পদার্থের অবস্থা ও চাপ
 
  1. Question: তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা সম্পর্কে ধারণা দেন কে?

    A
    আর্কিমিডিস

    B
    প্যাসকেল

    C
    গ্যালিলিও

    D
    আইনস্টাইন

    Note: Not available
    1. Report
  2. Question: “বস্তু কর্তৃক হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান”-এটি কার নীতি?

    A
    গ্যালিলিও

    B
    প্যাসকেল

    C
    আর্কিমিডিস

    D
    আইনস্টাইনট

    Note: Not available
    1. Report
  3. Question: কোনো বস্তুর জানা ওজন থেকে বস্তুটির নিমজ্জিত অবস্থার ওজন বাদ দিলে কোনটি পাওয়া যাবে?

    A
    বস্তুর আপাত ওজন বৃদ্ধি

    B
    বস্তুর আপাত ওজন হ্রাস

    C
    বস্তুর প্রকৃত ওজন বৃদ্ধি

    D
    বস্তুর প্রকৃত ওজন হ্রাস

    Note: Not available
    1. Report
  4. Question: কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে কী বলে?

    A
    আয়তন

    B
    ঘনত্ব

    C
    চাপ

    D
    ক্ষেত্রফল

    Note: Not available
    1. Report
  5. Question: কোনো বস্তুর একক আয়তনে পদার্থের পরিমাণকে কী বলে?

    A
    আয়তন

    B
    ঘনত্ব

    C
    আপেক্ষিক গুরুত্ব

    D
    ভর

    Note: Not available
    1. Report
  6. Question: ঘনত্ব কোনটির উপর নির্ভরশীল?

    A
    বস্তুর উপাদান ও তাপমাত্রা

    B
    বস্তুর আকার ও তাপমাত্রা

    C
    বস্তুর আয়তন ও আকার

    D
    বস্তুর আকৃতি

    Note: কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম। ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল।
    1. Report
  7. Question: মৃত সাগর কোথায় অবস্থিত?

    A
    জর্ডান

    B
    ফিলিপাইন

    C
    বাংলাদেশ

    D
    শ্রীলঙ্কা

    Note: Not available
    1. Report
  8. Question: বেলুনের মধ্যে কোন গ্যাস থাকে?

    A
    হিলিয়াম

    B
    হাইড্রোজেন

    C
    অক্সিজেন

    D
    নিয়ন

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশ কম?

    A
    সালফার

    B
    নাইট্রোজেন

    C
    ক্লোরিন

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  10. Question: পচা ডিম পানিতে ভাসার কারণ কী?

    A
    পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে

    B
    পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে বেশি বলে

    C
    পচা ডিম ও পানির ঘনত্ব একই বলে

    D
    পচা ডিম ও পানির ঘনত্ব নেই বলে

    Note: ডিম পচলে এটির কুসুম ভেঙ্গে যায় এবং গ্যাস উৎপন্ন হয়। আমরা জানি গ্যাসের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, তাই পচা ডিম পানিতে ভেসে থাকে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd