আলোর প্রতিসরণ
 
  1. Question: রেটিনায় গঠিত উল্টা বিম্ব আমরা সোজা দেখি কেন?

    A
    চক্ষুলেন্সের ক্রিয়ায়

    B
    আইরিশের ক্রিয়ায়

    C
    মস্তিষ্কের ক্রিয়ায়

    D
    কর্ণিয়ায় ক্রিয়ায়

    Note: Not available
    1. Report
  2. Question: কোন ত্রুটিগ্রস্থ চোখের নিকটবিন্দু 25cm এর চেয়ে কম হয়?

    A
    হাইপারমেট্রোপিয়া

    B
    মাইওপিয়া

    C
    নকুলান্ধকতা

    D
    বিষমদৃষ্টি

    Note: Not available
    1. Report
  3. Question: হাইপারমেট্রোপিয়া কী?

    A
    একপ্রকার চোখের ত্রুটি

    B
    শ্রবণ শক্তিজনিত ত্রুটি

    C
    রাতকানা রোগের প্রতিশব্দ

    D
    দৃষ্টির পাল্লা

    Note: এই ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না। বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা কমে গেলে চোখে এ ধরনের ত্রুটি দেখা দেয়। চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা কমে গেলে চোখে এ ধরনের ত্রুটি দেকা দেয়।
    1. Report
  4. Question: ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের অসুবিধা কোনটি?

    A
    দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না

    B
    কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না

    C
    দূরের কিংবা কাছের কোন জিনিসই স্পষ্ট দেখতে পায় না

    D
    একটি লক্ষবস্তুকে দুটি মনে হয়

    Note: Not available
    1. Report
  5. Question: চোখের ক্ষীণদৃষ্টির কারণ কী?

    A
    চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা কমে যাওয়া

    B
    চক্ষুলেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া

    C
    অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া

    D
    ফোকাস দূরত্ব কমে যাওয়া

    Note: এই ত্রুটিগ্রস্ত চোখ দূরের জিনিস বালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়। এক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার পরিবর্তে রেটিনার সামনে গঠিত হয়। ফলে বস্তুটি ভালোভাবে দেখা যায় না।
    1. Report
  6. Question: বায়ুর সাপেডক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33 হলে, বায়ুর সাপেক্ষে পানিতে ক্রান্তিকোণ কত?

    A
    `60^o` প্রায়

    B
    `49^o` প্রায়

    C
    `48^o` প্রায়

    D
    `59^o` প্রায়

    Note: Not available
    1. Report
  7. Question: রড ও সকোন নামক স্নায়ুতন্ত্র দ্বারা চোখের কোন অংশ গঠিত?

    A
    কর্ণিয়া

    B
    লেন্স

    C
    রেটিনা

    D
    আইরিশ

    Note: Not available
    1. Report
  8. Question: কেরোসিনের প্রতিসরণাঙ্ক কত?

    A
    1.33

    B
    1.44

    C
    1.5438

    D
    1.47

    Note: Not available
    1. Report
  9. Question: স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা কত?

    A
    0 সে.মি. থেকে অসীম পর্যন্ত

    B
    25 সে.মি. থেকে অসীম পর্যন্ত

    C
    0.1 সে.মি. থেকে 25 কি.মি. পর্যন্ত

    D
    10 সে.মি. থেকে 100 কি.মি. পর্যন্ত

    Note: Not available
    1. Report
  10. Question: শ্বেতমন্ডলের সামনের উত্তল অংশকে কী বলা হয়?

    A
    কর্ণিয়া

    B
    অক্ষিগোলক

    C
    শ্বেতমন্ডল

    D
    কৃষ্ণমন্ডল

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd