Question: বৈদ্যুতিক লাইনে মৃত বাদুর ঝুলে থাকতে দেখা যায় কেন?
Aবৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকা।
Bসামনের দিকে শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায়।
Cবাদুর একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়।
Note: - বাদুড় চলার সময় সামনের দিকে সৃষ্টি করে- শব্দোত্তর তরঙ্গ।
- বাদুর শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনে মধ্যবর্তী সময়ের ব্যবধান ও প্রতিফলিত শব্দের প্রকৃতি থেকে ধারণা লাভ করে- প্রতিবন্ধকের।
- প্রায় 100000 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পারে- বাঁদুর।