কাজ, ক্ষমতা ও শক্তি
 
  1. Question: কোনটিকে পৃথিবীর বিভিন্ন দেশের জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়?

    A
    যান্ত্রিক শক্তি

    B
    বিভব শক্তি

    C
    গতিশক্তি

    D
    সৌরশক্তি

    Note: Not available
    1. Report
  2. Question: সূরয হতে সরাসরি তড়িৎ পাওয়া কৌশল কী?

    A
    সৌরচুল্লী

    B
    সৌরকোষ

    C
    তড়িৎ রাসায়নিক কোষ

    D
    লেন্স

    Note: Not available
    1. Report
  3. Question: জলবিদ্যুৎকেন্দ্রে টারবাইন ঘুরানোর ফলে কী কী শক্তির সমন্বয় ঘটে?

    A
    তাপ ও চৌম্বক শক্তি

    B
    যান্ত্রিক ও চৌম্বক শক্তি

    C
    শব্দ ও তাপশক্তি

    D
    তড়িৎ ও তাপশক্তি

    Note: Not available
    1. Report
  4. Question: আমাদের দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কোথায়?

    A
    জলাদিয়ায়

    B
    কক্সবাজার

    C
    সীতাকুন্ড

    D
    কাপ্তাই

    Note: Not available
    1. Report
  5. Question: পানি বিদ্যুৎ কেন্দ্রে পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?

    A
    বিভবশক্তি

    B
    পারমাণবিক শক্তি

    C
    শব্দ শক্তি

    D
    তাপশক্তি

    Note: Not available
    1. Report
  6. Question: বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র?

    A
    উইন্ডমিল

    B
    ডায়নামো

    C
    মোটর

    D
    ট্রান্সফরমার

    Note: বায়ুপ্রবাজনিত গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে উইন্ডমিল। বায়ুর গতি উইন্ডমিলের পাখায় বাধাপ্রাপ্ত হয়ে পাখায় ঘূর্ণনের সৃষ্টি করে। পাখার ঘূর্ণনকে কাজে লাগিয়ে মেশিন/ইঞ্জিন চালানো হয়।
    1. Report
  7. Question: ভূ-অভ্যন্তরে উত্তপ্ত গলিত শীলাকে কী বলা হয়?

    A
    আগ্নেয়গিরি

    B
    ম্যাগমা

    C
    লাভা

    D
    কয়লা

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটির সংস্পর্শে এসে ভূ-গর্ভস্থ পানি বাষ্পে পরিণত হয়?

    A
    বায়ুশক্তি

    B
    হটস্পট

    C
    সৌরশক্তি

    D
    ম্যাগমা

    Note: Not available
    1. Report
  9. Question: বায়োমাসের প্রধান উপাদান কী?

    A
    অক্সিজেন

    B
    হাইড্রোজেন

    C
    কার্বন

    D
    কার্বন ও হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস?

    A
    বায়োগ্যাস

    B
    বায়ুশক্তি

    C
    বায়োমাস

    D
    জলবিদ্যুৎ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd