Question: বল বৃদ্ধিকরণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত কোনো হাইড্রলিক প্রেসের ছোট পিস্টনের অপেক্ষা বড় পিস্টনের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করা হয় তবে বড় পিস্টনে কত গুণ বল অনুভূত হবে?
Note: আর্কিমিডিস একজন গ্রিক দার্শনিক ছিলেন। বস্তুকে তরলে ডুবালে বস্তুটি ওজন হারায় এবং তা বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই সূত্রের আবিষ্কারক তিনিই। খ্রিষ্টপূর্ব ২য় শতাব্দীতে তিনি এটি আবিষ্কার করেন।