তরঙ্গ ও শব্দ
 
  1. Question: প্রতিধ্বনির সাহায্যে নির্ণয় করা যায়-

    A
    সমুদ্রের গভীরতা

    B
    বায়ুমন্ডলের উচ্চতা

    C
    কূপের গভীরতা

    Note: Not available
    1. Report
  2. Question: মাঝে মধ্যে বৈদ্যুতিক তারে বাদুড় মরে ঝুলে থাকা কারণ-

    A
    বৈদ্যুতিক তারের অবস্থান নির্ণয়ে ব্যর্থ হওয়া

    B
    বাদুড়ের মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক তার সংযুক্ত হয়

    C
    বাদুর স্তন্যপায়ী প্রাণী বলে

    Note: Not available
    1. Report
  3. Question: কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে-

    A
    শ্রোতা থেকে কমপক্ষে 16.6m দূরত্বে রাখতে হবে

    B
    যে কোনো কঠিন মাধ্যমে রাখতে হবে

    C
    আকারে বড় হতে হবে

    Note: Not available
    1. Report
  4. Question: ছোট ঘরে শব্দের প্রতিধ্বনি না শোনা যাওয়ার কারণ-

    A
    শব্দ ও প্রতিফলিত শব্দের মধ্যবর্তী সময় 1/10 সেকেন্ডের কম

    B
    উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.6m এর কম

    C
    ছোট ঘরে বায়ুস্তরের পরিমাণ কম

    Note: Not available
    1. Report
  5. Question: `0^0`C তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য-

    A
    স্যূনতম 1/10 সেকেন্ড সময় ব্যভধান প্রয়োজন

    B
    উৎস হতে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব 16.6m

    C
    কম পক্ষে শব্দানুভূতির স্থায়িত্বকালের সমান সময় প্রয়োজন

    Note: Not available
    1. Report
  6. Question: লোহার একটি ফাঁপা নলের এক প্রান্ত হাতুড়ী দিয়ে একবার আঘাত করে অপর প্রান্তে কান রাখলে দুটি শব্দ শোনা যায়। কারণ-

    A
    ফাঁপা নলের মধ্যদিয়ে শব্দের প্রতিফলন ঘটে

    B
    বায়ু মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে শব্দ জোরে চলে

    C
    শব্দ দুটি 0.1s এর বেশি ব্যবধানে কানে প্রবেশ করে

    Note: Not available
    1. Report
  7. Question: `0^0`C তাপমাত্রায় একটি ঘরের আয়তন 10 m x 20 m x 25 m। তাহলে-

    A
    ঘরের মধ্যে মভ্দ উৎপন্ন করলে প্রতিধ্বনি শুনতে পাওয়া যেতে পারে

    B
    ঘরের মধ্যে বায়ু না থাকলে প্রতিধ্বনি শোনা যাবে না

    C
    ঘরের কেবল তিনটি তলে শব্দের প্রতিফলন ঘটা সম্ভব

    Note: Not available
    1. Report
  8. Question: প্রতি সেকেন্ডে শব্দ যতটা পথ অতিক্রম করে তাকে কী বলে?

    A
    শব্দের প্রতিফলন

    B
    শব্দের প্রতিফলন

    C
    শব্দের বেগ

    D
    শব্দের ব্যতিচার

    Note: Not available
    1. Report
  9. Question: `20^0`C তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ?

    A
    3.54 গুণ

    B
    4.54 গুণ

    C
    5.54 গুণ

    D
    6.54 গুণ

    Note: Not available
    1. Report
  10. Question: বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে শব্দের দ্রুতির কী পরিবর্তন হয়?

    A
    কমে যায়

    B
    বেড়ে যায়

    C
    সমান থাকে

    D
    শূন্য হয়ে যায়

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd