বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: ‘বাকীতে আসবাবপত্র ক্রয়’ লেনদেনটির চুড়ান্ত ফলাফল-

    A
    সম্পত্তি ও দায় হ্রাস

    B
    সম্পত্তি ও দায় বৃদ্ধি

    C
    সম্পত্তি হ্রাস এবং দায় বৃদ্ধি

    D
    সম্পত্তি বৃদ্ধি এবং দায় হ্রাস

    E
    একটি সম্পত্তি হ্রাস এবং আরেকটি সম্পত্তি বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  2. Question: কোন নীতির বলে সন্দেহজনক দেনাদারের জন্য সঞ্চিতি রখা হয়?

    A
    হিসাব কাল নীতি

    B
    ঐতিহাসিক মূল্যের নীতি

    C
    রক্ষণশীলতার নীতি

    D
    সবকটি

    E
    কোনটিই নহে

    Note: Not available
    1. Report
  3. Question: প্রাপ্য বিলের American Term-

    A
    Creditor

    B
    Notes payable

    C
    Accounts receivable

    D
    Notes receivable

    E
    Debtor

    Note: Not available
    1. Report
  4. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানা উপরি খরচ মূখ্য ব্যয়ের পরিমাণ কত?

    A
    ১,৫০০ টাকা

    B
    ৩৭৫ টাকা

    C
    ৭,৫০০ টাকা

    D
    ৯,০০০ টাকা

    E
    কোনটি নহে

    Note: Not available
    1. Report
  5. Question: কোন হিসাবগুলো হিসাব সমীকরণের ভিত্তিতে একই শ্রেণির?

    A
    নগদান, বেতন হিসাব, বিক্রয় হিসাব

    B
    প্রদেয় বিল হিসাব, ব্যাংক হিসাব, বিক্রয় হিসাব

    C
    বিজ্ঞাপন হিসাব, প্রদেয় বিল হিসাব, বিক্রয় হিসাব

    D
    বিবিধ দেনাদার হিসাব, প্রাপ্য বিল হিসাব, সমাপনী মজুদ হিসাব

    E
    বেতন হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোন বক্তব্য সঠিক নয়?

    A
    শেয়ার সার্টিফিকেট আংশিক মূল্যে বিক্রয় করা যায়

    B
    শেয়ার ওয়ারেন্ট ক্রেতার নাম কোম্পানি হইতে তালিকাভুক্ত করা হয়

    C
    কোম্পানির পরিচালকগণ তৃতীয় কোন পক্ষের সাথে চুক্তিব্ধ হয়ে শেয়ার বা ঋণপত্র বিলির দায়িত্ব ন্যাস্ত করে

    D
    শেয়ার ওয়ারেন্ট মালিকের ভোটাধিকার থাকে না

    E
    ঋণপত্রের মালিকগণ কারবার হতে প্রাপ্ত সুদ পায়, লভ্যাংশ পায় না

    Note: Not available
    1. Report
  7. Question: নগদ দুেই লক্ষ টাকা, চল্লিশ হাজার টাকার আসবাব এবং ত্রিশ হাজার টাকার ব্যক্তিগত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নিয়ে চালু হওয়া একটি ব্যবসা পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয় কররেছে। পাঁচ হাজার টাকা দোকান ভাড়া ভাড়া পরিশোধ করেছে এবং পনের হাজার টাকার পণ্য বাকিতে ক্রয় করেছে। কোন মজুদ পণ্য না থাকলে ব্যবসার বর্তমান মূলধন (হাজার টাকা)-

    A
    ২৩০

    B
    ২৭০

    C
    ৩০০

    D
    ৩০৫

    E
    ৩১৫

    Note: Not available
    1. Report
  8. Question: ২০১৪ সালের শুরুতে কুশিয়ারা ট্রেডার্সের হিসাবের উদ্ধৃত্তে নগদ ৭৫ হাজার, মজুদ জানুয়ারি মাসের কুশিয়ারা বুড়িগঙ্গা ট্রেডার্স হতে ৩০ হাজর টাকার মাল ক্রয় কর ১০ হাজার টাকা পরিশোধ করে এবং খোয়াই ট্রেডার্সকে ৩৫ হাজার টাকার মাল ৪০ হাজার টাকা মূল্যের সরবরাহ করে। তবে নগদে ২৫ হাজার টাকা পাওয়া যায় এবং বুড়িগঙ্গা ট্রেডার্সকে বিক্রয় অযোগ্য ৫ হাজার টাকা মূল্যের পণ্য ফেরত দেয়া হয়। কুশিয়ারার নগদান, মজুদ ও প্রদয় হিসাব (হাজার টাকায়)-

    A
    ৭,১৫,৭০

    B
    ১০০,৫,৪৫

    C
    ৭০,৩৫,৪৫

    D
    ৯০,৩৫,৪৫

    E
    ৯০,১৫,৪৫

    Note: Not available
    1. Report
  9. Question: একটি কোম্পানি এক লক্ষ টাকার ইস্যুকৃত শেয়ার মূলধনের উপর ৫% লভ্যাংশ দিবে। ২০১৩ সালে কোম্পানি নিট মুনাফা করে ৫০ হাজার টাকা, তার বকেয়া বেতন রয়েছে ৪ হাজার টাকা ও আয়কর দিয়েছে ১০ হাজার টাকা। প্রারম্ভিক জের ৩০ হাজার টাকা ও নিট মুনাফায় ৫% শ্রমিকদের মুনাফা অংশীদারিত্বে স্থানান্তর হলে কোম্পিানির সংরক্ষিত আয় (হাজার টাকায়)-

    A
    ৫৭

    B
    ৫৮.৫

    C
    ৬১

    D
    ৬২.৫

    E
    ৬৫

    Note: Not available
    1. Report
  10. Question: একজন বিনিয়োগকারী গত পাঁচ বৎসরে তার বিনিয়োগ থেকে যথাক্রমে ৫%, ৭%,-১%, ৩% এবং ৬% হরে আয় করতে পারলে তার আয়ের বিভেদাঙ্ক (আনুমানিক)-

    A
    ১৪০

    B
    ১৪১.৪২

    C
    ২৫০

    D
    ১০৩.৬৫

    E
    ২৫০

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd