চল তড়িৎ
 
  1. Question: কোনো বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তির জন্য ভোল্টেজ বৃদ্ধি করলে ব্যবস্থায়-

    A
    তড়িৎ প্রবাহের মান কম হয়

    B
    রোধ জনিত লসের পরিমাণ কমে যায়

    C
    শক্তির ক্ষয় বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  2. Question: ফিউজ এর জন্য-

    A
    এটি কমপক্ষে দুটি তার প্রয়োজন

    B
    এটি জীবন্ত তারে সংযোগ দেওয়া হয়

    C
    এটি একটি নিরাপত্তামূলক কৌশল

    Note: Not available
    1. Report
  3. Question: নির্দিষ্ট মানের অপেক্ষা বেশি তড়িৎ প্রবাহিত হলে ফিউজটি-

    A
    উত্তপ্ত হয়

    B
    বিস্ফোরিত হয়

    C
    গলে যায়

    Note: Not available
    1. Report
  4. Question: সুিইচকে ভুলবশত নিরপেক্ষ তারের সাথে সংযোগ দেয়া হলে-

    A
    সুইচ অন করলে সংযোগ বিচ্ছিন্ন হবে

    B
    সুিইচ অফ করলে সরঞ্জাম জীবন্ত থাকবে

    C
    বৈদ্যুতিক শকের ঝুঁকি বাড়বে

    Note: Not available
    1. Report
  5. Question: বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য আবশ্যক-

    A
    ভূ-সংযোগ তার

    B
    নিরপেক্ষ তার

    C
    জীবন্ত তার

    Note: Not available
    1. Report
  6. Question: ভূ-সংযোগ তার-

    A
    নিম্নরোধ বিশিষ্ট তার-

    B
    ত্রুটিযুক্ত বর্তনীর বিপদ থেকে রক্ষা করে

    C
    ফ্রিজের নিরাপত্তা নিশ্চিত করে

    Note: Not available
    1. Report
  7. Question: বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত জীবনত্ তার ও নিরপেক্ষ তার সংস্পর্শে আসলে-

    A
    শর্ট সার্কিটের সৃষ্টি হয়

    B
    অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা থাকে

    C
    তড়িৎ সরঞ্জাম বিনষ্ট হয়ে যেতে পারে

    Note: Not available
    1. Report
  8. Question: তড়িৎ শক্তির ব্যবহার বিপজ্জনক হতে পারে-

    A
    অন্তরকের ক্ষতিসাধন হলে

    B
    ক্যাবল উচ্চমাত্রায় উত্তপ্ত হলে

    C
    বৈদ্যুতিক সরঞ্জাম আর্দ্র অবস্থায় থাকলে

    Note: Not available
    1. Report
  9. Question: অনেকগুলো যন্ত্রপাতিকে মাল্টিপ্ল্যাগে একসাথে সংযোগ দিলে অগ্নিকান্ড ঘটে কারণ-

    A
    সকেটের অভ্যন্তরস্থ পরিবাহী অধিক পরিমাণ তড়িৎ গ্রহণ করে

    B
    ক্যাবল তার অত্যধিক উত্তপ্ত হয়

    C
    অন্তরক ব্যবস্থা গলে যায়

    Note: Not available
    1. Report
  10. Question: পানির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহিত হয়, আর এ কারণে-

    A
    ভেজা হাতদ্বারা সুইচ অফ/অন করা বিপজ্জনক

    B
    হেয়ার ড্রায়ারকে ভেজা সিংকে রাখা বিপজ্জনক

    C
    মাল্টিপ্লাগে অগ্নিকান্ড ঘটে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd