Question: স্থির তড়িৎ আধান চলাচলের জন্য পরিবহন পথের ব্যবস্থা করা হলে কিসের উদ্ভব হয়?
A
B
C
D
তড়িৎ তীব্রতা
B
তড়ি’ প্রাবল্যতা
C
তড়িৎ প্রবাহ
D
তড়িৎ বিভব
Note: বিচ্ছিন্ন পরিবাহীতে আধান অবস্থান করলে তা চলাচল করতে পারে না। তখন এ আধানকে স্থির তড়িৎ আধান বলা হয়। এই আধানের চলাচলের জন্য পরিবহন পথের ব্যবস্থা করলে তা পরিবাহীতে আবদ্ধ না থেকে প্রবাহিত হতে শুরু করে। এমনটি ঘটলে আমরা বলি, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে।