তরঙ্গ ও শব্দ
 
  1. Question: যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকে সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে কী বলে?

    A
    অনুপ্রস্থ তরঙ্গ

    B
    অনুদৈর্ঘ্য তরঙ্গ

    C
    সরল ছন্দিত তরঙ্গ

    D
    সংকোচন তরঙ্গ

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ?

    A
    পানির তরঙ্গ

    B
    শব্দ তরঙ্গ

    C
    আলোক তরঙ্গ

    D
    বেতার তরঙ্গ

    Note: Not available
    1. Report
  3. Question: কোনটির মধ্যদিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে না?

    A
    কঠিন মাধ্যম

    B
    তরল মাধ্যম

    C
    বায়বীয় মাধ্যম

    D
    শূণ্য মাধ্যম

    Note: Not available
    1. Report
  4. Question: যে তরঙ্গ সৃষ্টির জন্য মাধ্যম প্রয়োজন তাকে কী বলে?

    A
    আলোক তরঙ্গ

    B
    চুম্বক তরঙ্গ

    C
    তাড়িৎচৌম্বক তরঙ্গ

    D
    যান্ত্রিক তরঙ্গ

    Note: Not available
    1. Report
  5. Question: কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে কী বলে?

    A
    আলোক তরঙ্গ

    B
    বেতার তরঙ্গ

    C
    যান্ত্রিক তরঙ্গ

    D
    চুম্বক তরঙ্গ

    Note: কঠিন, তরল বা গ্যাসীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তা হলো যান্ত্রিক তরঙ্গ। পানির তরঙ্গ, শব্দের তরঙ্গ, ধানের ক্ষেতে শীষের তরঙ্গ যান্ত্রিক তরঙ্গের উদাহরণ। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন।
    1. Report
  6. Question: নির্দিষ্ট দিকে তরঙ্গের দূরত্ব অতিক্রমের হারকে কী বলে?

    A
    তরঙ্গদ্রুতি

    B
    তরঙ্গদৈর্ঘ্য

    C
    তরঙ্গবেগ

    D
    কম্পাঙ্ক

    Note: Not available
    1. Report
  7. Question: তরঙ্গের গতিপথের কোনো একটি বিন্দুকে প্রতি সেকেন্ডে যতগুলো তরঙ্গ অতিক্রম করে তাকে কী বলে?

    A
    পর্যায়কাল

    B
    দোলন

    C
    স্পন্দন সংখ্যা

    D
    কম্পাংক

    Note: Not available
    1. Report
  8. Question: কম্পমান বস্তুর পূর্ণকম্পনে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে কী বলে?

    A
    বিস্তার

    B
    তরঙ্গবেগ

    C
    তরঙ্গের দৈর্ঘ্য

    D
    তরঙ্গচূড়া

    Note: Not available
    1. Report
  9. Question: বস্তু থেকে শব্দ সৃষ্টির প্রধান কারণ কী?

    A
    কম্পন

    B
    প্রসারণ

    C
    সংকোচন

    D
    সংবাহন

    Note: শব্দ সৃষ্টির কারণ হল কম্পন। শব্দ সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন। যখন কোন বস্তুতে কম্পনের সৃষ্টি হয় তখন বস্তু সংলগ্ন মাধ্যমের অণূগুলোর যৌগিক স্তর সংকুচিত ও প্রসারিত হওয়ার মাধ্যমে শব্দ সঞ্চালিত হয়।
    1. Report
  10. Question: শব্দ কী ধরনের তরঙ্গ?

    A
    অনুদৈর্ঘ্য তরঙ্গ

    B
    অনুপ্রস্থ তরঙ্গ

    C
    আড় তরঙ্গ

    D
    ট্রান্সভার্স ওয়েভ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd