০,০০০ টাকা

    B
    ৪২০,০০০ টাকা

    C
    ৩০০,০০০ টাকা

    D
    ৬০,০০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: বিপণন ব্যয় একটি-

    A
    মূলধনী ব্যয়

    B
    বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

    C
    মুনাফা জাতীয় ব্যয়

    D
    অনিশ্চিত ব্যয়

    Note: বিপনন ব্যয় প্রতিষ্ঠানের এক ধরনের নিয়মিত ব্যয় যা বিক্রয় বৃদ্ধির জন্য করা হয়। ইহা মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্গত।
    1. Report
  7. Question: ব্যবহৃত কাঁচামাল ১২,০০০ টাকা, মজুরী ৮,০০০ টাকা, কারখানা উপরিখরচ মজুরীর ৬০%,ব্যবস্থাপকের বতেন ৬,০০০ টাকা, বিক্রয় খরচ ৪,০০০ টাকা, অফিস আসবাবপত্রের অবচয় ২,০০০ টাকা হলে উৎপাদন ব্যয় হবে-

    A
    ৩০,৮০০ টাকা

    B
    ২৪,৮০০ টাকা

    C
    ২৮,৮০০ টাকা

    D
    ২৬,৮০০ টাকা

    Note: উৎপাদন ব্যয় বিবরণী অনুসারে এখানে, উৎপাদন ব্যয়=ব্যবহৃত কাঁচামাল+মজুরী+কারখানা উপরি ব্যয় =১২,০০০+৮,০০০+৪,৮০০=২৪,৮০০ টাকা। কারখানা উপরি ব্যয়=৮,০০০x৬০%=৪,৮০০ টাকা।
    1. Report
  8. Question: মজুত পণ্যের ক্রয়মূল্য ১৫,০০০ টাকা, বাজারমূল্য ১৫,৫০০ টাকা, আনুমানিক বিক্রয় খরচ ২০০ টাকা হলে উদ্ধর্তপত্রে মজুত পণ্যের মূল্য দেখাতে হবে-

    A
    ১৫,৫০০ টাকা

    B
    ১৫,০০০ টাকা

    C
    ১৫,৩০০ টাকা

    D
    ১৪,৮০০ টাকা

    Note: মজুদ পণ্য মূল্যায়ন করা হয় রক্ষণশীলতার নীতি অনুসারে। এ নীতি অনুসারে মজুদ পণ্যের বাজার মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়।
    1. Report
  9. Question: বিক্রীত পণ্যের ব্যয় সমান উৎপাদিত পণ্যের ব্যয় যোগ-

    A
    প্রক্রিয়াধীন পন্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ প্রক্রিয়াধীন পণ্যের সমাপনী মজুত

    B
    প্রক্রিয়াধীন পণ্যের সমাপনী মজুত বিয়োগ প্রক্রিয়াধীন পন্যের প্রারম্ভিক মজুত

    C
    সম্পন্ন পন্যের প্রারম্ভিক মজুত বিয়োগ সম্পন্ন পন্যের সমাপনী মজুত

    D
    সম্পন্ন পন্যের সমাপনী মজুত বিয়োগ সম্পন্ন পন্যের প্রারম্ভিক মজুত

    Note: এখানে, বিক্রীত পন্যের ব্যয়= উৎপাদিত পন্যের ব্যয় যোগ সম্পন্ন পন্যের প্রারম্ভিক মজুদ বিয়োগ সম্পন্ন পন্যের সমাপনী মজুদ।
    1. Report
  10. Question: কোনটি উৎপাদন ব্যয় নয়?

    A
    বিজ্ঞাপন খরচ

    B
    কাাঁচামাল আনার খরচ

    C
    উৎপাদন যন্ত্রপিাতির অবচয়

    D
    মজুরী

    Note: পন্য উৎপাদনের সাথে সরাসরিভাবে জড়িত ব্যয় সমূহ হতে উৎপাদন ব্যয়ের উপাদান বা উৎপাদন ব্যয়। যেমন-প্রত্যক্ষ কাঁচামাল, কাঁচামালের পরিবহন ব্যয়, মজুরি, উৎপাদিত যন্ত্রপাতির অবচয় প্রভৃতি। এখানে বিজ্ঞাপন খরচ হল পন্য বন্টন বা বিক্রয়ের জন্য প্রচার সংক্রান্ত খরচ। ইহা উৎপাদন ব্যয় নয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd