উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: বিক্রয় মূল্যের মুনাফার হার ২০%, মুনাফার পরিমাণ ৩০,০০০ টাকা হলে ক্রয়মূল্য হবে-

    A
    ১০০,০০০ টাকা

    B
    ১৩০,০০০ টাকা

    C
    ১৫০,০০০ টাকা

    D
    ১২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: নিম্নের কোনটি উৎপাদন ব্যয়?

    A
    কাঁচামাল আনয়ন খরচ

    B
    অফিসারের বেতন

    C
    আয়কর

    D
    যাতায়াত ভাতা

    Note: পন্য উৎপাদনের সাথে জড়িত সকল প্রকার প্রত্যক্ষ খরচ উৎপাদন ব্যয়ের বা কারখানা ব্যয়ের অন্তর্গত। যেমন: কাঁচামাল ক্রয় ব্যয়, জাহাজ ভাড়া, শুল্ক, আন্তঃপরিবহন বা কাঁচামালের আনয়ন খরচ, মজুরি ও অন্যান্য প্রত্যক্ষ খরচ।
    1. Report
  3. Question: ২০০৮ সালে সমাপনী মজুত ৬০০০ টাকা বেশী এবং প্রারম্ভিক মজুদ ২০০০ টাকা কম দেখানো হলে, ২০০৮ সালের মোট মুনাফাঃ

    A
    ৬০০০ টাকা বেশী হবে

    B
    ৪০০০ টাকা বেশী হবে

    C
    ৪০০০ টাকা কম হবে

    D
    ৮০০০ টাকা বেশী হবে

    Note: সমাপনী মজুদ পন্য বেশী ও প্রারম্ভিক মজুদ পন্য কম দেখানোর ফলে মোট মুনাফার পরিমাণ বেশী দেখানো হবে। সুতরাং মোট মুনাফা বেশী দেখানে হবে=(৬,০০০+২,০০০) টাকা=৮,০০০ টাকা।
    1. Report
  4. Question: প্রারম্ভিক মজুত পণ্য ২০,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ২৩,৫০০ টাকা, বিক্রিত পণ্যের ক্রয়মূল্য ১,১৬,০০০ টাকা। ক্রয়কৃত পণ্যের ব্যয় কত?

    A
    ১,১২,৫০০ টাকা

    B
    ১,৫৯,০০০ টাকা

    C
    ১,১৯,০০০ টাকা

    D
    ১,৫৭,০০০ টাকা

    Note: এখানে ক্রয়কৃত পন্যের ব্যয়=বিক্রীত পণ্যের ব্যয+সামপনী মজুদ-প্রারম্ভিক মজুদ=(১১৬০০০+২৩৫০-২০০০০) টাকা =১,১৯,০০০ টাকা
    1. Report
  5. Question: পরিবর্তনশীল ব্যয়-

    A
    একক প্রতি স্থির থাকে এবং মোট ব্যয় বৃদ্ধি পায়

    B
    একক প্রতি পরিবর্তনশীল এবং মোট ব্যয় বৃদ্ধি পায়

    C
    একক প্রতি স্থির থাকে এবং মোট ব্যয় স্থির থাকে

    D
    কোনটিই নয়

    Note: পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে কিন্তু মোট ব্যয় পরিবর্তনশীল।
    1. Report
  6. Question: কোন একটি প্রতিষ্ঠানে ৫০০ একক পন্য উৎপাদন করতে মোট মিশ্র ব্যয় ২০,০০০ টাকা এবং ৭০০ একক পন্য উৎপাদন করতে মোট মিশ্র ব্যয় ২৫,৬০০ টাকা হলে, মোট স্থায়ী খরচ কত?

    A
    ৬০০০ টাকা

    B
    ৫৬০০ টাকা

    C
    ১০০০ টাকা

    D
    ৪০০০ টাকা

    Note: ৭০০ এককের উৎপাদন মিশ্র ব্যয় ২৫,৬০০ টাকা ৫০০ এককের উৎপাদন মিশ্র ব্যয় ২০,০০০ টাকা অতিরিক্ত ২০০ একক উৎপাদনে মিশ্রব্যয় ৫,৬০০ টাকা। অর্থাৎ ২০০ একক উৎপাদনে পরিবর্তনশীল ব্যয় ৫,৬০০ টাকা ১ একক উৎপাদনে পরিবর্তনশীল ব্যয় (৫,৬০০ভাগ২০০)=২৮ টাকা। সুতরাং ৫০০ একক উৎপাদন পরিবর্তনশীল =(২৮x৫০০)=১৪,০০০ টাকা। স্থঅয়ী ব্যয়=মোট উৎপাদন ব্যয়-পরিবর্তনশীল ব্যয় = ২০,০০০-১৪,০০০=৬,০০০ টাকা।
    1. Report
  7. Question: উৎপাদন ব্যয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান কী?

    A
    কাঁচামাল

    B
    শ্রম

    C
    উপরিব্যয়

    D
    প্রশাসনিক ব্যয়

    Note: Not available
    1. Report
  8. Question: শ্রমিক তার কায়িক, শারীরিক ও দৈহিক শ্রমের বিনিময়ে উৎপাদনভিত্তিক বা কার্যভিত্তিক কাজ করার জন্য যে প্রতিদান পায় তাকে কী বলে?

    A
    বেতন

    B
    মজুরি

    C
    বেতন ও মজুরি

    D
    সম্মানী

    Note: Not available
    1. Report
  9. Question: শারীরিকের তুলনায় মানসিক শ্রমক বেশির বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর নিয়োগকর্তা কর্তৃক যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে কী বলে?

    A
    বেতন

    B
    মজুরি

    C
    বেতন ও মজুরি

    D
    সম্মানী

    Note: Not available
    1. Report
  10. Question: মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যে ভাতা দেওয়া হয় তাকে কী বলে?

    A
    মহার্ঘ ভাতা

    B
    দুর্মূল্য ভাতা

    C
    জীবিকা ভাতা

    D
    চিকিৎসা ভাতা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd