আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
 
  1. Question: নিম্নের কোনটি বিবর্ধক হিসেবে কাজ করতে পারে?

    A
    ডায়োড

    B
    ব্যারোমিটার

    C
    হাত ঘড়ি

    D
    ট্রানজিস্টর

    Note: Not available
    1. Report
  2. Question: কোন বিজ্ঞানীর আবিষ্কারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু করে?

    A
    এডিসনের

    B
    ফ্লেমিং

    C
    মার্কনীর

    D
    হেনরী বেকেরেল

    Note: Not available
    1. Report
  3. Question: আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীিক্ষনিক বর্তনী অঙ্গীভূত করার কৌশলকে কী বলে?

    A
    মাদারবোর্ড

    B
    আইসি

    C
    র‌্যাম

    D
    প্রসেসর

    Note: Not available
    1. Report
  4. Question: ইলেকট্রনিক্সের ইতিহাস প্রায় কত বছরেরও বেশি পুরোনো?

    A
    ২০০

    B
    ১০০

    C
    ৩৫০

    D
    ২৫০

    Note: Not available
    1. Report
  5. Question: মার্কনীর রেডিও যন্ত্রের ব্যবহৃত ডায়োডকে কী বলে?

    A
    অ্যাম্পিলিফায়ার

    B
    এ্যান্টেনা

    C
    ডিটেকটর

    D
    রিসিভার

    Note: Not available
    1. Report
  6. Question: ফ্লেমিং এর আবিষ্কৃত ভ্যাকুয়াম টিউবের অপর নাম কী?

    A
    ট্রায়োড

    B
    ইলেকট্রোড

    C
    ডায়োড

    D
    থার্মোকাপল

    Note: Not available
    1. Report
  7. Question: ডায়োডে কয়টি ইলেকট্রোড থাকে?

    A
    ৪টি

    B
    ১টি

    C
    ৩টি

    D
    ২টি

    Note: Not available
    1. Report
  8. Question: নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কী বলে?

    A
    বর্তনী

    B
    এনালগ সংকেত

    C
    ডিজিটাল সংকেত

    D
    পরিবর্তনশীল বিভব

    Note: যেসব ঘটনার মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের বলা হয় এনালগ। শব্দ, আলো, তাপমাত্রা, চাপ এর মান কোন নির্দিষ্ট পরিসরের মধ্যে যে কোনো মান হতে পারে। এনালগ উপাত্ত নিরবচ্ছিন্নভাবে প্রেরিত হয়। টেলিফোন, রেডিও, টিভি সম্প্রচার ও কেবল টিভি সাধারণত এনালগ ডেটা বা উপাত্ত প্ররণ করে থাকে।
    1. Report
  9. Question: সাধারণভাবে ডিজিট কথাটির অর্থ কী?

    A
    বর্ণমালা

    B
    সংখ্যা

    C
    দেখা

    D
    অনুধাবন করা

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি সাধারণত এনালগ ডাটা প্রেরণ করে?

    A
    কম্পিউটার

    B
    ডিজিটাল ঘড়ি

    C
    ল্যাপটপ

    D
    টেলিফোন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd