তরঙ্গ ও শব্দ
 
  1. Question: পর পর কয়টি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের মধ্র্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে

    A
    চারটি

    B
    তিনটি

    C
    দুটি

    D
    িএকটি

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি সম্পর্কটি সঠিক?

    A
    `v = f lambda`

    B
    `f = v lambda`

    C
    `lambda = v f`

    D
    vf lambda = 1`

    Note: Not available
    1. Report
  3. Question: 1 সেকেন্ড সম্পন্ন পূর্ণস্পন্দন সংখ্যাকে কী বলে?

    A
    কম্পাঙ্ক

    B
    দোলনকাল

    C
    বিস্তার

    D
    তরঙ্গদৈর্ঘ্য

    Note: Not available
    1. Report
  4. Question: পর্যায়কাল T সময়ে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে কী বলে?

    A
    তরঙ্গবেগ

    B
    তরঙ্গদৈর্ঘ্য

    C
    কম্পাঙ্ক

    D
    পর্যায়কাল

    Note: Not available
    1. Report
  5. Question: কোন তরঙ্গ কর্তৃক 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটি? (যেখানে f = কম্পাঙ্ক, `lambda` = তরঙ্গ দৈর্ঘ্য, v = তরঙ্গবেগ)

    A
    `f/lambda`

    B
    `v tau`

    C
    `lambda/v`

    D
    f`lambda`

    Note: Not available
    1. Report
  6. Question: শব্দ-

    A
    একটি যান্ত্রিক তরঙ্গ

    B
    একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ

    C
    বায়বীয় মাধ্যমে তরল অপেক্ষা দ্রুত চলে

    Note: শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। তাই শব্দকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক একই। তাই শব্দ অণুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। তাই শব্দ তরল অপেক্ষা কঠিন এবং বায়বীয় অপেক্ষা তরল মাধ্যমে দ্রুত চলে।
    1. Report
  7. Question: একটি কাঁসার বাসন মেঝেতে পড়ে গেলে শব্দ তৈরি করে। বাসনটিকে হাত দিয়ে চেপে ধরলে-

    A
    শব্দ থেমে যায়

    B
    কম্পন থেমে যায়

    C
    প্রতিধ্বনি থেমে যায়

    Note: Not available
    1. Report
  8. Question: শব্দের ক্ষেত্রে-

    A
    বস্তু কাপলেই শব্দ শোনা যায়

    B
    শব্দের উৎস ও শ্রোতার মাঝে মাধ্যম আবশ্যক

    C
    কম্পমান বস্তু শব্দের সৃষ্টি করে

    Note: Not available
    1. Report
  9. Question: বস্তুর কম্পনের ফলে সৃষ্ট শব্দ শোনার শর্ত-

    A
    উৎস ও শ্রোতার মাঝে একটি জড় মাধ্যম থাকবে

    B
    উৎসের কম্পাঙ্ক 20Hz-20.000Hz এর মধ্যে হতে হবে

    C
    শ্রুত শব্দ উৎসের কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়

    Note: Not available
    1. Report
  10. Question: প্রতিধ্বনি শোনার জন্য মুলধ্বনি ও প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য কত সেকেন্ড হওয়া প্রয়োজন?

    A
    1

    B
    1/10

    C
    1/16.6

    D
    16.6

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd