বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: সমাপনী দাখিলা জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাবটির ব্যালেন্স শূণ্য হয়?

    A
    সেবা আয়

    B
    দালানকোঠা

    C
    অগ্রিম বীমা

    D
    বিজ্ঞাপন খরচ

    E
    পুঞ্জিভুত অবচয়

    Note: Not available
    1. Report
  2. Question: আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি হিসাবের সমন্বয় করা না হয়, তা হলে আয়ের উপর তার প্রভাব হবে-

    A
    নিট আয় বাড়বে

    B
    নিট আয় কমবে

    C
    মোট আয় বাড়বে

    D
    মোট আয় কমবে

    E
    নিট আয় বাড়তে বা কমতে পারে

    Note: Not available
    1. Report
  3. Question: নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা স্বত্বকে পরিবর্তন করবে না?

    A
    প্রস্তাবিত লভ্যাংশ

    B
    বোনাস শেয়ার বিতরণ

    C
    লভ্যাংশ প্রদান

    D
    রাইট শেয়ার বিতরণ

    E
    ইক্যুইটি শেয়ার ইস্যুকরণ

    Note: Not available
    1. Report
  4. Question: অবিরত মজুদ পদ্ধতিতে একটি ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নের কোন হিসাবের জের থাকবে না?

    A
    প্রারম্ভিক মজুদ

    B
    বিক্রয় ফেরত

    C
    বিক্রয় ফেরত

    D
    বিক্রিত পণ্যের ব্যয়

    E
    বিক্রয়

    Note: Not available
    1. Report
  5. Question: কোম্পানির উদ্ধর্তপত্রের ছক তৈরির ক্ষেত্রে ‘ফরম-এফ’ এর ব্যবহার কত সালের কোম্পানি আইনে রহিত করা হয়?

    A
    ১৯১৩ সালে

    B
    ১৯৩৪ সালে

    C
    ১৯৭২ সালে

    D
    ১৯৮৪ সালে

    E
    ১৯৯৪ সালে

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয়?

    A
    উন্নয়ন তহবিল

    B
    আপ্যায়ন তহবিল

    C
    মূলধন তহবিল

    D
    টুর্নামেন্ট তহবিল

    E
    বৃত্তি তহবিল

    Note: Not available
    1. Report
  7. Question: যতি ব্যবসায় থেকে নগদ ১০০ টাকা চুরি হয়, তবে হিসাব এটির প্রভাব কি হবে?

    A
    নগদ কমবে, খরচ বাড়বে

    B
    নগদ বাড়বে, খরচ বাড়বে

    C
    নগদ কমবে, খরচ কমবে

    D
    নগদ বাড়বে, খরচ কমবে

    E
    কোন প্রভাব পড়বে না

    Note: Not available
    1. Report
  8. Question: অর্থ স্বল্পতার জন্য প্রত্যাখ্যাত চেকের হিসাব সমন্বয় কিভাবে হয়?

    A
    ব্যাংক জেরের সাথে যোগ করা হয়

    B
    ব্যাংক জের থেকে বাদ দেওয়া হয়

    C
    নগদান হিসাবের জেরের সাথে যোগ করা হয়

    D
    নগদান হিসাবের জের থেকে বাদ দেওয়া হয়

    Note: Not available
    1. Report
  9. Question: রমেন ও জনি দুজন অশীদার। তারা ৪:৩ অনুপাতে মুনাফা ভাগ করে। মামুনকে ২/৫ অংশ মুনাফা প্রদানের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে, তাদের মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত হবে?

    A
    ১২:১০:১৪

    B
    ৪:৩:২

    C
    ১২:৯:১৪

    D
    ৩:২:১

    Note: Not available
    1. Report
  10. Question: নিট কার্যকরী মূলধনের পরিমাণ ৬৫,৯০০ টাকা এবং চলতি অনুপাত হল ৭:৩। স্বল্প মেয়াদী দায়ের পরিমাণ কত?

    A
    ১৯,৯৭০ টাকা

    B
    ৪৯,৪২৫ টাকা

    C
    ৪৬,১০০ টাকা

    D
    ১,৫৩,৭৬৭ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd