তরঙ্গ ও শব্দ
 
  1. Question: নিম্নের কোনটি শব্দ দূষণের ফলে হয়ে থাকে?

    A
    স্মৃতিশক্তি হ্রাস

    B
    ডায়াবেটিস

    C
    জন্ডিস

    D
    ক্যান্সার

    Note: Not available
    1. Report
  2. Question: পারস্পরিক যোগাযোগ ও ভাবে আদান প্রদানের প্রধান মাধ্যম কোনটি?

    A
    শব্দ

    B
    তাপ

    C
    আলো

    D
    চাপ

    Note: Not available
    1. Report
  3. Question: মানসিক উত্তেজনা ও মেজাজ খিটখিটে হওয়ার কারণ কী?

    A
    বায়ুদূষণ

    B
    পানিদূষণ

    C
    পরিবেশ দূষণ

    D
    শব্দদূষণ

    Note: অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় ও মেজাজ খিটখিটে করে।
    1. Report
  4. Question: মানষের শ্রবণশক্তি নষ্টের জন্য দায়ী কোনটি?

    A
    টেলিভিশনের শব্দ

    B
    হঠাৎ তীব্র শব্দ

    C
    কলকারখানার শব্দ

    D
    পুরনোগাড়ির ইঞ্জিনের শব্দ

    Note: Not available
    1. Report
  5. Question: শব্দ দূষণ প্রতিরোধে করণীয় কী?

    A
    গাড়ি চালানো বন্ধ করা

    B
    হর্ণ ব্যবহার না করা

    C
    আইন প্রণয়ন ও জনগণকে সচেতন করা

    D
    মাইক বন্ধ করে দেয়া

    Note: শব্দ দূষণে আমাদের যা যা করণীয় তা নিচে দেওয়া হল- (ক) উৎসব/অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো পরিহার করা। (খ) পটকা, বাজি ফুটানো নিষিদ্ধ করা। (গ) গাড়ির হর্ণ অযথা বাজানো পরিহার করা। (ঘ) কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন বা যন্ত্রপাতি ব্যবহার করা। (ঙ) লোকালয় থেকে দূরে কলকারখানা ও বিমানবন্দর স্থাপন করা। (চ) শহরের মাঝে উন্মুক্ত জায়গা রাখা এবং রাস্তার ধারে গাছপালা লাগানো।
    1. Report
  6. Question: বৈদ্যুতিক লাইনে মৃত বাদুর ঝুলে থাকতে দেখা যায় কেন?

    A
    বৈদ্যুতিক তারগুলোর অবস্থান এবং মধ্যবর্তী দূরত্ব সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট ধারণা না থাকা।

    B
    সামনের দিকে শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায়।

    C
    বাদুর একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়।

    Note: - বাদুড় চলার সময় সামনের দিকে সৃষ্টি করে- শব্দোত্তর তরঙ্গ। - বাদুর শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনে মধ্যবর্তী সময়ের ব্যবধান ও প্রতিফলিত শব্দের প্রকৃতি থেকে ধারণা লাভ করে- প্রতিবন্ধকের। - প্রায় 100000 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পারে- বাঁদুর।
    1. Report
  7. Question: সরল দোলকের গতি-

    A
    স্পন্দন গতি

    B
    পর্যাবৃত্ত গতি

    C
    সরলরৈখিক

    Note: Not available
    1. Report
  8. Question: একটি ফাঁপা লোহার নলের এক প্রান্তে হাতুরী দিয়ে আঘাত করলে অপর প্রান্তে দুটি শব্দ শোনার কারণ হলো বায়ুর চেয়ে লোহার-

    A
    মধ্যে কম্পাঙ্ক বেশি

    B
    মধ্যে শব্দের বেগ বেশী

    C
    ঘনত্ব বেশী

    Note: Not available
    1. Report
  9. Question: তরঙ্গের ক্ষেত্রে-

    A
    `lambda = v/f`

    B
    fT = 1

    C
    v = `lambda`/f

    Note: Not available
    1. Report
  10. Question: দৈর্ঘ্য প্রসারণ সহগ `alpha`, ক্ষেত্রফল প্রসারণ সহগ `beta` এবং আয়তন প্রসারণ সহগ `gamma` হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

    A
    `alpha` = `beta`/3 = `gamma`/3

    B
    `alpha` = `beta`/3 = `gamma`/2

    C
    6 `alpha` = 3 `beta` = 2`gamma`

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd