উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য হলো-

    A
    ব্যয় বন্টন

    B
    ব্যয় নির্ধারণ

    C
    ব্যয় নিয়ন্ত্রণ

    D
    বিক্রয়মূল্য নির্ধারণ

    E
    ব্যয় পরিকল্পনা

    Note: Not available
    1. Report
  2. Question: কোন কোম্পানির নীট আয় ২৪,০০০ টাকা, নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা, এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। তবে সেই কোম্পানির প্রান্তিক মুনাফার হার হবে-

    A
    ৬%

    B
    ১২%

    C
    ৪০%

    D
    ২০০%

    E
    ৪%

    Note: Not available
    1. Report
  3. Question: একজন প্রস্তুতকারক ২০০২ সালে ১৫,৬০০ একক পণ্য উৎপাদনের জন্য নিম্নলিখিত খাতে ব্যয় করেঃ (ক) প্রত্যক্ষ কাঁচামাল ১০,৫০০ টাকা। (খ) প্রস্তুত মজুরী ২১,০০০ টাকা (গ) উৎপাদন উপরি ব্যয় ১৫,৩০০ টাকা, (গ) প্রসাশনিক উপরিব্যয় ১৫,৬০০ টাকা, (ঙ) বিক্রয় উপরিব্যয় ৩১,২০০ টাকা। একক প্রতি উৎপাদন ব্যয় কত?

    A
    ৪.০০ টাকা

    B
    ৬.০০ টাকা

    C
    ৩.০০ টাকা

    D
    ৩.০২ টাকা

    E
    কোনটি নয়

    Note: প্রশ্নে যেহেতু একক প্রতি উৎপাদন ব্যয় চেয়েছে, সেহেতু মোট উৎপাদন ব্যয়কেই মোট উৎপাদন একক দ্বারা বাগ করলেই হবে। এখানে, মোট উৎপাদন বয়=প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরী+উৎপাদন উপরিব্যয় (১০,৫০০+২১,০০০+১৫,৩০০) টাকা=৪৬,৮০০ টাকা। এখানে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় উৎাদন ব্যয় নির্ণয়ের জন্য গণ্য হবে না। এরা মোট ব্যয়ের উপাদান। দেয়া আছে, উৎপাদনে একক মোট ১৫,৬০০ টাকা। অতএব, একক প্রতি উৎপাদন ব্যয়=(৪৬,৮০০ ভাগ ১৫,৬০০)=৩ টাকা
    1. Report
  4. Question: মুখ্যব্যয় নিম্নের ব্যয়ের মিশ্রণ-

    A
    প্রত্যক্ষ কাঁচামাল ও কারখানা উপরি খরচ

    B
    প্রত্যক্ষ মজুরী ও কারখানা উপরি খরচ

    C
    প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরী ও প্রত্যক্ষ খরচ

    D
    প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরী ও কারখানা উপরি খরচ

    E
    কোনটিই নয়

    Note: উৎপাদন ব্যয় হিসাব বিবরণী অনুযায়ী পণ্য উৎপাদনের সাথে সরাসরি সংশ্লিষ্ট যাবতীয় প্রত্যক্ষ খরচ সমূহের সমন্বয়ে মূখ্য খরচ নির্ণয় করা হয়। অর্থাৎ মুখ্যব্যয় হল, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম/মজুরী ও প্রত্যক্ষ খরচ এর মিশ্রণ/সংমিশ্রণ।
    1. Report
  5. Question: নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে বিক্রীত পণ্যের উপরিব্যয় মূল্য নির্ণয় করঃ বিক্রয় 82,000 টাকা, প্রারম্ভিক মজুদ 13,000 টাকা, সমাপনী মজুদ 9,000 টাকা, ক্রয় 64,000 টাকা, অন্তরমুখী পরিবহণ 2,000 টাকা।

    A
    ৬৮,০০০ টাকা

    B
    ৬২,০০০ টাকা

    C
    ৭০,০০০ টাকা

    D
    ১২,০০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: প্রশ্নটিতে বিক্রীত পণ্যের ব্যয় বা বিক্রীত পণ্যের উপরিব্যয় নির্ণয়ের জন্য প্রদত্ত উপাত্তগুলো হতে- নির্ণয়ের জন্য প্রদত্ত উপাত্তগুলো হতে- বিক্রীত পণ্যের উপরিব্যয় =(প্রারম্ভিক মজুদ+ক্রয়+অন্তমুখী পরিবহন-সমাপনী মজুদ) = (১৩,০০০+৬৪,০০০+২,০০০-৯,০০০) টাকা=৭০,০০০ টাকা।
    1. Report
  6. Question: নিম্নলিখিতি উপাত্তের ভিত্তিতে বিক্রীত পণ্যের ব্যয় টাকায় নির্ণয় করঃ বিক্রয় ১,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ১৫,০০০ টাকা, সমপনী মজুদ ১১,০০০ টাকা, ক্রয় ৬৬,০০০ টাকা, অন্তঃমুখী বহন খরচ ২,০০০ টাকা, ক্রয় বাট্টা ৪,০০০ টাকা।

    A
    ৬২,০০০ টাকা

    B
    ৬৮,০০০ টাকা

    C
    ১৫,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    E
    ৭০,০০০ টাকা

    Note: প্রশ্নটিতে প্রদত্ত উপাত্তগুলোর ভিত্তিতে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় হল-বিক্রীত পণ্যের ব্যয়- =প্রারম্ভিক মজুদ+ক্রয়+অন্ত:মুখী বহন খরচ-ক্রয় বাট্টা-সমাপনী মজুদ =(১৩,০০০+৬৪,০০০+২,০০০+৪,০০০-১১,০০০) টাকা (৮৩,০০০-১৫,০০০) টাকা =৬৮,০০০ টাকা
    1. Report
  7. Question: প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যালিটি হল-

    A
    প্রত্যক্ষ খরচ

    B
    প্রত্যক্ষ মজুরী

    C
    পরোক্ষ মাল

    D
    পরোক্ষ মজুরী

    E
    পরোক্ষ খরচ

    Note: প্রতিটি উৎপাদিত এককের/উৎপাদিত পণ্যের জন্য প্রদত্ত রয়্যালিটি হল উৎপাদনের সাথে সরাসরি জড়িত খরচ। যাকে প্রত্যক্ষ খরচও বলা হয়ে থাকে।
    1. Report
  8. Question: ক্রয়মূল্যের ২৫% মুনাফা করলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হর কত?

    A
    ২০%

    B
    ৩৩.৩৩%

    C
    ১৮.৭৫%

    D
    ১২.২৫%

    E
    ১৫%

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি উৎপাদন ব্যয় হিসাবের প্রত্যক্ষ সুবিধা নয়?

    A
    অ-লাভজনক পণ্য চিহ্নিতকরণ

    B
    সমাপনী মজুদ পণ্য ‍মূল্যায়ন

    C
    ভবিষ্যৎ পরিকল্পনা

    D
    কর্মচারীদের প্রণোদিত করণ

    E
    কর্ম মূল্যায়ণ

    Note: উৎপাদন ব্যয় হিসাবের বিভিন্ন প্রত্যক্ষ সুবিধাদির মধ্যে রয়েছে। অলাভজনক ও লাভজনক পণ্য চিহ্নিত করা; ব্যয় নির্ধারণ; মাপনীমজুদ পণ্য মূল্যায়ন: ব্যয় সংকোচন: ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন: টেন্ডার মূল্য নির্ধারণ: কর্ম মূল্যায়ন; দক্ষতা যাটচাই; বাজেট প্রণয়ন প্রভৃতি। অতএব অপশন (ঘ) কর্মচারীদের প্রণোদিত করণ যা উৎপাদন ব্যয় হিসাবের প্রত্যক্ষ সুবিধার অন্তর্ভুক্ত নয়্
    1. Report
  10. Question: x কোম্পানীর ৬০,০০০ টাকা মজুদ পণ্য নিয়ে হিসাবকাল শুরু করল এবং ২,৪০,০০০ টাকার মজুদ পণ্য ক্রয় করল। হিসাবকাল শুরু করল এবং ২,৪০,০০০ টাকার মজুদ পণ্য ক্রয় করল। হিসাবকাল শেষে ৭২,০০০ টাকার মজুদ পণ্য অবিক্রীত থাকল x কোম্পানীর বিক্রতি পণ্যের ব্যয় কত টাকা হবে টাকায়-

    A
    ৩,০০,০০০ টাকা

    B
    ২,২৮,০০০ টাকা

    C
    ২,৫২,০০০ টাকা

    D
    ১,৬৮,০০০ টাকা

    E
    ১,৬০,০০০ টাকা

    Note: প্রদত্ত তথ্যের ভিত্তিতে x কোম্পানীর বিক্রীত পণ্যের ব্যয়=প্রারম্ভিক মজুদ+নতু করে-সমাপনী মজুদ =(৬০,০০০+২,৪০,০০০+৭২,০০০) = ২,২৮,০০০ টাকা।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd