তড়িতের চৌম্বক ক্রিয়া
 
  1. Question: টেপরেকর্ডারে নিচের কোনটি ব্যবহৃত হয়?

    A
    আরোহী ট্রান্সফর্মার

    B
    স্টেপডাউন ট্রান্সফর্মার

    C
    ডায়নামো

    D
    স্টেপআপ ট্রান্সফর্মার

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটিকে ভিসিপিতে ব্যবহার করা হয়?

    A
    আরোহী ট্রান্সফর্মার

    B
    স্পেপআপ ট্রান্সফর্মার

    C
    থার্মোমিটার

    D
    অবরোহী ট্রান্সফর্মার

    Note: Not available
    1. Report
  3. Question: কোন প্রক্রিয়া বা কার্যধারায় তড়িচ্চালকশক্তি উৎপন্ন হয়-

    A
    কোনো তারকুন্ডলীর ভিতর কোনো চুম্বক স্থির অবস্থায় রাখলে

    B
    কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তারকুন্ডলী ঘুরালে

    C
    কোনো স্থির তারকুন্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে

    Note: - চুম্বক ও তারকুন্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি না থাকলে গ্যালভানোমিটারে কোনো- তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয় না। - কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তারকুন্ডলীকে ঘুরালে তারকুন্ডলীতে তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয়- আপেক্ষিক গতির কারণে। - কোনো স্থির তারকুন্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে তারকুন্ডলীতে তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয়- পরিবর্তী চৌম্বক ক্ষেত্রের কারণে। - তাড়িতচৌম্বক আবেশের মাধ্যমে কোনো বর্তনীতে তড়িচ্চালক শক্তি উৎপন্ন হওয়ার পূর্বশর্ত হলো, বর্তনীর চতুর্দিকে পরিবর্তী- চৌম্বক্ষেত্রের অস্তিত্ব।
    1. Report
  4. Question: ওয়েরস্টেড এর পরীক্ষায়-

    A
    তড়িৎ বর্তনী বিদ্যমান

    B
    সুইচ অন করলে কম্পাসটি বিক্ষেপিত হয়

    C
    সুইচ অফ, করলে কম্পাসটি বিপরীত দিকে বিক্ষেপিত হয়

    Note: Not available
    1. Report
  5. Question: সলিনয়েডের ভিতর কোনো লোহার দন্ড ঢুকিয়ে তড়িৎ প্রবাহ চালালে-

    A
    দন্ডটি একটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়

    B
    দন্ডটির মধ্যে তাড়িতচৌম্বক আবেশ ঘটে

    C
    চৌম্বকক্ষেত্রের মেরু তড়িৎপ্রবাহের দিকের উপর নির্ভর করে না

    Note: Not available
    1. Report
  6. Question: সলিনয়েডের ভিতরে লৌহখন্ডকে প্রবেশ করিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে-

    A
    লৌহ খন্ডটি চুম্বকে পরিণত হবে

    B
    লৌহ খন্ডটিতে মেরু সৃষ্টি হবে

    C
    প্রবাহ বন্ধ করলেও এর চুম্বকত্ব হারাবে না

    Note: Not available
    1. Report
  7. Question: একখন্ড এলুমিনিয়ামকে একটি সলিনয়েডের ভিতরে প্রবেশ করিয়ে এতে তড়িৎপ্রবাহ চালনা করলে-

    A
    সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র অপরিবর্তিত থাকবে

    B
    এলুমিনিয়ামের উত্তর মেরু ও দক্ষিণ মেরু সৃষ্টি হবে

    C
    এলুমিনিয়ামে কোনো চুম্বকত্ব দেখা যাবে না

    Note: Not available
    1. Report
  8. Question: সলিনয়েডের তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে-

    A
    মেরুদ্বয় পাল্টে যাবে

    B
    বলরেখাগুলোর অভিমুখ বিপরীতমুখী হয়

    C
    লোহার দন্ড বা পেরেকটি চুম্বকত্ব হারাবে

    Note: Not available
    1. Report
  9. Question: সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ভর করে-

    A
    তড়িৎ প্রবাহের মানের ওপর

    B
    প্রতি একক দৈর্ঘের পেঁচ বা পাকের সংখ্যার ওপর

    C
    তড়িৎ প্রবাহের দিকের ওপর

    Note: Not available
    1. Report
  10. Question: কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়ানো যায়-

    A
    তারটিকে কুন্ডলী পাকিয়ে

    B
    তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে

    C
    কুন্ডলীতে পাক সংখ্যা বৃদ্ধি করে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd