বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: ধারে বিক্রয় ৬০০ টাকা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাব ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী?

    A
    দেনাদার হিসাবের জের ১,২০০ টাকা কম হয়েছে

    B
    দেনাদার হিসাবের জের ৬০০ টাকা

    C
    বিক্রয় ১,২০০ টাকা বেশি ধরা হয়েছে

    D
    বিক্রয় ৬০০ টাকা বেশি ধরা হয়েছে

    E
    বিক্রয় হিসাব ও দেনাদার উভয়ই ঠিক আছে

    Note: Not available
    1. Report
  2. Question: ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ৩০,০০০ টাকায় একটি যন্ত্র কেনা হয় যার কার্যকরী আয়ুস্কাল ১৫ বৎসর। ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবের জের কত হবে?

    A
    প্রায় ৪,৫০০ টাকা

    B
    প্রায় ৮,৩২৫ টাকা

    C
    প্রায় ১১,৫৭৬ টাকা

    D
    প্রায় ১৪,৩৪০ টাকা

    E
    প্রায় ১,৫৭৬ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ৩০,০০০ টাকায় একটি যন্ত্র কেনা হয় যার কার্যকরী আয়ুস্কাল ১৫ বৎসর। ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবের জের কত হবে?

    A
    প্রায় ৪,৫০০ টাকা

    B
    প্রায় ৮,৩২৫ টাকা

    C
    প্রায় ১১,৫৭৬ টাকা

    D
    প্রায় ১৪,৩৪০ টাকা

    E
    প্রায় ১৬,২৩২ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: বাংলাদেশে আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে নিচের কোনটি অনুসরণ করা হয়?

    A
    বাংলাদেশ অডিটিং স্টান্ডার্ডস

    B
    ইন্টারন্যাশনাল একাউন্টিং স্টান্ডার্ডস

    C
    বাংলাদেশ ফিন্যানশিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস

    D
    এস.ই.সি. রুল-১৯৮৭ এবং এস.ইসি অর্ডিন্যান্স-১৯৬৯

    E
    বি.আর.পি.ডি-সার্কুলার

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোনটি আর্থিক বিবরণীর গুনগত বৈশিষ্ট্য নয়?

    A
    প্রাসঙ্গিকতা

    B
    বিশ্বাসযোগ্যতা

    C
    পূর্বাণুমান মূল্য

    D
    নির্ভরযোগ্য বর্ণনা

    E
    ঐতিহাসিক ব্যয়

    Note: Not available
    1. Report
  6. Question: টাকায় প্রদত্ত নিম্নোক্ত তথ্যের ভিত্তিতে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় কর: প্রত্যক্ষ কাঁচামাল ৭০,০০০, প্রত্যক্ষ মজুরিী ২০,০০০, বহি:পরিবহন ৫,০০০, তত্ত্বাবধায়কের বেতন ১০,০০০, মেশিনের অবচয় ১৭,০০০, প্রারম্ভিক চলতি কার্য ২৫,০০০, সমাপনী চলতি কার্য ৩৩,০০০, সমাপনী মজুদ পণ্য ২০,০০০ ।

    A
    ১,১১,০০০

    B
    ১,০৬,০০০

    C
    ১,০১,০০০

    D
    ৮৯,০০০

    E
    ৯১,০০০

    Note: Not available
    1. Report
  7. Question: ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হল। এর জাবেদা হবে:

    A
    ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট

    B
    ব্যাংক ডেবিট, নগদান ডেবিট

    C
    নগদান ডেবিট, ব্যাংক ডেবিট

    D
    নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট

    E
    ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট

    Note: Not available
    1. Report
  8. Question: মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে। পদ্ধতির কোন পরিবর্তন করে না। এ প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল।

    A
    চলমান ব্যবসায়

    B
    মিলকরণ

    C
    সামঞ্জস্যতা

    D
    পূর্ণ প্রকাশ

    E
    ঐতিহাসিক ব্যয়

    Note: Not available
    1. Report
  9. Question: একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা হল-

    A
    প্রস্তুত করা অত্যন্ত কঠিন

    B
    অডিট করা অত্যন্ত কঠিন

    C
    এক্রয়াল পদ্ধতিতে করা হয়

    D
    নগদ পদ্ধতিতে করা হয়

    E
    অনেক অনুমান ভিত্তিক হিসাব থাকে

    Note: Not available
    1. Report
  10. Question: প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টাকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, মালিকের উত্তোলন ৫০,০০০ টাকা এবং বছরের শেষে মূলধন ৭,০০,০০০ টাকা। বছরের মুনাফা কত টাকা?

    A
    ২,৫০,০০০ টাকা

    B
    ২,০০,০০০ টাকা

    C
    ৫,০০,০০০ টাকা

    D
    ১,৫,০০০ টাকা

    E
    ৪,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd