চল তড়িৎ
 
  1. Question: বাতি ও রোধের সংযোগ কী ধরনের সন্নিবেশ?

    A
    সমান্তরাল

    B
    অনুক্রমিক

    C
    শ্রেণি

    D
    শ্রেণি ও সমান্তরাল

    Note: Not available
    1. Report
  2. Question: যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলেতে পার তাদেরকে কী বলে?

    A
    অপরিবাহী

    B
    কুপরিবাহী

    C
    অর্ধপরিবাহী

    D
    পরিবাহী

    Note: - তড়িৎ পরিবাহিতার ধর্মের ওপর ভিত্তি করে কঠিন পদার্থকে ভাগ করা যায়- তিন শ্রেণিতে। - তড়িৎ পরিবহনের জন্য দরকার বহুসংখ্যক- মুক্ত ইলেকট্রন। - পরিবাহী পদার্থে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকলেও অর্ধপরিবাহীতে তা অত্য ন্ত সীমিত সংখ্যক, কুপরিবাহী পদার্থে আরও কম এবং একেবারেই থাকে না- অপরিবাহী পদার্থে। - যে পদার্থের রোধ যত বেশি, তাতে তত কম- তড়িৎ প্রবাহিত হবে।
    1. Report
  3. Question: এনার্জি সেভিং বাল্বের ক্ষমতা সাধারণত কত ওয়াট?

    A
    5-10

    B
    11-30

    C
    15-30

    D
    20-40

    Note: Not available
    1. Report
  4. Question: 50W এর দুটি বাতি প্রতিদিন 7 ঘন্টা জ্বালালে জুন মাসে কত েইউনিট বিদ্যুৎ খরচ হবে?

    A
    21

    B
    22

    C
    23

    D
    25

    Note: Not available
    1. Report
  5. Question: কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অপরিবর্তিত থাকলে কোন অবস্থায় তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে?

    A
    রোধ এক-চতুর্থাংশ হলে

    B
    রোধ অর্ধেক হলে

    C
    রোধ দ্বিগুণ হলে

    D
    রোধ চারগুণ হলে

    Note: Not available
    1. Report
  6. Question: সমান্তরাল বর্তনীতে প্রত্যেক সমান্তরাল শাখায় প্রবাহিত স্বতন্ত্র তড়িৎ প্রবাহসমূহের যোগফল বর্তনীর মূল প্রবাহের-

    A
    অর্ধেক

    B
    দ্বিগুণ

    C
    সমান সরঞ্জামের

    D
    এক-তৃতীয়াংশ

    Note: Not available
    1. Report
  7. Question: বৈদ্যুতিক সঞ্চালনের চেয়ে ফিউজের তড়িৎ পরিবহণ ক্ষমতা-

    A
    কম

    B
    বেশি

    C
    সমান

    D
    শূন্য

    Note: Not available
    1. Report
  8. Question: পরিবাহকত্ব কোনটির বিপরীত রাশি?

    A
    রোধ

    B
    পরিবাহীতা

    C
    আপেক্ষিক রোধ

    D
    বৈদ্যুতিক আধান

    Note: Not available
    1. Report
  9. Question: ও’মের সূত্রানুসারে বিভব পার্থক্য দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ কী হবে?

    A
    চারগুণ

    B
    অর্ধেক

    C
    দ্বিগুণ

    D
    এক চতুর্থাংশ

    Note: Not available
    1. Report
  10. Question: রোধের একক কী?

    A
    ওহম

    B
    অ্যাম্পিয়ার

    C
    ভোল্ট

    D
    কুলম্ব

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd