উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: একটি আর্থিক বর্ষে একটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিম্নলিখিত ব্যয়সমূহ করে: প্রত্যক্ষ কাঁচামাল ক্রয় ৪,৮০,০০০ টাকা, কিন্তু উৎপাদনে ব্যবহৃত হয় ৩,৫,০০০ টাকার কাঁচামাল, প্রত্যক্ষ মজুরী ৪,০০,০০০ টাকা। কারখানা উপরিব্যয় খরচ মজুরী ব্যয়ের ৮০% চার্জ করা হয়। উক্ত বর্ষে আসলে কারখানা উপরিব্যয় বাবদ ৩,৭৫,০০০ টাকা ব্যয় হয়। বিক্রয় ও সরবরাহ খরচ ২,৫০,০০০ টাকা। উক্ত বর্ষে কোন প্রারম্ভিক বা সমাপ্তি মজুদ ছিল না। উক্ত বর্ষে উৎপাদিত পণ্যের ব্যয় টাকায় কত?

    A
    ১১,৫০,০০০ টাকা

    B
    ১৪,৫০,০০০ টাকা

    C
    ১০,৯৫,০০০ টাকা

    D
    ১৩,৪৫,০০০ টাকা

    E
    ১৫,০৫,০০০ টাকা

    Note: উৎপাদিত পণ্যের ব্যয়=প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ মজুরি+কারখানা উপরিব্যয়+প্রারম্ভিক চলতি কার্যের মুজদ (যদি থাকে)-সমাপনী চলতি কার্যের মজুদ (যদি থাকে) এখানে, উৎপাদিত পণ্যের ব্যয় =ব্যবহৃত প্রত্যক্স কাঁচামাল+প্রত্যক্ষ মজুরি+প্রকৃত করখানা উপরিব্যয়। =৩,৭৫,০০০+৪,০০,০০০+৩,৭৫,০০০ =১১,৫০,০০০ টাকা।
    1. Report
  2. Question: ‘কে’ কোম্পানীর ৩১শে ডিসেম্বর ২০০৬ বর্ষশেষের কার্যাবলীর তথ্য নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০,০০০ টাকা, বিক্রয় সংক্রান্ত খরচ ১,২৫,০০০ টাকা। মোট মুনাফার হার ৩০%, প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা, ২০০৬ সনের শেষে মজুদ ৮০,০০০ টাকা এবং ২০০৬ সালের প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা। ২০০৬ সনের বিক্রিত পণ্যের ব্যয় টাকায় কত?

    A
    ৭,০০,০০০ টাকা

    B
    ৬,৮০,০০০ টাকা

    C
    ৫,৭৫,০০০ টাকা

    D
    ৫,৫৫,০০০ টাকা

    E
    ৮,৭৫,০০০ টাকা

    Note: উৎপাদন ব্যয় বিবরণী অনুযায়ী, বিক্রীত পণ্যের ব্যয়+মুনাফা=বিক্রয় সুতরাং, বিক্রীত পণ্যের ব্যয়=বিক্রয়-মুনাফা = ১০,০০,০০০ টাকা-৩,০০,০০০ টাকা=৭,০০,০০০ টাকা এখানে, মুনাফা=১০,০০,০০০x৩০%=৩,০০,০০০ টাকা।
    1. Report
  3. Question: প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের খরচ যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা। বিক্রয়যোগ্য পণ্যের খরচ টাকায় কত?

    A
    ৩০,০০০ টাকা

    B
    ৪০,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৬০,০০০ টাকা

    E
    ৭০,০০০ টাকা

    Note: উৎপাদ ব্যয় বিবরণী অনুসারে, বিক্রয়যোগ্য পণ্যের খরচ-সমাপনী মজুদ পণ্য=বিক্রীত পণ্যের খরচ সুতরাং, বিক্রয়যোগ্য পণ্যের খরচ=বিক্রীত পণ্যের খরচ+সমাপনী মজুদ =২৫,০০০ টাকা+১৫,০০০ টাকা=৪০,০০০ টাকা।
    1. Report
  4. Question: ‘এল’ কোম্পানী ১০০০ একক পণ্য ক্রয় করে এবং হাতে শেষমজুত পণ্য হারে ২০০ একক রয়েছে। এখন প্রতিস্থাপনক ব্যয় একক প্রতি ৮০ টাকা। শেষ মজুদ পণ্যের মূল্য উদ্ধর্তপত্রে কত টাকা দেখানো হবে

    A
    ৯১,০০০ টাকা

    B
    ৮০,০০০ টাকা

    C
    ১৮,২০০ টাকা

    D
    ১৭,১০০ টাকা

    E
    ১৬,০০০ টাকা

    Note: এ সমস্যাটির সমাধান শেষ মজুদ পণ্যেল মূল্য নির্ধারণে পরিমাণকে একক প্রতি প্রতিস্থাপন ‍মূল্য দ্বারা গুণ করতে হবে। সুতরাং শেষ মজুদ পণ্যের মূল্য হবে ২০০ এককx৮০ টাকা=১৬,০০০ টাকা।
    1. Report
  5. Question: নিম্নের তথ্যে ভিত্তিতে মূলখ্য ব্যয় টাকায় নির্ণয় কর: কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরী ৫২,৫০০ টাকা; অন্যান্য প্রত্যক্ষ বব্যয় ৩,০০০ টাকা; বহিঃ পরিবহণ ৫,০০০ টাকা ও সুপারভাইজারের বেতন ৭,০০০ টাকা।

    A
    ১১৮,৫০০ টাকা

    B
    ১২১,৫০০ টাকা

    C
    ৬৬,০০০ টাকা

    D
    ১৩৩,৫০০ টাকা

    E
    ৫২,৫০০ টাকা

    Note: আমরা জানি যে, মূখ্য ব্যয=প্রত্যক্ষ মাল+প্রত্যক্ষ শ্রম+অন্যান্য প্রত্যক্ষ খরচ এখানে, কাঁচামাল ক্রয়=৬৬,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ৫২,৫০০ টাকা ও অন্যান্য প্রত্যক্ষ কখরচ ৩০০০ টাকা। সুতরাং মূখ্য ব্যয়=(৬৬,০০০+৫২,৫০০+৩,০০০) = ১,২১,৫০০ টাকা।
    1. Report
  6. Question: নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়?

    A
    মজুরী

    B
    বিদ্যুৎ খরচ

    C
    কারখানা ম্যানেজারের বেতন

    D
    দারোয়ানের বেতন

    E
    মেশিনের মেরামত খরচ

    Note: কারখানা উপরিব্যয় হল কারখানার যাবতীয় খরচ যেমন কারখানার বিদ্যুৎখরচ, ম্যানেজারের বেতন, দারোয়ানের বেতন, মেশিনের মেরামত খরচ ইত্যাদি। অর্থাৎ, মজুরী খরচ কারখানা উপরিব্যয়ের অন্তর্গত নয়। এটি মূল্য ব্যয়ের উপাদান।
    1. Report
  7. Question: টাকায় প্রদত্ত নিম্নোক্ত তথ্যের ভিত্তিতে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় কর: প্রত্যক্ষ কাঁচামাল ৭০,০০০, প্রত্যক্ষ মজুরী ২০,০০০, পরিবহন ১২,০০০, বহিঃপরিবহন ৫,০০০, তত্ত্ববধায়কের বেতন ১০,০০০, মেশিনের অবচয় ১৭,০০০, প্রারম্ভিক চলতি ২৫,০০০, সমাপনী চলতি কার্য ৩৩,০০০, সমপনী মজুদ পণ্য ২০,০০০।

    A
    ১,১১,০০০ টাকা

    B
    ১,০৬,০০০ টাকা

    C
    ১,০১,০০০

    D
    ৮৯,০০০

    E
    ৯১,০০০

    Note: এখানে উৎপাদিত ব্যয়=প্রত্যক্ষ কাচামাল+প্রত্যক্ষ মজুরী+ক্রয় পরিবহন+মেশিনের অবচয়+প্রারম্ভিক চলতিকার্য-সমাপনী চলতি কার্য =৭০,০০০+২০,০০০+১২,০০০+১৭,০০০+২৫,০০০-৩৩,০০০) =১,১১,০০ টাকা।
    1. Report
  8. Question: কোনটি উৎপাদন ব্যয়?

    A
    বিজ্ঞাপন

    B
    অফিসের বাতি

    C
    কারখানার ভাড়া

    D
    আয়কর

    E
    হিসাব রক্ষকের বেতন

    Note: উৎপাদন ব্যয় বলতে কোন পন্য উৎপাদনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনভাবে জড়িত ব্যয় সমূহকে বোঝায় এখানে কারখানা ভাড়া পন্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত বিধায় একে উৎপাদন ব্যয় বা উৎপাদন ব্যয়ের উপাদান হিসাবে গন্য করা হয়।
    1. Report
  9. Question: একটি পন্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক হিসাবকালে একের বেশিবার ক্রয় করা সাপেক্ষে দাম বৃদ্ধির পরিস্থিতিতে মজুদ পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন করলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে?

    A
    লিফো

    B
    ফিফো

    C
    সাধারন গড়

    D
    ভারযুক্ত গড়

    E
    চলমান গড়

    Note: ফিফো বা First in First our পদ্ধতিতে, আগে কেনা পন্য আগে বিক্রী হয়েছে এবং সাম্প্রতিক বা শেষে ক্রয় বা পণ্যগুলো অবিক্রীত অবস্থায় মজুদ হিসেবে রয়ে গেছে। ফলে বিক্রীত পণ্যের ক্রয় মূল্য মূল্যায়িত হবে পুরাতন মূল্য দ্বারা এব সমাপনী মজুদ পন্য মূল্যায়িত হবে নতুন মূল্য দ্বারা। সুতরাং কোন প্রতিষ্ঠান কর্তৃক একটি হিসাবকালে একের বেশিরভাগ ক্রয় করা সাপেক্ষে দাম বৃদ্ধির পরিস্থিতিতে মজুদ পণ্য মূল্যায়নে ফিফো পদ্ধতি অনুসরণ করলে মজুদ পন্যের মূল্য বেশি দেখানোহবে।
    1. Report
  10. Question: কালঅন্তির মজুদ পদ্ধতি ব্যবহার করে এমন পণ্য ক্রয়-ব্রিকয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে কোন হিসাবটি পাওয়া যাবে না?

    A
    বিক্রয়-বাট্টা হিসাব

    B
    ক্রয় হিসাব

    C
    আন্তঃপরিবহন খরচ হিসাব

    D
    বিক্রিত পন্যের ব্যয় হিসাব

    E
    প্রারম্ভিক মজুদ হিসাব

    Note: কালান্তিক মজুদ পদ্ধতিতে সাধারণত আলাদা ভাবেবিা বিক্রীত পণ্যের ব্যয় দেখানো হয় না বা হিসাব রাখা হয় না। অর্থাৎ এ পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলে বিক্রীত পণ্যের ব্যয় হিসাব দেখানো হয় না।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd