Question: নগদ দুেই লক্ষ টাকা, চল্লিশ হাজার টাকার আসবাব এবং ত্রিশ হাজার টাকার ব্যক্তিগত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নিয়ে চালু হওয়া একটি ব্যবসা পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয় কররেছে। পাঁচ হাজার টাকা দোকান ভাড়া ভাড়া পরিশোধ করেছে এবং পনের হাজার টাকার পণ্য বাকিতে ক্রয় করেছে। কোন মজুদ পণ্য না থাকলে ব্যবসার বর্তমান মূলধন (হাজার টাকা)-
Question: ২০১৪ সালের শুরুতে কুশিয়ারা ট্রেডার্সের হিসাবের উদ্ধৃত্তে নগদ ৭৫ হাজার, মজুদ জানুয়ারি মাসের কুশিয়ারা বুড়িগঙ্গা ট্রেডার্স হতে ৩০ হাজর টাকার মাল ক্রয় কর ১০ হাজার টাকা পরিশোধ করে এবং খোয়াই ট্রেডার্সকে ৩৫ হাজার টাকার মাল ৪০ হাজার টাকা মূল্যের সরবরাহ করে। তবে নগদে ২৫ হাজার টাকা পাওয়া যায় এবং বুড়িগঙ্গা ট্রেডার্সকে বিক্রয় অযোগ্য ৫ হাজার টাকা মূল্যের পণ্য ফেরত দেয়া হয়। কুশিয়ারার নগদান, মজুদ ও প্রদয় হিসাব (হাজার টাকায়)-
Question: একটি কোম্পানি এক লক্ষ টাকার ইস্যুকৃত শেয়ার মূলধনের উপর ৫% লভ্যাংশ দিবে। ২০১৩ সালে কোম্পানি নিট মুনাফা করে ৫০ হাজার টাকা, তার বকেয়া বেতন রয়েছে ৪ হাজার টাকা ও আয়কর দিয়েছে ১০ হাজার টাকা। প্রারম্ভিক জের ৩০ হাজার টাকা ও নিট মুনাফায় ৫% শ্রমিকদের মুনাফা অংশীদারিত্বে স্থানান্তর হলে কোম্পিানির সংরক্ষিত আয় (হাজার টাকায়)-