Note: যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যেকোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে।
- বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল যুক্ত করতে হয়।
Note: যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে।
- জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি অর্ধপরিবাহী।
- তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি সুপরিবাহী পদার্থ।
- প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ ইত্যাদি অপরিবাহী।