আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
 
  1. Question: ফিলামেন্ট সাপেক্ষে প্লেটে কোনটিকে দেওয়া হলে ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ চলে?

    A
    অন্তরক

    B
    ঋণাত্মক বিভব

    C
    ধনাত্মক বিভব

    D
    প্রথমে ধনাত্মক পরে ঋনাত্মক বিভব

    Note: Not available
    1. Report
  2. Question: কার্বন ফিলামেন্টে ব্যবহৃত প্লেটকে ঋনাত্মক বিভব দিলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?

    A
    এডিসন ক্রিয়া

    B
    ফ্লেমিং ক্রিয়া

    C
    ফ্যারাডে ক্রিয়া

    D
    কুলম্ব ক্রিয়া

    Note: Not available
    1. Report
  3. Question: প্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে?

    A
    এডিসন

    B
    ফ্যারাডে

    C
    ফ্লেমিং

    D
    ফ্রাংকলিন

    Note: Not available
    1. Report
  4. Question: ফ্লেমিং কোন দেশের নাগরিক ছিলেন?

    A
    জাপান

    B
    যুক্তরাষ্ট্র

    C
    ফ্রান্স

    D
    বৃটেন

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহতে পরিবর্তিত করে?

    A
    ভ্যাকুয়াম টিউব

    B
    রোধ

    C
    টাংস্টেন ধাতু

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: ট্রায়োড কয়টি তড়িৎ বার বা ইলেক্ট্রোড থাকে?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  7. Question: কতটি তড়িৎবার থাকলে িএকটি ভ্যাকুয়াম টিউবকে ট্রায়োড বলা হয়?

    A

    B

    C

    D

    Note: Not available
    1. Report
  8. Question: কোথায় থেকে কোথায় গ্রিড তড়িৎপ্রবাহ নিয়ন্ত্রণ করে?

    A
    ক্যাথোড থেকে অ্যানোডে

    B
    অ্যানোড থেকে ক্যাথোডে

    C
    ক্যাথোড থেকে ক্যাথোডে

    D
    অ্যানোড থেকে অ্যানোডে

    Note: Not available
    1. Report
  9. Question: নিম্নের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে?

    A
    থার্মোমিটার

    B
    ট্রাায়োড

    C
    ডায়োড

    D
    অ্যামিটার

    Note: যে যন্ত্র অন্তর্গামীতে প্রদত্ত সংকেতকে বহির্গামীতে বিবর্ধিত করে তাকে বলা হয় অ্যামপ্লিফায়ার। ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার ক্ষুদ্র অন্তর্গামী সংকেতকে বৃহৎ বহির্গামী সংকেতে পরিণত করে। ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টর একটি অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়।
    1. Report
  10. Question: নিম্নের কোনটি যোগাযোগের ক্ষেত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

    A
    ডায়োড

    B
    ব্যারোমিটার

    C
    ট্রায়োড

    D
    থার্মোমিটার

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd