Note: শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। তাই শব্দকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক একই। তাই শব্দ অণুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। তাই শব্দ তরল অপেক্ষা কঠিন এবং বায়বীয় অপেক্ষা তরল মাধ্যমে দ্রুত চলে।