Question: কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে কী বলে?
A
আলোক তরঙ্গ
B
বেতার তরঙ্গ
C
যান্ত্রিক তরঙ্গ
D
চুম্বক তরঙ্গ
Note: কঠিন, তরল বা গ্যাসীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তা হলো যান্ত্রিক তরঙ্গ। পানির তরঙ্গ, শব্দের তরঙ্গ, ধানের ক্ষেতে শীষের তরঙ্গ যান্ত্রিক তরঙ্গের উদাহরণ। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন।
Note: শব্দ সৃষ্টির কারণ হল কম্পন। শব্দ সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন। যখন কোন বস্তুতে কম্পনের সৃষ্টি হয় তখন বস্তু সংলগ্ন মাধ্যমের অণূগুলোর যৌগিক স্তর সংকুচিত ও প্রসারিত হওয়ার মাধ্যমে শব্দ সঞ্চালিত হয়।